Roseকাছে এসোRose

লিখেছেন লিখেছেন লোকমান ১০ অক্টোবর, ২০১৪, ০৮:৩৯:০৬ রাত



বন্ধু কেমন আছো?

চুপ কেন ? বুঝেছি কিছু বলবে না আর,

এও বুঝেছি এটি কোন রাগ নয়, অভিমান

অভিমান করতেই পারো এটি তোমার অধিকার।

.

অভিমান তো প্রিয়দের সাথেই করে

যাদের জন্য নিরবে অশ্রু ঝরে

সময়ে অসময়ে খুব বেশি মনে পড়ে।

.

তবে এ কথা যেও না ভুলে

শুনে নাও হৃদয়ের কান খুলে

তোমাতেই ছিল মন

দুরে ছিলাম যতক্ষণ।

.

জীবন যুদ্ধে যদিও যাই দুরে চলে

ক্ষনিকের তরেও যাই না ভুলে,

মন কাননে তোমারি নাম লেখা ফুলে ফুলে

দেখো না হৃদয়ের দ্বার খুলে।

.

আর নয় দুরে থাকার অভিযান

ভুলে যাও সব অভিমান,

একটু হাসো, খুশি করো মন

কাছে এসো করি আলিঙ্গন।

বিষয়: বিবিধ

১৩৩১ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272931
১০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৫
ফেরারী মন লিখেছেন : অভিমান তো প্রিয়দের সাথেই করে
যাদের জন্য নিরবে অশ্রু ঝরে
সময়ে অসময়ে খুব বেশি মনে পড়ে। Sad Sad

স্রেফ আমার মনের কথাটাই বলেছেন মামুন ভাই। আল্লাহ আপনাকে হায়াত্যে তৈয়্যেবা দান করুন আমিন।
১০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৩
217043
আফরা লিখেছেন : আপনার মনের কথা মামুন ভাইয়া বলবে কি ভাবে.........তাল ছাড়া মানুষ ।
১০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৭
217045
ফেরারী মন লিখেছেন : আহা মিলে যেতে পারে না? পুরুষ মানুষের মন তো। মেয়েদের অবশ্য হয় না। Tongue Tongue
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৩
217049
আফরা লিখেছেন : তাতো মিলতেই পারে কিন্তু এখানে আপনি মামুন ভাইয়াকে পাইলেই কোথায় ? কবিতা তো লোকমান ভাইয়া ।
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৬
217051
ফেরারী মন লিখেছেন : ওহ শীট,,, মামুন ভাই ঠিক এইভাবে শিরোনাম দেয় দেখে আমি ভাবছি উনার কবিতা। Liar Liar
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৩
217052
লোকমান লিখেছেন : নো প্রোবলেম ফেরামী মন। মামুন ভাইয়ের কবিতা আমিও পড়ি খুব সুন্দর লিখেন তিনি।
272933
১০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪৭
ভিশু লিখেছেন : ইয়ে, মানে আসার জন্য রেডি হচ্ছি।
এখানে ১টু পরে মন্তব্য করা হবে।
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৫
217053
লোকমান লিখেছেন : কোথায় আসার জন্য রেডি হচ্ছেন? একটু পর মারামরি করবেন?? ক্যান ভাই আমি কি করছি???
272934
১০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
আফরা লিখেছেন : সুন্দর কবিতা ভাল লাগল ।
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৫
217054
লোকমান লিখেছেন : অগ্রিম লিখে রাখলাম যদি কখনো কাজে লাগে
১০ অক্টোবর ২০১৪ রাত ১০:০০
217065
আফরা লিখেছেন : এখন না লিখে রাখলে অসুবিধা নাই দেখেন আমাদের আশরাফ ভাইয়ার মাথা থেকে এখন শুধু কবিতাই বের হয় সময় হলে আপনার হবে আরো সুনদর সুনদর ।
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১২
217221
লোকমান লিখেছেন : তাই নাকি Worried Worried Worried
272941
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৬
সুশীল লিখেছেন : আফরা লিখেছেন : সুন্দর কবিতা ভাল লাগল ।
১১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১৩
217223
লোকমান লিখেছেন : লোকমান লিখেছেন : অগ্রিম লিখে রাখলাম যদি কখনো কাজে লাগে <:-P <:-P
272967
১০ অক্টোবর ২০১৪ রাত ১১:৪২
মামুন লিখেছেন : Nice feeling! Awesome writing & appreciate the presentation! JajakAllahu khairan. Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File