কাছে এসো
লিখেছেন লিখেছেন লোকমান ১০ অক্টোবর, ২০১৪, ০৮:৩৯:০৬ রাত
বন্ধু কেমন আছো?
চুপ কেন ? বুঝেছি কিছু বলবে না আর,
এও বুঝেছি এটি কোন রাগ নয়, অভিমান
অভিমান করতেই পারো এটি তোমার অধিকার।
.
অভিমান তো প্রিয়দের সাথেই করে
যাদের জন্য নিরবে অশ্রু ঝরে
সময়ে অসময়ে খুব বেশি মনে পড়ে।
.
তবে এ কথা যেও না ভুলে
শুনে নাও হৃদয়ের কান খুলে
তোমাতেই ছিল মন
দুরে ছিলাম যতক্ষণ।
.
জীবন যুদ্ধে যদিও যাই দুরে চলে
ক্ষনিকের তরেও যাই না ভুলে,
মন কাননে তোমারি নাম লেখা ফুলে ফুলে
দেখো না হৃদয়ের দ্বার খুলে।
.
আর নয় দুরে থাকার অভিযান
ভুলে যাও সব অভিমান,
একটু হাসো, খুশি করো মন
কাছে এসো করি আলিঙ্গন।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যাদের জন্য নিরবে অশ্রু ঝরে
সময়ে অসময়ে খুব বেশি মনে পড়ে।
স্রেফ আমার মনের কথাটাই বলেছেন মামুন ভাই। আল্লাহ আপনাকে হায়াত্যে তৈয়্যেবা দান করুন আমিন।
এখানে ১টু পরে মন্তব্য করা হবে।
মন্তব্য করতে লগইন করুন