চির কুমার সমিতির সভাপতি প্রবাসী আশরাফকে জন্মদিনের শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন লোকমান ২০ মে, ২০১৪, ১১:০৮:৪৯ সকাল
চির কুমার সমিতির সভাপতি টুডে ব্লগের জনপ্রিয় মেধাবী ব্লগার কবি প্রবাসী আশরাফ সাহেব আজ ৩৫ বর্ষে স্বদর্পে পদার্পন করতে যাচ্ছেন।
৩৪কে পিছে ফেলে ৩৫ বর্ষে তার পদার্পন শুভ হোক। তার জন্য অনেক অনেক শুভ কমনা রইল। টুডে ব্লগের পক্ষ থেকে তাকে জানাচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। হ্যাপি বার্থ ডে টু ইউ স্যরি বুকে আসেন ডিম ভাজা খাওয়াবো
এ উপলক্ষে তিনি ফেসবুকে একটি স্টাট্যাস দিয়েছেন " আজ এই দিনে ৩৪ কে পেছনে ফেলে সামনে ৩৫ এর কোঠায় পদার্পন করলাম"
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ৩৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি কবে কুমার জীবনের অবসান ঘটালেন তা তো জানলামনা। বিয়ের দাওয়াত দিয়েন।
আশরাফ সাহেবকে শুভেচ্ছা।
কালকেই যদি বিয়া করেন তা হলে????
প্রবাশী ভাই বিয়ে করিয়েন না,
আপনি থাকবেন প্রবাসে বউ থাকবে দেশে??? ] ] ]
তার হিতাকাঙ্খী হিসাবে আপনি যে কাজটি করেছেন তার জণ্য অশেষ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন