সৌদি আরবে ১১বাংলাদেশীর মৃত্যুতে আমরা শোকাহত
লিখেছেন লিখেছেন লোকমান ১৩ মে, ২০১৪, ১০:৫৩:৪৪ সকাল
ছবি:নিহত আ:জালাল, আ:গাফফার,বাহাউদ্দিন, মতিউর।
সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ফার্নিচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১ বাংলাদেশিসহ ১৩ জন নিহত হয়েছেন। নিহত অন্য দুজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে রিয়াদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার শিফা সানাইয়া এলাকার তিতাস ফার্নিচার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ১১ বাংলাদেশি হলেন- কুমিল্লার হোমনা উপজেলার মো. সেলিম (৩৫), মো. মাসুম বাহাউদ্দিন (৩১) ও মতিউর রহমান (৩২), তিতাস উপজেলার মো. জালাল (৩৫), নাজির হোসেন (৩৫), রাজু হোসেন (৩৫) ও মো. শাহালম (৩৫), মেঘনা উপজেলার আব্দুল গাফফার (৩২)। জাকির (৫৫) ও আফতাবের (৪৫) বাড়ি ফেনী ও মাদারীপুর জেলায়।
নিহত ভারতীয় দুই নাগরিক হলেন ইশরাক (৩০) ও ওয়াসিম (৩৩)।
কারখানাটিতে ১৫ জন কর্মচারী কাজ করতেন। এর মধ্যে ১৩ জন বাংলাদেশি ও দুজন ভারতীয়।
ওই কারখানার আহত কর্মচারীরা জানান, রাতে কাজ শেষে তারা কারখানার বিশ্রামকক্ষে অবস্থান করছিলেন। এ সময় আগুনের খবর পেয়ে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েন। এ সময় ভেতরে আটকা পড়ে ১৩ জন সহকর্মীর মৃত্যু হয়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে দেশটির ফায়ার সার্ভিস।
১১ বাংলাদেশীসহ ১৩ জনের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। হে আল্লাহ তুমি নিহতদের ক্ষমা করে দাও এবং তাদের পরিবারকে ধৈর্য্য ধারনের তৌফিক দাও। আমীন।
বিষয়: বিবিধ
১৬০৫ বার পঠিত, ৬৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা যেন তাদের জান্নাত দান করেন।
রবের দরবারে করজোর প্রার্থনা যেন প্রিয় প্রবাসী ভাইদের জান্নাত দান করেন এবং পরিবারের সদস্যদের শোক সইবার তৌফিক দান করেন - আমীন।
রবের দরবারে করজোর প্রার্থনা যেন প্রিয় প্রবাসী ভাইদের জান্নাত দান করেন এবং পরিবারের সদস্যদের শোক সইবার তৌফিক দান করেন - আমীন।
এবং তাদের পরিবারকে ধৈর্য্য ধারনের তৌফিক দাও।
আমীন।
আমিন।
১১ বাংলাদেশীসহ ১৩ জনের মৃত্যুতে আমরা গভীর শোকাহত
ঘরে বাহিরে কোথায় সুখে নাই বাংলাদেশ!
খুবি দুঃখজনক।
মন্তব্য করতে লগইন করুন