কেন চলে গেলে হে অভিমানী
লিখেছেন লিখেছেন লোকমান ১২ মে, ২০১৪, ১২:১৯:১১ রাত
আমি বসে আছি। একা একা চুপচাপ বসে আছি তবে কেন তা জানি না। আসলে কোন কারন নাই। বিনা কারনেই কখনো কখনো এভাবে একা একা নিরিবিলি বসে থাকতে আমার খুব ভালো লাগে। সুনশান নিরবতা বিরাজ করছে চতূর্দিকে। কেমন যেন পৃথিবীর সব কিছু নিরব হয়ে গেছে সম্ভবত সবাই বিশ্রাম নিচ্ছে ক্ষনিকের তরে।
হঠাৎ তোমার পদধ্বনি আমার নিরবতায় আঘাঁত হানে। তবে আমি একটুও বিরক্তবোধ করছিনা বরং আনন্দই অনুভব করছি। এমন নিরবতায় তোমার আগমন আমার খুব পছন্দ। আমি চাই আমার এই নিরব মুহুর্তগুলোতে তুমি আমার পাশে থাকো। আমার খুব কাছে চলে এসো। আমাকে হারিয়ে ফেলো তোমার মাঝে।
তুমি এলে আমার হৃদয়ে আন্দেরে জোয়ার বয়ে যায়। তোমাকে নিয়ে কবিতা লিখতে খুব ইচ্ছে করে। তোমার মাঝে হারিয়ে যেতে খুব শখ জাগে। আজ কতদিন হলো তোমার মাঝে হারিয়ে যাই না। ভাবছি আজ তোমার মাঝে আমি হারাবোই। আজ আমি কোন বাঁধাই মানবো না। শুনবো না কারো নিষেধ।
আজ বাঁধা দেয়ার কেউ নেই। এখন গভীর রাত সবাই হারিয়ে গেছে ঘুমের রাজ্যে। শুধু আমি বসে আছি একা একা। আমিও ঘুমিয়ে যেতাম কিন্তু তোমার আগমনের আভাস পেয়ে জেগে আছি। বসে আছি একা একা। এসাে জলদি এসো।
হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছি। ভালো ভাবেই বুঝতে পারছি তুমি চলে এসছো আমার খুব কাছাকাছি। এসো এসাে আমি তো তোমার জন্যই বসে আছি। কতদিন পর তুমি আসছো তোমার অপেক্ষায় না থেকে আমি পারি?
কি হলো চলে যাচ্ছ কেন? কেন এক কাছে এসেও চলে গেলে? কোন্ অভিমানে? তুমি কেন এত অভিমানী? কেন তোমার মাঝে হারিয়ে যাওয়ার স্বপ্ন সত্য হতে দিলে না। ভিজতে দিলে না তোমাতে। তুমি কেন এত অভিমানী হে "বৃষ্টি"?
বিষয়: বিবিধ
৫০১২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনি ঠিক বলেছেন তবে শিরোনামে রম্য উল্লেখ থাকলে রহস্যটা আর রহস্য থাকতো না। শেষ পর্যন্ত পড়ে রহস্য উদঘাটন করতে হতো না শিরোনামেই তা প্রকাশ পেয়ে যেত। ধন্যবাদ হে " প্যারিস থেকে আমি"।
মন্তব্য করতে লগইন করুন