প্রকাশিত হলো টুডে ব্লগারদের একগুচ্ছ বই (আপডেট)
লিখেছেন লিখেছেন লোকমান ৩০ জানুয়ারি, ২০১৪, ০১:৫১:০৫ দুপুর
সদ্য প্রকাশিত টুডে ব্লগাদের বই সমূহ
এক.
বইয়ের নাম: বিয়ের ইন্টারভিউ
লেখক: আনোয়ার হোসাইন মজুমদার (প্রবাসী মজুমদার)
প্রকাশনায়: খান প্রকাশনী
বিষয়: গল্প
নির্ধারিত মূল্য:
প্রাপ্তিস্থান: খান প্রকাশনী, দোকান নং৩৮,
১ম তলা, ইসলামী টাওয়ার, ১১বাংলা বাজার
ঢাকা-১১০০ মোবা: ০১৭৪০১৯২৪১১
ব্লগ লিংক: প্রবাসী মজুমদার
দুই.
বইয়ের নামঃ অন্ধকারে অজস্র পাখি
লেখক: নোমান সাইফুল্লাহ
প্রকাশনায়ঃ স্বরবৃত্ত প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা।
মূল্যঃ ১০০/- টাকা।
প্রাপ্তিস্থান: একুশে বইমেলাঃ স্টল নং- ৩৩৩ এবং ৩৩৪
ব্লগ লিংক: নোমান সাইফুল্লাহ
তিন.
বইয়ের নাম: আরাকানের মুসলমানদের ইতিহাস
লেখক: ড. মাহফুজুর রহমান আখন্দ
প্রকাশনায়: বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লি:
বিষয়: ইতিহাস
ব্লগ লিংক :ড. মাহফুজুর রহমান আখন্দ
চার.
বইয়ের নাম: পাখির ডানায় বাসা বানায়
লেখক: ওমর বিশ্বাস
প্রকাশনায়:
বিষয়: ছড়া-কবিতা
ব্লগ লিংক: ওমর বিশ্বাস
পাঁচ.
বইয়ের নাম: নৈ:শব্দের জলছবি
লেখিকা: উম্মে রুমানা টুম্পা ( ইক্লিপ্স)
প্রকাশনায়: স্বরবৃত্ত
বিষয়: কবিতা
নির্ধারিত মূল্য: ১০০টাকা
প্রাপ্তিস্থান: একুশে বইমেলা:৩৩৩ - ৩৩৪ নং স্টল।
প্রকাশকঃ মোহাম্মদ রহমত উল্লাহ,
৪৫বাংলা বাজার,ঢাকা-১১০০।
ফোন নং: ০১৫১৯৫২১৯৭১-৩,
ব্লগ লিংক: ইক্লিপ্স
ছয়.
বইয়ের নাম: স্বপ্ন দিয়ে বোনা
লেখক: ১২১জন জনপ্রিয় ব্লগার
প্রকাশনায়: ব্লগারদের প্রকাশনা প্যানেল
বিষয়: রকমারী
সাত.
বইয়ের নাম: অবগুন্ঠিত আলাপন
লেখিকা: নূর আয়েশা সিদ্দিকা
প্রকাশনায়: খান প্রকাশনী
বিষয়: গল্প
নির্ধারত মূল্য: ৭০টাকা
প্রাপ্তিস্থান: খান প্রকাশনী, দোকান নং৩৮,
১ম তলা, ইসলামী টাওয়ার, ১১বাংলা বাজার
ঢাকা-১১০০ মোবা: ০১৭৪০১৯২৪১১
ব্লগ লিংক: নূর আয়েশা সিদ্দিকা
আট.
বইয়ের নাম: তুমি এলে বাদল দিনে
লেখক: এম এম ওবায়দুর রহমান
প্রকাশনায়: বাংলাদেশ রাইটার্স গিল্ড
বিষয়: গল্প
প্রাপ্তিস্থান: ০১৯২২ ০০৯৯৮৪
বিস্তারিত: http://www.rokomari.com/book/1363
ব্লগ লিংক: এম এম ওবায়দুর রহমান
নয়.
বইয়ের নাম: আত্মদহন
লেখক: পারভেজ রানা
প্রকাশনায়: বাংলাদেশ রাইটার্স গিল্ড
বিষয়: উপন্যাস
ব্লগ লিংক: পারভেজ রানা
দশ.
বইয়ের নাম: এক গুচ্ছ গোলাপ
লেখিকা: রেহনুমা বিনত আনিস
প্রকাশনায়: খান প্রকাশনী
বিষয়: গল্প
নির্ধারিত মূল্য:৬০ টাকা
প্রাপ্তিস্থান: খান প্রকাশনী, দোকান নং৩৮,
১ম তলা, ইসলামী টাওয়ার, ১১বাংলা বাজার
ঢাকা-১১০০ মোবা: ০১৭৪০১৯২৪১১
ব্লগ লিংক:রেহনুমা বিনত আনিস
এগারো.
বইয়ের নাম: বিয়ে
লেখিকা: রেহনুমা বিনত আনিস
প্রকাশনায়: খান প্রকাশনী
বিষয়: গল্প
নির্ধারিত মূল্য: ৭০টাকা
প্রাপ্তিস্থান: খান প্রকাশনী, দোকান নং৩৮,
১ম তলা, ইসলামী টাওয়ার, ১১বাংলা বাজার
ঢাকা-১১০০ মোবা: ০১৭৪০১৯২৪১১
ব্লগ লিংক:রেহনুমা বিনত আনিস
বারো.
বইয়ের নাম: আসমানী মেসেজ
লেখক: আহমদ রশিদ বাহাদুর (চাটিগাঁ থেকে বাহার)
প্রকাশনায়: বাহার প্রকাশনী
বিষয়: ইসলাম
প্রাপ্তিস্থান:
ব্লগ লিংক:চাটিগাঁ থেকে বাহার
তের.
বইয়ের নাম: প্রবাস কাহন
লেখক: লোকমান বিন নূর হাশেম
প্রকাশনায়: খান প্রকাশনী
বিষয়: প্রবাস
নির্ধারিত মূল্য: ৬০ টাকা
প্রাপ্তিস্থান: খান প্রকাশনী, দোকান নং৩৮,
১ম তলা, ইসলামী টাওয়ার, ১১বাংলা বাজার
ঢাকা-১১০০ মোবা: ০১৭৪০১৯২৪১১
ব্লগ লিংক:লোকমান
চৌদ্দ.
বইয়ের নাম: ইসলামী সমাজ ও আমাদের যাজিত জীবন
লেখক: খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ
ব্লগার: হাবিবুল্লাহ
ইবনে ইসহাক প্রকাশনী
প্রাপ্তিস্থান = আশরাফিয়া লাইব্রেরী আল জামেয়া রোড পটিয়া
আল মানার লাইব্রেরী আন্দরকিল্লা চট্টগ্রাম।
পনেরো.
বইয়ের নাম: অটুট ঈমান
লেখক: মাও. ইসহাক খান
ব্লগংলিংক:মাই নেম ইজ খান
প্রাপ্তিস্থান: খান প্রকাশনী, দোকান নং৩৮,
১ম তলা, ইসলামী টাওয়ার, ১১বাংলা বাজার
ঢাকা-১১০০ মোবা: ০১৭৪০১৯২৪১১
ষোল.
বইয়ের নাম: নানান রঙের মানুষ
লেখিকা: রেহনুমা বিন আনিস
প্রাপ্তিস্থান: খান প্রকাশনী, দোকান নং৩৮,
১ম তলা, ইসলামী টাওয়ার, ১১বাংলা বাজার
ঢাকা-১১০০ মোবা: ০১৭৪০১৯২৪১১
বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে অমর একুশে বইমেলা। এই বইমেলা লেখক পাঠক প্রকাশকসহ বই প্রেমিকদের প্রাণের মেলা। এই মেলায় উপস্থিতিদের বিশাল একটা অংশ থাকবে আমাদের ব্লগার ভাই ও বোনেরা। প্রিয় ব্লগারদের অনুরোধ করবো ব্লগারদের লেখা কিছু বই ক্রয় করার জন্য। সুন্দর সুন্দর কমেন্ট'স এর মাধ্যমে যেমন আমরা ব্লগারদের লিখতে উৎসাহিত করি, অনুরুপ ভাবে তাদের বই ক্রয় করে বই প্রকাশের জগতে তাদের স্বাগত জানানো উচিৎ।
আপনার কোন বই থাকলে কমেন্টে এ উল্লেখ করুন মূল পোস্টে যুক্ত করে নিবো।
আসুন ব্লগারদের বই ক্রয় করি, নিজে পড়ি, অন্যকে উপহার দেই।
কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে বই পেতে ফোন করুন এই নাম্বারে ০১৭১২১২৭৮৯ রফরফ বুক পয়েন্টে।
বিষয়: বিবিধ
৩৩৯০ বার পঠিত, ১২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
++++++++++++ ধন্যবাদ
স্টিকি দাবী তোলার জন্য ধন্যবাদ।
আমার বই কিনতে লগইন করুন।
অথবা সরাসরি আমার সেল নাম্বারে যোগাযোগ করতে পারেন।
০১৯২২ ০০৯৯৮৪
বইমেলায় জাতিয় গ্রন্থ কেন্দ্রর স্ট্রলটি তে যেকোন লেখকের বই বিক্রর জন্য রাখা যেতে পারে। কেননা বই মেলায় সকল প্রকাশককে স্ট্রল বরাদ্ধ দেওয়া হয়না।তাই জাতিয় গ্রন্থ কেন্দ্রে আপনাদের বই রাখতে পারেন। ধন্যবাদ লেখক এবং ব্লগ কতৃপক্ষ কে
দু"বছরে দেশে থাকতে পারি দু"মাস।
তাই ঢাকায় গিয়ে খুজে খুজে কিনা ................................................---------তবে পোস্টের জন্য মুবারকবাদ---------------------
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
জঙ্গিবাদী-আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক
কতাডা কইয়া ওবায়েদ ভাই আচ্ছা বেকায়দায় পড়ছে দেখছি। এখন সবুজ ভাইয়ে ও যে চায়
লেখক প্রকাশবৃন্দকে অভিনন্দন। পোষ্টদাতাকে ??
ধন্যবাদ জামাল ভাইকেও।
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য
কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে বই পেতে ফোন করুন এই নাম্বারে ০১৭১২১২৭৮৯ রফরফ বুক পয়েন্টে।
আর কোন কথা নাই........নাই
পাঠক
প্রকাশক
কাকে ???
আর বাহার ভাই, আমার বইটি একুশে বই মেলা ছাড়া আপাততঃ অন্য কোথাও পাওয়া যাবে না। চট্টগ্রামে অনেক পরিচিত বন্ধু থাকা সত্ত্বেও চট্টগ্রামে বই দিতে পারছি না। তবে এখানে পাবেন আশাকরি
http://www.rokomari.com/book/76264
জন্য অনেক ধন্যবাদ
তবে ব্লগারদের বইগুলা দেখি কিনতে পারি কিনা
আপনাদেরকে অভিনন্দন
আপনারও দেখি একটা আছে। মাশাআল্লাহ
আর আমার কথা বলছেন, আপনাদের উৎসাহ অনুপ্রেরণা ই ছিল আমার সম্বল।
সুর্যের পাশে হারিকেন এবং ডাক্তার রিফাত; আমি বলেছিলাম প্রবাসি ভাইদের জন্য।
সেই সাথে পোষ্টটি ষ্টিকি করার জন্য প্রিয় মডারেশান টিমকেও ধন্যবাদ জানাচ্ছি...
পোষ্টটি বর্তমান সময়ের উপযোগী হলেও কলেবর অনেক সীমিত হয়েছে।
লোকমান ভাই একজন সিনিয়র ব্লগার, আপনার তো জানার কথা আরো অনেক ব্লগারের বই বাজারে আছে.....
যেমন:
۩ ড: আ. ফ. ম. খালিদ হোসেন
۩ হারুন আযিযী নদভী
۩ এম এম ওবায়দুর রহমান
۩ রেহনুমা বিনতে আনিস
۩ হামিদ [খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহ]
۩ শিয়াল পন্ডিত
۩ মাই নেম ইজ খান
۩ সাইফ বরকতউল্লাহ
۩ মুক্তি কন্যা সুমাইয়া
۩ হাসান
۩ নূর আয়েশা সিদ্দিকা জেদ্দার
۩ প্রবাসি মজুমদার
۩ আকিক
۩ ziaul Haque
۩ আবু সাকী মাহবুব
▣ শাহ আবদুল হান্নান
▣ ড. আবুল কালাম আজাদ
-এছাড়া শাহ আলম বাদশা,
-আনোয়ার আলী(এডভোকেট),
-শ্রাবণ নজরুল,
-এখান অবশ্য অনেকে আপনার আলোচনায় এসেছে।
শতাধিক বই বের হয়েছে এমন ব্লগারও আছেন।
নিকটবর্তী সময়ে প্রকাশ পেয়েছে ব্লগার খোন্দকার মোহাম্মদ হাবিবুল্লাহর বই: ইসলামী সমাজ ও আমাদের যাপিত জীবন।
এরকম কিছু ব্লগারের ঠিকানা লিংকে পাওয়া যাবে
আজ পর্যন্ত এসবি ব্লগারদের কার কার লেখা বই আকারে প্রকাশিত হয়েছে ?
লোকমান ভাইয়ের পোষ্টটি আরো কলেবর সমৃদ্ধ করে দীর্ঘ সময় পর্যন্ত ষ্টিকি রাখার অনুরোধ করছি ।
আর একটি কথা:
যারা গ্রন্থমেলায় ষ্টল পেয়েছেন তারা সবাই ব্লগার বান্ধব নয়,
সুতরাং সবাই আগ্রহ করে ব্লগারদের বই রাখতে চাইবে না। কিন্তু এমনও আছেন যারা ব্লগিং জগতের সাথে সংশ্লিষ্ট ।
যদি আগ্রহ সহকারে ব্লগারদের বই ষ্টলে রাখেন তাহলে আমার মনে হয় ব্লগাররা উপকৃত হবে এবং কৃতজ্ঞ হবে।
যাদের বই ষ্টলে উঠবে তারা নিশ্চয় নিজ উদ্যোগে প্রচারের ব্যবস্থা করবেন।
কোন ভাই যদি বাদ যাওয়া কোন ব্লগারের বইয়ের ছবি ও সংক্ষিপ্ত তথ্য মন্তব্য আকারে প্রকাশ করেন তাহলে তা মূল পোস্টে যুক্ত করে নিবো
ধন্যবাদ বাহার ভাইকে গঠন মূলক মন্তব্য করার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
ইন্টারনেট ব্যবহারের সুবাদে আমার মত অজপড়া গায়ের লোকও অনেক মেধাবী ও প্রতিভাবান চিন্তাশীল ব্যক্তিত্বের চিন্তাভাবনা থেকে অনেক কিছুই শিখতে পারছি। ব্লগার হতে না পারলেও অন্তত বেধাবী প্রতিভাবান লেখক/ব্লগার লেখা পড়ার সুযোগ পাচ্ছি। শুধু কি তাই! তাদের চিন্তাভাবনার সাথে নিজেও কোন কোন সময় মন্তব্যের মাধ্যমে অনুভূতি প্রকাশ করতে পারছি। এতে করে আমিও তো অন্তত কিছু না কিছু লিখছি। মন্দ কি? হয়তো আজকের ব্লগার/লেখকদের মত ভাল মানের বই লিখতে পারবো না। তাতে কি হয়েছে? লেখক/ব্লগারদের লেখা পড়ে অন্তত নিজের মতামত তো জানাতে পারছি। অতএব আমিও দাবী করতে পারি "আমার মন্তব্যেই হচ্ছে আমার লিখিত বই।"
ব্লগার হাবিবুল্লাহ
ইবনে ইসহাক প্রকাশনী
প্রাপ্তিস্থান = আশরাফিয়া লাইব্রেরী আল জামেয়া রোড পটিয়া
আল মানার লাইব্রেরী আন্দরকিল্লা চট্টগ্রাম।
অবগুন্ঠিত আলাপন (ব্লগারঃ নূর আয়েশা সিদ্দিকা)
নানার রঙের মানুষ (ব্লগারঃ রেহনুমা বিনত আনিস)
বিয়ে (ব্লগারঃ রেহনুমা বিনত আনিস)
বিয়ের ইন্টারভিউ (ব্লগার প্রবাসী মজুমদার)
প্রবাস কাহন (ব্লগারঃ লোকমান,সৌদি আরব)
অটুট ঈমান (ব্লগারঃ মাই নেম ইজ খান)
স্বপ্ন দিয়ে বোনা (১৪১জন ব্লগারদের লিখা নিয়ে বই)
http://www.onbangladesh.net/blog/blogdetail/detail/1776/ctg4bd/12650
এম এম ওবায়দুর রহমান ভাই আমি কিন্তু কিন্তে পারুম্না, আমার কপিটা ঠিকঠাক পাটায়া দিয়েন কৈলাম
তবে ওবায়েদ ভাইকে এভাবে হুমকি দেয়ার কারণ কি??
আমি তো ভয় পাচ্ছি।
ওবায়দুর ভাই, নতুন বইয়ের কথা কইনাই, যেটা বারইছে ওইটাই পাঠাইতে কইছি
মন্তব্য করতে লগইন করুন