সকাল ৭টার ফ্লাইট রাত ১২টায় একেই বলে বাংলাদেশ বিমান।
লিখেছেন লিখেছেন লোকমান ০৩ জানুয়ারি, ২০১৩, ০৭:২৫:৩৯ সন্ধ্যা
অর্ধ যুগ পরে দেশে যাচ্ছি তাই আনন্দে মন মাতোয়ারা। তবে আমার সব আনন্দ মাটি হয়ে যাচ্ছে কারণ টিকেট নিয়েছি বাংলাদেশ বিমানের। দেশে ভালোর কথা চিন্তা করে বিমানের টিকেট নিয়েছি। টিকেটের টাকা বাংলাদেশেই যাক এটাই ছিল চিন্তা। কিন্তু এই ভাবে যদি সকাল ৭টার ফ্লাইট রাক ১২ঠেকে তাহলে কে দেশের উন্নয়নের চিন্তা করে বিমান বাংলাদেশের টিকেট নেবে ??
উল্লেখ্য সম্প্রতি বিমান বাংলাদেশে একটি ফ্লাইটও যথা সময়ে ছাড়ছে না। যে কারনে প্রবাসী বাংলাদেশীরা বিমানের টিকেট নিতে চায় না।
সাকাল ৭টার ফ্লাইট রাত ১২গেছে। আল্লাহই জানে রাত ১২টায় আবার কয়টায় গিয়ে ঠেকে। বাড়িতে সবাই প্রতিক্ষার প্রহর গুনছে আমার মনটাও বাংলাদেশে চলে গেছে অথচ বিমান বাংলাদেশ আমার সাথে কি শুরু করছে। সবাই দোয়া করবেন যেন ভালো ভাবে স্বদেশে পৌছতে পারি। আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমার ফ্লাইট। বাংলাদেশে গিয়ে আবার আপনাদের সাথে ব্লগিং করবো। ইনশাল্লাহ।
বিষয়: বিবিধ
১৩৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন