তবুও স্বপ্ন দেখি
লিখেছেন লিখেছেন লোকমান ২৮ আগস্ট, ২০১৩, ০৩:৫১:১৩ দুপুর
স্বপ্ন দেখতে লাগে ভালো
স্বপ্নে খুঁজি আঁধারের মাঝে আলো,
স্বপ্ন দেখে ভুলে থাকি সব দু:খ
নতুন স্বপ্নে আশায় বাঁধি বুক।
স্বপ্ন দেখি দিবা রাতে
পথে ঘাটে ঘরের ছাদে,
স্বপ্ন দেখি বসে গাছের তলে
ভেসে ভেসে নদীর জলে।
স্বপ্নেই তাকে নিয়ে বাঁধি সুখের ঘর
তা স্বাপ্নেই ভেঙ্গে যায় আবার,
তবুও তাকে নিয়ে স্বাপ্ন দেখি
মনের মাঝে আগলে রাখি।
স্বপ্নের মাঝে আমি ধনী
স্বপ্নের মাঝেই ঋনী,
অনেক কিছুই স্বপ্ন দেখি
স্বপ্ন নিয়েই বেঁচে থাকি।
স্বপ্ন ভেঙ্গে দেয় আমার সব কিছু
হয়ে যায় সব চুরমার,
ভাবী কোন স্বপ্ন দেখব না আর।
নিজেকে আমি দেই ফাঁকি,
তবুও স্বপ্ন দেখি।
বিষয়: বিবিধ
১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন