ব্লগারদের অপ্রকাশিত পোষ্ট
লিখেছেন লিখেছেন লোকমান ২২ জুলাই, ২০১৩, ০৭:০৭:০৯ সন্ধ্যা
মিষ্টি আমার পছন্দ। মিষ্টি মানুষ-মুখ-কথা-সুর-গন্ধ, মিষ্টি লেখা, ছন্দ খুব পছন্দ! মিষ্টি বলতেও লাগে আনন্দ। কাউকে অযথা ভাবতে পারিনা মন্দ। অপছন্দ তাই যত দ্বন্দ্ব। সবকিছুই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পাই স্বাচ্ছন্দ্য! তিনি প্রেমময়, তিনি অনিন্দ্য! ireport.cnn.com/people/MishukVishu- ভিশু
ভাল লাগে কবিতা আর গল্প লিখতে। স্বপ্ন দেখি সাহিত্যকে নিয়ে অনেক দুর যাবার। বিশ্বাস করি মানুষকে ভালবাসার চেয়ে বড় কোন ইবাদত নেই। সামনে দাড়িয়ে সমালোচনা করি যা কিছু খারাপ লাগে তার। নিশ্চয় আল্লাহ আমার সাথে আছে সব সময়। ২০১২ বইমেলায় তুমি এলে বাদল দিনে নামের একটি গল্পের বই প্রকাশিত হয়েছে। আশা করছি আগামী মেলাতেও আমাকে পাবেন। - এম এম ওবায়দুর রহমান
জনপ্রিয় ব্লগ সোনারবাংলাদেশ বন্ধ করে দেয়ার ফ্যাসীবাদী সিন্ধান্তের প্রতিবাদ জানাই। রেহনুমা বিনত আনিস
মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়। কারনে-অকারণে বদলায়। সকালে-বিকালে বদলায়।বিয়ে করলে বদলায়...একদিন এই গম চোর চেয়ারম্যান ও , ঘুনে ধরা এই সমাজ পরিবর্তন করতে বদলে যাবে...সেই দিন হয়তো বেশী দুরে নয় চেয়ারম্যান
মাঝে মাঝে প্রচন্ড শূণ্যতা অনুভব করি...যদিও আমার চারদিকে মানুষে ঘেরা! মু নূরনবী
আজকের দিনই শেষ দিন মনে করতে হবে..কারন হঠাৎ করেই একদিন মরতে হবে.. কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে.. হাশরের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে.. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কর্মকান্ডের হিসাব দিতে হবে.. পুলসিরাত পার হতে হবে.. তারপর....... জান্নাত অথবা জাহান্নামই হবে আসল ঠিকানা.... সিটিজি৪বিডি
ভোর হয়নি,ভোর হলোনা, কাল কি হবে তাও জানিনা! তবে পরশু যে হবে ভোর তাও তুমি ভুলিও না....... নীলসালু
আমি চাই আমাদের প্রিয় এই বাংলাদেশ যেন অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয় । চড়াসুদ ও কঠিন শর্তে যাতে আর কর্জ নিতে না হয় বহির্বিশ্ব থেকে । আসুন, সবাই মিলে দিয়ে কর, দেশটা করি স্বনির্ভর ।
আমি একজন সত্যসন্ধ্যানী মুক্ত মনের উদার পন্থী মুসলমান। দলীয় গোড়ামীর অন্ধ ভক্ত হয়ে জিঁ হুজুরের নীতিতে আমি বিশ্বাসী নই........ আমার প্রিয় বাংলাদেশকে আমি প্রানের চেয়ে ভালবাসি । চাটিগাঁ থেকে বাহার
পথে যেতে যেতে কুড়িয়ে পাওয়া এক-টুকরো সময়; সেও চলে যায় আবু সাকী মাহবুব
আমি সবার থেকে বেশি জানি, কারণ আমি জানি যে, আমি কিছুই জানিনা। জ্ঞানীদের এমন বচন আমাকে ভাবনায় ফেলে, কেন যে জানিনা সেটাই জানিনা স্বপ্নতরী
যে কথা বলা প্রয়োজন, সে কথা বলব আজি- দেখি কে আজ ঠেকাই আমাকে! জেরী
হে আল্লাহ! আমাকে জ্ঞান দাও, স্বাস্থ্য দাও, শক্তি দাও, রূপ দাও, ঐশ্বর্য দাও যেন তোমার পথে সংগ্রাম করার যোগ্য হই। হে আল্লাহ! আমাকে সিংহের বিক্রম দাও যেন তোমার শত্রু যারা তাদের হৃদয়ের তন্ত্রী ছিড়ে ফেলতে পারি। - ডা. লুতফর রহমান
আবু আশফাক
খেয়ে দেয়ে কাম নাই,
যা ইচ্ছা তাই পোষ্টাই।
বিষয়: বিবিধ
২১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন