Roseতুমি আমিRose

লিখেছেন লিখেছেন লোকমান ২৭ জুন, ২০১৩, ১০:৪৬:৩২ রাত

আমার ভালোবাসার আঙ্গিনায় তুমি এক নীলপরী

তোমায় নিয়ে স্বপ্নের জাল বুণি আমি দিবস রাত্রি।

পৃথিবীর শ্রেষ্ঠতম কাননগুলো থেকে

সদ্য ফোটা সব চেয়ে সুন্দর ফুল গুলি তুলে আনি।

Rose Rose Rose

তারপর সঁপি তোমার চরণ তলে।

আর তুমি রুন ঝুন রুন ঝুন তালে নেচে গেয়ে যাও

আমার মনের আঙিনা জুড়ে।

আমার মনের সকল অশান্তি, ক্লান্তি বোধ দূর করো!

আমি তখন তোমার সকল স্পন্দন জুড়ে প্রেম গীত এঁকে দেই।

Rose Rose Rose

সকাল সন্ধ্যায় তোমার মনে ঘণ্টা বাঁজাই।

জানিয়ে দেই তোমার একান্ত বন্ধুর উপস্থিতি।

আর তুমি ভালোবাসা দিয়ে মালা বানিয়ে আমার গলায় পড়াও।

আপন মনে জপে যাও প্রেম গীত।

তোমার জন্য আমি বনে যাই রোমিও আর তুমি হও জুলিয়েট।

Rose Rose Rose

অবলীলায় দিয়ে যাই হৃদয় নিঙড়ানো সব ভালোবাসা

সারা জিবন সুখে দুঃখে এক সাথে থাকব এইতো প্রত্যাশা।

বিষয়: বিবিধ

১৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File