তুমি বুঝলে না
লিখেছেন লিখেছেন লোকমান ৩১ জানুয়ারি, ২০১৩, ০৫:৩৭:৪৩ বিকাল
অনেক কিছুই জানো
অনেক কিছুই বুঝো
কিন্তু একটি কথা বুঝলে না
একটি কথা তুমি জানলে না।
এ কথাটি হয়ত
অজানাই থেকে যাবে
সে লোকটি হয়ত
অচেনাই থেকে যাবে।
তবে যুগ যুগ ধরে
সে তোমাকে ভালোবেসেই যাবে
তোমার কল্যাণ চেয়েই যাবে
তোমার শুভাকাঙ্খী হয়েই থাকবে
যদিও সে তোমাকে কাছে পাওয়ার
স্বপ্ন দেখবে না। কারণ এটা হবে মিছা স্বপ্ন।
কে সে ? তুমি জানো ??
জানি তুমি জানো না,
জানবেও না কোন দিন।
কত কিছুই তো মানুষ জানে না
তবে এটিও থাকুক তোমার অজানা
অচেনাই থেকে যাক সে লোকটি
যে তোমাকে ভালোবাসে
অনেক বেশি, অ..নে...ক বেশি।
তবে সে কোন দিনও বলবে না
‘আমি তোমাকে ভালোবাসি’
এ কথাটি বললে
ভালোবাসাকে অপমান করা হয়
এটি বলতে হয় না, বুঝে নিতে হয় ।
তুমি তা বুঝলে না।
বিষয়: সাহিত্য
১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন