অগ্নী কন্না লাকির গায়ে লাথি কেন?

লিখেছেন লিখেছেন পদ্ম লোচন ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৫:৩১ রাত



কাদের মোল্লার ফাঁসির দাবীতে যে অগ্নী কন্না লাকী শাহাবাগ মাতিয়ে রেখেছিল সেই লাকীর শরীরে হাত দিয়ে তোফায়েল গং রক্ষী বিহিনীর পুরানা খোলস থেকে বেরিয়ে এসেছে। ছাত্রলীগের সেকালের ক্যাডার অধুনালুপ্ত রক্ষীবাহিনী প্রধান এবং বঙ্গবন্ধুর খুণের নিরব দর্শক তথা ৭১এ কলকাতার হোটেলে বাইজির সাথে নষ্টিফস্টিকারী তোফায়েল তথা বর্তমান ছাত্রলীগের এহেন আচরণের নিন্দা জানাই।

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন রায় পাল্টানোর দাবিতে শাহবাগের আন্দোলনে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক লাকি আক্তার ছাত্রলীগের বেধড়ক পিটুনিতে গুরুতর আহত হয়েছেন। তাকে শাহবাগের বারডেম হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় পিন্টু আরটিএনএন- কে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ রোববার সাড়ে রাত ৮টার দিকে শাহবাগের কর্মসূচিতে সংহতি জানাতে যান।

এ সময় তোফায়েল আহমেদ বক্তৃতা দিতে চাইলে লাকি আক্তার তাতে বাধা দিয়ে বলেন, ‘অরাজনৈতিক আন্দোলনে রাজনীতিক কেন বক্তব্য দেবেন?’ এরপর সেখানে উপস্থিত ছাত্রলীগের নেতা-কর্মীরা কর্মসূচি মঞ্চে লাকিকে বেধড়ক লাথি, ঘুষি ও পিটুনি দেয়।

এরপর লাকিকে বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিষয়: বিবিধ

২৬১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File