টুডে ব্লগ খুলে দিবে হাত, খুলে দিবে লেখালেখির বন্ধ দুয়ার।
লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ জানুয়ারি, ২০১৩, ১২:০২:০৮ দুপুর
বাংলা ব্লগের শুরুর আগে থেকেই ব্লগ জগতের সাথে পরিচিত ছিলাম। বিদেশী ভাষায় লিখতে গিয়ে মনের মধ্যে একটা ব্যথা অনুভব করতাম। হায় মাতৃভাষায় যদি এমন একটা ব্লগ হত?
একসময় সে আশা পূরণও হল কিন্তু স্বস্তি পেলাম না। হাত খুলে লেখার স্বাধীনতা হারালাম লেখা শুরু করতে না করতেই।
দেখতে দেখতে একাধিক, তথা শতাধিক বাংলা ব্লগ অনলাইনে এল। প্রতিটি নতুন ব্লগেই ঢু মারার চেষ্টা করেছি, একটু মন খুলে হাসার, প্রাণ খুলে বলার এবং হাত খুলে লেখার জন্য, কিন্তু সেই সুঃখ স্বপ্ন পূরণ হয়নি কোথাও। বরং প্রায় প্রতিটি ব্লগেই কোন না কোন ভাবে হাত খুলে লিখতে গিয়ে বাঁধার সম্মুখিন হয়েছি।
নবীন লেখকদের ব্যন খাওয়ার আর্তনাদ দেখে জেন-হেনরী ডুনান্ট (Jean-Henri Dunant) এর মত মন কেঁদে উঠছিল বারবার কিন্তু কোথাও কোন সম্ভাবনার হাতছানি পরিলক্ষিত হচ্ছিলনা।
একসময় মনের গভিরে আর্ত চিৎকার উঠছিল, কেউ যদি ন্তর্জাতিক রেড ক্রস বা রেড ক্রিসেন্টের মত ব্লগ ক্রস বা ব্লগ ক্রিসেন্ট খোলার জন্য এগিয়ে আসত?
এমন ভাবনার মাঝেই হাজারো ব্লগের ভিড়ে নতুন ব্লগের খবর পেয়ে গেলাম। নতুন বছরের প্রথম প্রহরে টুডে ব্লগের এ শুভ যাত্রা আশা করি সবাইকে মন খুলে হাসতে, প্রাণ খুলে বলতে ও হাত খুলে লিখতে সর্বদা খুলে রাখবে তাদের ব্লগ দুয়ার।
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন