সহী হাদীসের কথিত ডিলার সাহেব আসলেই কতটা হাদীস মানে?

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৬ অক্টোবর, ২০১৭, ১২:৩২:০৮ রাত

সহী হাদীসের কথিত ডিলার সাহেব আসলেই কতটা হাদীস মানে আসুই নিন্মের হাদীসের আলোকে পরখ করে দেখিঃ

রাসুল (সাঃ) বলেছেন, “আম্মারের আপাদমস্তক ঈমানে ভরপুর”।

রাসুল (সাঃ) আরও বলেন, “আম্মার সত্যের সাথে, সত্য আম্মারের সাথে। সত্য যেদিকে আম্মার সেদিকে। চোখ নাকের যতটা কাছে আম্মার আমার ততটা কাছের, কিন্তু হায়, হায়! একটা বিদ্রোহী দল তাকে হত্যা করবে”।

রাসুল (সাঃ) আরও বলেন, “হায়, হায়! সত্য ত্যাগী একদল বিদ্রোহী আম্মারকে হত্যা করবে, আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকবে এবং ওরা আম্মারকে জাহান্নামের দিকে ডাকবে। তাঁর হত্যাকারী এবং যারা তাঁর অস্ত্র ও পরিচ্ছদ খুলে ফেলবে তারা জাহান্নামের অধিবাসী”।

হযরত আলী (রাঃ) এর সাথে সিফফিনের যুদ্ধে অংশ গ্রহন করলে হযরত মুয়াবিয়া (রাঃ) এর পক্ষের সৈন্যরা তাঁকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে এবং আবু আল- যুহরী নামক এক সৈন্যের আঘাতে মূমুর্ষ অবস্থায় ছাউনিতে ফিরে গেলেন।

সাউনিতে ফিরে তিনি পানি চাইলেন। লোকেরা তাঁকে এক বাটি দুধ দিয়েছিল। দুধ দেখে আম্মার বলেছিলেন, “আল্লাহ্‌র রাসুল ঠিক কথাই বলেছেন”। লোকেরা এই কথার অর্থ জানতে চাইলে তিনি বললেন, “আল্লাহ্‌র রাসুল আমাকে একদিন বলেছিলেন এ পৃথিবীতে আমার শেষ খাদ্য হবে দুধ”।

এই দুধ পান করার পরেই তিনি শাহাদত বরণ করেন। হযরত আলী(রাঃ) তাঁর মাথা কোলে তুলে নিয়ে বললেন, নিশ্চয়, “যদি কোন মুসলিম আম্মারের মৃত্যুতে মানষিক ভাবে আহত না হয়ে থাকে তবে তাকে যর্থাথ ঈমানদার বলা যাবে না।

আম্মার ইবনে ইয়াসির ৩৭ হিজরি সনের ৯ সফর সিফফিন যুদ্ধে আমিরে মাবিয়া (রাঃ) এর পক্ষের সৈন্যদের আঘাতে শাহাদত বরণ করেন।







বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384300
২৬ অক্টোবর ২০১৭ সকাল ০৯:৩১
আবু নাইম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহ। জারির ভাই ভিডিও সো করছে না।
২৬ অক্টোবর ২০১৭ রাত ১১:৫০
317009
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।

মন্তব্যের নতুন করে দিয়েছি।

ধন্যবাদ।
384302
২৬ অক্টোবর ২০১৭ রাত ১১:৪৩
আবু জারীর লিখেছেন :
384303
২৬ অক্টোবর ২০১৭ রাত ১১:৪৫
আবু জারীর লিখেছেন :
384307
২৭ অক্টোবর ২০১৭ দুপুর ১২:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৭ অক্টোবর ২০১৭ রাত ০৮:৩২
317019
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File