কুরবানী বাদ দিয়ে বন্যার্তদের সাহায্যের চিন্তা অনৈতিক
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৯ আগস্ট, ২০১৭, ০৩:০৩:২৭ দুপুর
বন্যার্তদের সাহায্য করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব তাই বলেতো আর অন্যের হক নষ্ট করে তা দিয়ে সাহায্য করতে পারিনা?
কুরবানী আমারা দেই ইসলামের বিধান মান্য করে এবং এই গোস্তে হক রয়েছে গরীব দুঃখি অভাবী মানুষের এবং আত্মীয় স্বজন ও নিজের পরিবারের। তাদের হক নষ্ট করে অন্যকে সাহায্য করার চিন্তাটাই একটা অনৈতিক চিন্তা।
কুরবানী না দিলে বন্যার্তদের হয়ত কিছুটা সাহায্য হবে যা আমরা কুরবানী দেয়ার পরেও করতে পারি, তবে ক্ষতি হবে অনেকের।
যেমন, স্থানীয় গরীব মিসকিন আত্নীয় এবং কুরবানীকে সামনেরেখে যেসব গরীব কৃষক গরু প্রতিপালন করেছে তারা, এমনকি বাদ যাবেনা স্বচ্ছল ব্যবসায়ী এবং ট্যানারী ব্যবসায়ী এমন কি এতিমখানা গুলোও।
তাই আসুন এই অনৈতিক চিন্তা পরিহার করে যথাযথ ভাবে কুরবানী দেই, স্থানীয় গরীব মিসকিন আত্মীয় এবং পরিবারের হক নষ্ট নাকরে বন্যার্তদের সামর্থমত সাহায্য করি।
বিষয়: বিবিধ
৭৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ত্রানের টাকা নেতা কর্মীরা মেরে খায় । এর ১০% ও দূর্গতদের কাছে পৌছায় না ।
যারা এসব জিকির তুলছে তাদের নিজেদের ভাগেও ত্রানের টাকা যাবে - এটা বুঝে শুনেই তারা এগুচ্ছে।
সরকার এখন আছে ১৬ সংশোধনের শোধনে । তারা এখন বন্যার দিকে তাকাবে না কারণ তারা নিজেরাই এখন বড় বন্যায় ডুবে যেতে বসেছে। যেখানে সরকারেরই কাজ এসব ত্রান কার্য সঠিকভাবে পরিচালনা করার সেখানে তারা চামচা লাগিয়ে দিয়েছে।
কাক্কুর ১৯৮৮ এর পারফরমেন্স এদের চেয়ে ঢের ভাল ছিল।
মন্তব্য করতে লগইন করুন