চাটার দল
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৫ মে, ২০১৭, ১০:৫৭:০০ রাত
চাটার দলে খাচ্চে চেটে
যাচ্ছেনা বাদ কিছু
সব চাটারা জোট বেঁধেছে
ধরছে দেশের পিছু।
ঐ পাড়েতে বড় চাটা
চাটে পদ্মার পানি
এই পাড়েতে আছে তাদের
একজন মহা রাণী।
জাতির টাকা চেটে পুটে
করছে যখন শেষ
গরীবের টাকায় হাত দিয়েছে
লাগছে আহা বেশ!
চেটে পুটে আর কটা দিন
চলবে বল ভাই
চাটার ঘরে ছাউনি থাকার
দৃষ্টান্ত যে নাই।
কম্বল চেটে সম্বল গেছে
গেছকি ভাই ভুলে
চাটা চাটি করলে জাতি
সমর্থন নিবে তুলে।
বিষয়: সাহিত্য
১২৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন