জুতা কোম্পানীর প্রযোজনায় নৌ মন্ত্রী শাহজাহান খানের নাম এখন গ্রীনিজ বুকে স্থান পাওয়ার অপেক্ষায়। (ফান পোস্ট

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৮ ডিসেম্বর, ২০১২, ১১:১২:২৯ রাত



ঈদ পূঁজা বড় দিনের বেচা কেনার পরে যখন জুতার ব্যবসায় মন্দা যাচ্ছিল তখন জুতার কাটতি বাড়াতে জুতা কোম্পানী গুলো স্বেচ্ছায় জুতা বিসর্জন কর্মসূচী হাতে নেয়।

মদ জুয়া হারাম করেছেন আল্লাহ তায়া'লা রব্বুল আলামীন আর নৌ মন্ত্রী কি বলেন? কতটা টাল হলে এরকমটা বলা যায়?

তবে কথা হল কোম্পানীর কথায় তো আর কেউ পায়ের জুতা ফেলে দিয়ে নতুন জুতা কিনতে মার্কেটে যাবে না? তাই না?

তাহলে উপায়?

উপায় একটা আছে আর তা হল টাল মন্ত্রীদের দিয়ে বেতাল কথা বলিয়ে পাব্লিককে স্বেচ্ছায় জুতা দানে উদ্ভদ্ধ করা। আর বাংলাদেশের পাব্লিক যখন উত্তেজিত হয় তখন জুতা তো জুতা নিজের জীবন দিয়ে দিতেও কার্পণ্ণ করে না।

শেষ পর্যন্ত জুতা কোম্পানীর প্রযোজনায় নৌ মন্ত্রী জনাব শাহজাহান খান সম্মানিত হলেন। গ্রীনিজ বুকে এখন মন্ত্রী শাহজাহানের অবস্থান জুনিয়র বুশের পরেই।

মন্ত্রীর এই শাফল্যে আমরা গর্বিত। আশা করি এবার পদ্মা সেতু আর কথিত যুদ্ধাপরাধের বিচার কেউ ঠেকাতে পারবে না।

বিষয়: রাজনীতি

১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File