নোবেল প্রাপ্তির হাতছানি!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২১ নভেম্বর, ২০১৬, ০১:৩০:৪৭ রাত
নোবেল প্রাপ্তির হাতছানি!
আমাদের প্রধানমন্ত্রী নোবেল পাক এটা এখন আমি মনে প্রাণে চাই। তিনি আর তার দলতো অনেক আগে থেকেই চান।
এতদিন যারা তার নোবেল আকাংখ্যা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত, তারাও হয়ত আর বিরোধিতা করবেন না বরং নোবেলের দাবী জোরদার করতে এগিয়ে আসবেন।
এমনকি ২৮শে অক্টোবর'২০০৬ এ লগী বৈঠা দিয়ে পিটিয়ে যাদের হত্যা করা হয়েছে তাদের পরিবার এবং ২০০৯ এর ২৫/২৬শে ফেব্রুয়ারী যেসব সেনা অফিসারদের হত্যা করা হয়েছে তাদের পরিবারও হয়ত তাকে ক্ষমা করে দিবে।
এমনকি চৌধুরী আলম, ইলিয়াস আলী, মীর কাসেম আলী, গোলাম আযম এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিববার সহ গুম খুণের শিকার লাখ লাখ পরিবারও হয়ত ক্ষমা করে দিয়ে নোবেলের পক্ষেই আওয়াজ তুলবে এবং তাকে আজীবন ক্ষমতায় থাকার পক্ষ নিবে।
এজন্য অবশ্য প্রধানম ন্ত্রীকে মাত্র দুইটা কাজ করতে হবে এবং যা করা প্রধান মন্ত্রীর জন্য কোন ব্যাপারই না।
১) গুম হওয়া লোকদের ফেরত এবং খুণ হওয়া লোকদের পরিবারকে ক্ষতিপুরন দিয়ে দেশের আইন শৃঙখলা নিয়ন্ত্রনে রাখতে হবে।
২) মানবতার খাতিরে রহিঙ্গা ইস্যু বিশ্ব দরবারে তুলে ধরতে হবে এবং বর্ত মানে তাদের জন্য দেশের সীমান্ত খুলে দিতে হবে।
যদি মাননীয় প্রধান মন্ত্রী সামান্য এই কাজ দুটি করতে পারেন তাহলে তিনি অতীতের সব পাপ মোচন করে যেমনি নোবেল প্রাপ্তির দাড়প্রান্তে পৌছে যাবেন তেমনি তিনি নিজের ক্ষমতাকে আজীবনের জন্য পাকা পোক্ত করে নিতে পারবেন। আর ইতিহাসেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখতে পারবেন।
তিনি যদি এই সামান্য কাজ দুটি করতে ব্যার্থ হন তাহলে নোবেল প্রাপ্তি তো দূরের কথা নিজের ক্ষমতাও ধরে রাখতে পারবেন না বরং তাকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হতে হবে।
বিষয়: রাজনীতি
১১৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সূচি যে কারনে নোবেল পেয়েছেন সেই কারনে নোবেল পেতে আমাদের প্রধানমন্ত্রিকেও রোহিঙ্গা নিধন করতে হবে।
I just signed the petition "Sheikh Hasina: Open the borders for Rohingya's" and wanted to see if you could help by adding your name.
Our goal is to reach 100 signatures and we need more support. You can read more and sign the petition here:
https://www.change.org/p/sheikh-hasina-open-the-borders-for-rohingya-s-b1586c78-81f5-4d3f-8980-1fb2392fb984?recruiter=638197193&utm_source=share_petition&utm_medium=email&utm_campaign=share_email_responsive
ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ আপু।
মন্তব্য করতে লগইন করুন