গরু খাওয়া মানা
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৩ সেপ্টেম্বর, ২০১৬, ০২:৫৩:৫৭ দুপুর
কোন কিতাবে লেখা আছে
গরু খাওয়া মানা
বল বন্ধু খুলে আমায়
থাকে যদি জানা।
ধর্মের নামে মনগড়া কাজ
ধর্মের অপমান
ধর্মের কিতাব খুলে দেখ
পাবে তার প্রমাণ।
ধর্মের নামে বাড়াবাড়ি
এস করি বন্ধ
মিলেমিশে থাকি সবে
ভুলে গিয়ে দ্বন্দ্ব।
এই ধরাকে এস গড়ি
করে শান্তিময়
সত্য ধর্ম করতে পালন
কোন দ্বিধা নয়।
বিষয়: সাহিত্য
১০১২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কেমন আছেন ভাইয়া ?
অনেক ধন্যবাদ ভাইয়া ।
আল'হামদুলিল্লাহ ভালো আছি।
আপনি কেমন আছেন?
আপনাকেও অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন