সুন্দর বন

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৯ আগস্ট, ২০১৬, ১০:১৭:২৩ রাত

সুন্দর বন সুন্দর অতি

আছে পশু পাখি

বিশ্বের মাঝে সুন্দর বন

বাংলাদেশের আখি।

ধ্বংস তোমরা করনাকো

এমন একটা বন

শ্রষ্ঠার সৃষ্টি রক্ষা করতে

বড় কর মন।

ফল ফলাদি মাছ মাংস

দুধ ডিম আর মধু

গোল পাতার ছাইনির নিচে

ঘর বাধে কত বধু।

লতাপাতা বাহারি গাছ

প্রাণের বৈচিত্র

ঝড় জলচ্ছাস ঠেকায় যেন

মানুষের মিত্র।

অক্সিজেনের বড় উতস

আমার সুন্দর বন

পক্ষ বিপক্ষ সবার জন্য

বড় প্রয়োজন।

দেশ বাচাও জাতি বাচাও

বাচাও সুন্দর বন

দেশজাতি প্রাণপ্রকৃতি বাচাতে

কর মরন পণ।

বিষয়: সাহিত্য

১১৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376960
৩০ আগস্ট ২০১৬ দুপুর ০১:৩৭
সাম্য বাদী লিখেছেন : আপনার সাথে একমত কিন্তু আফসোস,
কামার দোকানে কোরান পড়ে কোন লাভ আছে??? এ জাতি বেস্ত এখন তেলামিতে।
৩০ আগস্ট ২০১৬ রাত ১১:৩৪
312500
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। নিজের স্বার্থটাই তাদের কাছে বড়। দেশ গোল্লায় যায় যাকনা তাতে তাদের কি?
ধন্যবাদ।
377035
০১ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:৪৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুন্দরবন রক্ষার আওয়াজ - এবনে গোলাম সামাদ
স্যারের এ লেখাটি পড়েছেন কি?
০৪ সেপ্টেম্বর ২০১৬ রাত ১২:২৫
312618
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।
না পড়া হয়নি।
লিংক দেয়ার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File