ধর্ম যার উৎসবও তার
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৪ এপ্রিল, ২০১৬, ১১:০৭:৩২ সকাল
ধর্ম যার উতসবও তার। যারা বলে ধর্ম যার যার উতসব সবার তারা ভূঁয়া কথা বলে। অন্যের ধর্মের উতসবের সুযোগ নিয়ে যারা অনুপ্রবেশ করে তারাই মূলত সুযোগের অপব্যবহার করে।
হিন্দুরা যখন হলী খেলে তখন তাদের ভিতরে ধর্মীয় গাম্ভির্জ বা ভাব ধারা বিরাজ করে তাই হয়ত তারা মেয়েদের গায়ে রং মাখানর সময়ও তাদের ইজ্জতের দিকে খেয়াল রাখে, কিন্তু সেক্ষেত্র যদি সেই হলী খেলায় কোন নালায়েক মুসলমান যুবক অনুপ্রবেশ করে তাহলে ঘটনাটা ঠিক উল্ট ঘটবে। ভিন্ন ধর্মের সেই যুবক হলী খেলার রং নিয়ে অভিনয় ঠিকই করবে কিন্তু তার টার্গেট থাকবে ভিন্ন।
ঠিক একই ভাবে পহেলা বৈশাখে বাংলা নব বর্ষের নামে যেসকল অনুষ্ঠানাদি হয়ে থাকে তার সাথে মুসলমানদের কোন সম্পর্ক নাই। এগুলো পুরটাই হিন্দুয়ানী রীতি। তাই এসব অনুষ্ঠানে মুসলমান নাম ধারী ছেলে মায়েরা যোগ দিলে তারা মঙ্গল সোভাযাত্রার অভিনয় করবে ঠিকই কিন্তু তাদের টার্গেট থাকবে ভিন্ন।
সেরকম ঘটে আসা ঘটনাগুলোর বহিঃপ্রকাশ ঘটেছিল গতবছর রমনা বটমূলে। আশা করি হিন্দুরা তাদের নিরাপত্তার স্বার্থেই এসব অনুষ্ঠানকে একান্তই তাদের ধর্মীয় অনুষ্ঠান হিসেবে ঘোষনা দিবে আর মুসলমানরা নিজেদের ঈমান বাচানর স্বার্থে এসব অনুষ্ঠানে যোগ দেয়া থেকে বিরত থাকবে। যেমন মুসলমানরা নরী পুরুষের সম্মিলিত হজ্জ্ব অনুষ্ঠানে কোন অমুসলিমকে এলাউ করেনা।
তাই আসুন সবাই এক যোগে বলি 'ধর্ম যার যার উৎসবও তার তার'।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ।
ঠিকই বলেছেন ওরা আসলেই মুনাফিক।
আপনাকেও ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন