গণতন্ত্র না দিতে পারলেও উন্নয়নতো দিচ্ছে?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১২ এপ্রিল, ২০১৬, ০৩:০৪:১৫ দুপুর
দেশে একটা কথা জোড়েসোরে প্রচারিত হচ্ছে, আর তা হল সরকার গণতন্ত্র নাদিতে পারলেও উন্নয়ন দিচ্ছে।
আমার নিকট আত্মীয় একজন অবসরপ্রাপ্ত বিমান সেনা কর্মকর্তার কাছ থেকেও যখন পারিবারিক আড্ডায় এমন কথা শুনলাম তখন উন্নয়নের সোপান অট্টালিকায় রডের পরিবর্তবে বাঁশের ব্যবহারের কথা স্বরণ করিয়ে দিলে মুচকি হেসে বললেন ওটা বিচ্ছিন্ন একটা ঘটনা!
তার কাছে যখন উন্নয়নের ফিরিস্তি চাইলাম তখন প্রথমেই পদ্মা সেতুর উদাহরণ দিলেন আর সাথে সাথেই আমি যমুনা সেতুর কথা স্বরণ করিয়ে দিলে এবারও দমে গেলেন।
অবশ্য তিনি দমবার পাত্র নন বা ঐ ঘরানার কেউই দমে যান না। এবার শুরু করলেন ফ্লাই ওভারের গল্পঃ তাকে সুযোগ না দিয়েই জিজ্ঞেস করলাম, মহাখালী ফ্লাই ওভার শুরু এবং শেষ কি জোট সরকারের আমলে হয়নি? বাকী যে সব ফ্লাইওভার চালু হয়েছে সেগুলোর কাজ কি জোট সরকারের সময় শুরু হয়নি? যদি তাই হয়ে থাকে তাহলে জোট সরকার পুনরায় ক্ষমতায় আসলে কি তারা সেকাজ সমাপ্ত করতেন না?
পদ্মাসেতুর পরিকল্পনাও তারা করেছিলেন যদি তারা ক্ষমতায় আসত তাহলে এতদিনে হয়ত পদ্মা সেতুর কাজও শেষ হয়ে যেত।
আমার কথার সুবিধা মত জবাব না দিতে পেরে এবার শুরু করলেন স্বপ্নের মেট্র রেল আর কর্ণফুলির টানেলের কথা!
জবাবে বলেছিলাম আপনাদের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারেন না, বাস্তবায়ন করতে হয় অন্যদের। একথায় মহদয় ক্ষমতা হারাবার আভাস পেলেন কিনা জানিনা তবে শারিরীক অসুস্থ্যতার কথা বলে আলোচনার ইতি টানলেন।
তাদের উন্নয়নের ফাফা বেলুনে সুঁই দিয়ে ফুটো করতে না পারলেও হাওয়া দিয়ে ফাটিয়ে দেয়া সম্ভব। তাই এমন আলোচনা যেখানেই হোকনা কেন সেখানেই বেলুন ফাটিয়ে দেয়া চাই।
বিষয়: রাজনীতি
১১৯৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এইবার নিয়মিত হবেন। আহ, দেখে কত ভালো লাগছে।
ধন্যবাদ।
হাসুবু ফিক্সড করে দিয়ে এসচেন , সুযোগ আবারও পেয়ে গেলেন
ঠিকই বলেছেন। চাটুকারদের সাথে চাটামিই সোভা পায় যাতে অদের বেলুন তারা তারই ফুটে যায়।
আপনাকেও ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন