সোনার মেয়ে

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৮ এপ্রিল, ২০১৬, ১২:২৭:৩০ দুপুর



একটি মেয়ে সোনার মেয়ে

সোনার মত ছবি

সেই মেয়েটির লেখা পড়াই

এক নাম্বরের হবি।

ফজর পড়ে সকাল বেলা

হয় শুরু তার দিন

কুর'আন পড়ে নাস্তা খেয়ে

পড়ে আওয়াবিন।

ব্যাগ গুছিয়ে হিজাব পড়ে

স্কুলে যায় ধেয়ে

দুপুর বেলা ফিরে এসে

খেতে বসে নেয়ে।

যোহর পড়ে এক ঘুমে তার

যায় হয়ে যায় আসর

নামায পড়ে পড়তে বসে

নাইকো অবসর।

মাগরিবের পর দুধের বাটি

তার টেবিলে চাই

পড়া লেখায় সেই মেয়েটির

নাইকো ফাকি নাই।

এশা পড়ে অংক করে

পড়ে বিজ্ঞান

ক্যালোরি মেপে খাবার খেয়ে

ঘুমিয়ে হয় অজ্ঞান।

এমনি করেই সেই মেয়েটির

যায় কেটে যায় দিন

এত কষ্টের পরে হয়ত

বাজবে সুখের বিন।

বিষয়: সাহিত্য

১১১২ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364981
০৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৪৫
আফরা লিখেছেন : এমন মেয়ে সোনার নয় তো কি ! নিশ্চয় বাবা-মাও সোনার ।

ভাল মা-বাবার সন্তান অবশ্যই ভাল হয় । যদিও ২/১ ব্যাতিক্রম ও হয় ।
০৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
302805
আবু জারীর লিখেছেন : আপনিও খুব বেশী ভালো।
ধন্যবাদ।
364997
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:২১
শেখের পোলা লিখেছেন : জারীর ভাই জিন্দাবাদ৷ সুন্দর হয়েছে৷ ধন্যবাদ৷
০৮ এপ্রিল ২০১৬ রাত ১১:২৮
302824
আবু জারীর লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
365002
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : সোনার মেয়েটি কি স্বর্ণ বাবার সোনার ছেলে জারিরের বোন?
যদি তাই হয়, তাহলে সোনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া।
০৮ এপ্রিল ২০১৬ রাত ১১:২৯
302825
আবু জারীর লিখেছেন : আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন। আমিন।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
365010
০৮ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৩
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আদুরে কন্যার জন্য দোয়া রইলো
০৮ এপ্রিল ২০১৬ রাত ১১:২৯
302826
আবু জারীর লিখেছেন : আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন। আমিন।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
365043
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৮
দ্য স্লেভ লিখেছেন : এই মেয়ে তো পুটির মা Happy সোনার মেয়ে Happy
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৪৮
302975
আবু জারীর লিখেছেন : সোনার মেয়ে বলে কথা।
ধন্যবাদ।
365050
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৪
শফিউর রহমান লিখেছেন : মেয়ের সব সময়টুকুইতো খেয়ে নিলেন। মেয়ের নিজের জন্য একটুওতো রাখলেন না? হাসি-আনন্দ, খেলা-ধুলা, দুষ্টামী-বাঁদরামী, আবেগ-উচ্ছাস এসবের জায়গা কি আমাদের শিশুদের জীবন থেকে একেবারেই হারিয়ে গেল?
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৫
302897
আবু জান্নাত লিখেছেন : Surprised Surprised Surprised Surprised Surprised Surprised
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৪৯
302977
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। খেলাধুলা বলতে এখন ভিডিও গেইম। মাঝেমধ্যে লাফালাফি যে করেনা তা না কিন্তু তা খুবই সামান্য।
ধন্যবাদ।
365058
০৯ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৭
আবু জান্নাত লিখেছেন : মাশা আল্লাহ, বাবার ভালোবাসা কবিতায় দারুন ভাবে ফুটে উঠেছে। তবে খেলাধুলা ও দুষ্টোমি নিয়ে আরেকটি কবিতা লিখবেন। ধন্যবাদ
১০ এপ্রিল ২০১৬ সকাল ০৮:৫০
302978
আবু জারীর লিখেছেন : শহরের বাচ্চারা এখন ভিডিও গেমে অভ্যস্ত তবে আমার বাচ্চারা আসক্ত নয়। মাঝে মধ্যে দুই বাচ্চা ঘরে বসেই বেত লাফের কম্পটিশান করে।
ধন্যবাদ।
365200
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৬
মু নূরনবী লিখেছেন : মাশাআল্লাহ...

হবেই হবে...ইনশাআল্লাহ।

তা মেয়ের মাকে নিয়ে কোন কোবতে, ছোড়া...আসে না? Winking
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৫
303103
আবু জারীর লিখেছেন : যায়। যাবনা কেন। সে কবিতা অনেক আগেই লেখা হয়ে গেছে।
ধন্যবাদ।
365234
১০ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সেই মেয়েটি যখন যেথায় থাকে
রহম-বারি ঝরতে সেথায় থাকে!
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৬
303104
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ!

আমিন ইয়া রব্বাল আলামীন।
ধন্যবাদ।
১০
365320
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সোনার মেয়েটির জন্য দোয়া রইলো,আল্লাহ যেন তাকে জ্বীন ও মানব শয়তানের কবল থেকে রক্ষা করেন
১১ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৬
303105
আবু জারীর লিখেছেন : আমিন ইয়া রব্বাল আলামীন।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File