আমরা মুসলিম। প্লিজ, জোড় করে ওয়াহাবী আর মওদূদীবাদী বানাবেন না।
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ জানুয়ারি, ২০১৬, ১২:২৭:০৩ দুপুর
আমরা নিজেরা নিজেদেরকে সঠিক আক্বীদার হকপন্থী, সরাসরি কুর'আন হাদীস অনুসারী মুসলমান মনে করি যেমনটা কুর'আনে আল্লাহ আমাদের নাম দিয়েছেন। কিন্তু এক শ্রণীর লোকেরা আমাদের ওয়াহাবী এবং মওদূদীবাদী বলে গালি দেয়!
দুঃখের বিষয় হল, কিছু বিষয়ে মতপার্থক্য থাকার পরেও আমরা অন্যান্য যাদের হকপন্থী বলে মনে করি তারাও আমাদের মওদূদীপন্থী মনে করে। অথছ আমরা না ওয়াহাবী আর না মওদূদী বরং আমরা মুসলিম। তবে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব এবং সাইয়্যেদ মওদূদী সহ যারাই হকপন্থী ছিলেন তারা সবাই আমাদের ওস্তাদ।
যারা নিজেদের সলফে সালেহীনের উত্তরসূরি হক পন্থী মনে করে এবং সাইয়্যেদ মওদূদীর সাথে ভিন্ন মত পোষণ করে তাদেরকেও আমরা শ্রদ্ধা করি এবং তাদের মধ্যে যারা আলেম তাদেরকেও আমরা ওস্তাদ হিসেবে সম্মান করি এবং ভালোবাসি।
তাদের প্রতি আমাদের এই ভালোবাসে একমাত্র আল্লাহর জন্যই অন্য কোন স্বর্থে নয়। তা তারা মানুক বা না মানুক তাতে আমাদের কিছু যায় আসেনা। কারণ আমরা তাদের ভালোবাসি এবং শ্রদ্ধা করি, হোক না তা একমুখী।
আবারও বলছি, আমরা না হানাফি, না ওয়াহাবী আর না মওদূদী। ইমাম আবু হানিফা (রঃ), ইমাম শাফেঈ (রঃ) ইমাম মালেক (রঃ) ইমাম আহম্মদ ইবনে হাম্বল (রঃ) ইমাম ইবনে তাইমিয়া (রঃ) সহ সলফে সালেহীনের সব ইমামগণ আমাদের ওস্তাদ এবং আমরা রাসূল (সঃ) এর অনুসারী মুসলিম।
যারা আমাদের এই আত্ম স্বীকৃতির পরেও জোড় করে ওয়াহাবী বা মওদূদী বলে তিরষ্কার করেন তাদেরকে স্বরন করিয়ে দিতে চাই, এজন্য অবশ্যই আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আশা করি হয় সেই জবাব নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন আর না হয় ধারণার বসবর্তি হয়ে যে তিরষ্কার করছেন তা ছেড়ে দিবেন এবং মতপার্থক্য ভুলে গিয়ে আল্লাহর দীনের খাতিরে আমাদের ভালোবাসার প্রতিদান দিবেন। আশা করি তাতে আমাদের সবার মুক্তির পথই সুগম হবে।
বিষয়: বিবিধ
১৪২১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
(১)নয়া যমানার ডাক
(২)আল কোরানের কাঠগড়ায় বিভক্তিবাদ-
- নকীব আরসালান NAKIB ARSALAN http://IMBDBLOG.COM/?AUTHOR=3312
এ লেখাদুটো পড়েছেন??
বাকি কথা পরে বলছি.....
না, পড়া হয়নি।
(১)নয়া যমানার ডাক
প্রথম পর্ব পড়লাম।
আপাততঃ এটুকু পড়া হলে আপনার সাথে আলোচনা হবে!
এগুলো উপেক্ষা করের মত নয়, অবশ্যই আমাদের ভাবতে হবে কিছু করার জন্য!
তা না হলে একদিন আপনার আমার সন্তানেরা প্রভাবিত হয়ে পথ হারাবে!!
ফী আমানিল্লাহ, ওয়াসসালাম
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন