১৫০ কোটি মুসলমানের হাতে না আছে কোন মাল্টি ন্যাশনাল ব্যবসা আর না আছে শক্তিশালী মিডিয়া!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৫ নভেম্বর, ২০১৫, ০১:৫০:১০ রাত
১৫০ কোটি মুসলমানের হাতে না আছে কোন মাল্টি ন্যাশনাল ব্যবসা আর না আছে শক্তিশালী মিডিয়া!
এক সময় ভেবে ভেবে হয়রান হতাম কিন্তু কোন কুল কিনারা খুজে পেতাম না। কিন্তু আজ যখন দেখলাম অর্থ মন্ত্রণালয় থেকে দেশপ্রেমিকদের প্রতিষ্ঠান গুলোকে নিয়ন্ত্রন করার নোটিস পাঠান হয়েছে, ২০০৮ সালের নির্বাচনের আগেই দেশপ্রেমিক নেতাদের হত্যা করার নীল নক্সা প্রণয়ন করা হয়েছে তখন আর সঠিক কারণ বুঝতে বাকী রইলনা।
সরকার তথা বিশ্ব মোড়লদের স্বার্থে আঘাত লাগতে পারে এমন সন্দেহ হলেই দেশপ্রেমিক নেতা এবং তাদের প্রতিষ্ঠান গুলোকে টিকতে দেয়া হয়না!
দেশপ্রেম মানেই আন্ত আঞ্চলিক তথা দূর প্রাচ্যের সাম্রাজবাদীদের স্বার্থে আঘাত দেয়া। আর সে আঘাতটা সাধারণত ইসলামপন্থীদের কাছ থেকেই আসে। তাই সাম্রাজ্যবাদীদের প্রধান টার্গেটেই থাকে ইস লামপন্থীরা। একটা সময় পর্যন্ত মূল ধারার ইসলামপন্থীদের সহ্য করা হলেও তারা যখন মেচিউর্ড হয় তখন আর তাদেরকে ছাড় দেয়া হয়না। নানা কৌশলে তাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে দেয়ার চেষ্টা চলে পর্দার ভিতরে এবং বাহিরে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশে থেকে প্রথম ধাপে নেতাদের দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে, সাথে সাথে উধিয়মান নেতাদেরও হয় চির বিদায় না হয় জীবনের তরে পঙ্গু করে দেয়া হচ্ছে। পর্যায় ক্রমে আর্থিক প্রতিষ্ঠান গুলোর উপরও হয়ত ছোবল দিবে। বাংলাদেশের আর্থিক ক্ষাতে ইসলামী ব্যাংক চিকিতসা ক্ষাতে ইবনেসিনা, ইসলামী ব্যাংক হাসপাতাল, মিডিয়া জগতে দিগন্ত সহ অন্যান্য ক্ষতে যে সব প্রতিষ্ঠান কেবল ডানা মেলতে শুরু করছিল যা বিশ্ব সভ্যতাকে পথ দেখাতে পারত সেই সব প্রতিষ্ঠান গুলোকেই হয়ত অকালে ঝড়ে পরতে হবে।
জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির যখন ঐক্য ছিল সময়ের দাবি তখন তারা এগিয়েও এসেছিল কিন্তু কুচক্রি মহল তাদের মধ্যে সন্দেহের দেয়াল তৈরী করে ফেলেছিল তাই বিশাল দেহের জাতীয়তাবাদী শক্তি ইসলামপন্থীদের উল্লেখযোগ্য কোন ছাড় দেয়নি বা উদিয়মান প্রতিষ্ঠান এবং নেত্রীত্বকে প্রয়োজনীয় স্পেস দেয়নি। দিলে হয়ত উভয়ের জন্যই কল্যাণ হত কিন্তু তারা নিজেদের ডিঙ্গিয়ে যায় কিনা সেই ভয়ে সেটা করেনি। তাই আজ তারা যেমন একুল ওকুল সব হারিয়ে নিঃসঙ্গ তেমনি ইসলামী শক্তি কঠিন চ্যালেঞ্জের মুখমুখি।
ইসলামী শক্তি আল্লাহর সাহায্যে যদি এই চ্যালঞ্জ মোকাবেলা করতে পারে তাহলে হয়ত অচীরেই পূর্ব গগণে রক্তিম সূর্য উদিত হবে ইনশা'আল্লাহ।
বিষয়: রাজনীতি
১৪৬০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকুন।
গ্রন্হগত বিদ্যা আর পর হস্তে ধন
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন
বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু
ইসলামী শক্তি আল্লাহর সাহায্যে যদি এই চ্যালঞ্জ মোকাবেলা করতে পারে তাহলে হয়ত অচীরেই পূর্ব গগণে রক্তিম সূর্য উদিত হবে ইনশা'আল্লাহ।
ধন্যবাদ লেখক ।
মুসলমান যতদিন নামাজ কায়েম করতে পারবে না ততদিন পৃথিবীর সমস্ত ব্যবসা অস্ত্র, আর ধন থাকলেও তারা পৃথিবীতে রাজত্ব করতে পারবে না।
মন্তব্য করতে লগইন করুন