মাননীয় অর্থ মন্ত্রী! ১০০০ টাকার ৭.৫% = ৭৫০.০০টাকা বা ৭৫,০০০.০০ টাকা না।
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০০:৪৯ রাত
মাননীয় অর্থ মন্ত্রী মহদয়! বয়সের ভাড়ে আপনার স্ক্রু ঢিলা হয়ে গেছে এ কথা আমরা বলবনা কারণ, যারা 'জয় বাংলার' স্লোগান দেয় তাদের স্ক্রু ঢিলা হতে পারে বলে কেউ বিশ্বাস করেনা। তাদের তেল বাজি এতটাই তেল তেলে যে 'জয় বাংলা" বলতে বলতে কবর প র্যন্ত পৌছে যেতে পারে!
তবে ১০০০ টাকার ৭.৫% যে ৭৫,০০০.০০ টাকা না তাও ছাত্ররা বেশ বুঝতে পারে। হয়ত আপনি ৭৫ টাকার জায়গায় একবার ৭৫০ টাকা আর একবার ৭৫,০০০.০০ বলেছেন। আপনি যাই বলুন না কেন ছাত্র ছাত্রীরা ঠিকই বুঝেছে যে আসলে আপনি ৭৫ টাকা বুঝাতে চেয়েছেন। কথা হল হাজারে ৭৫ টাকাই হোক বা ৭৫ পয়সা, ছাত্র সমাজের কাছে এমন অযৌক্তিক দাবী করেন কোন আক্কেলে?
দেশের সকল ছাত্রদের লেখা পড়া নিশ্চিত করা তো আপনাদের দায়িত্ব। আপনারা প্রয়োজনীয় পাব্লিক বিশ্বিবিদ্যালয় তৈরি করতে পারেননি বলেই তো ছাত্র ছাত্রীদের বাধ্য হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে হচ্ছে। এমতাবস্থায় ভ্যাটতো নয়ই বরং উল্টো পাব্লিক এবং প্রাইভেটের টিউশন ফির মধ্যে যে ব্যবধান তা পূরণ করা আপনাদের সরকারের নৈতিক দায়িত্ব। কারণ যারা পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের অভিভাবকরা যেমন যেমন এদেশের নাগরিক হিসেবে সরকারকে ট্যাক্স দেয় তেমনি প্রাইভেটে যারা পড়ে তাদের অভিভাবকেরাও এদেশের নাগরিক হিসেবে সরকারকে ট্যাক্স দেয়।
প্রোয়জনীয় পাব্লিক বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রিতষ্ঠা করার পরেও যদি কেউ ফ্যাশান করে প্রাইভেটে পড়তে যায় তাহলে আপনি হয়ত ভ্যাট-ট্যাক্স দাবী করতে পারেন। নিজেরা ব্যবস্থা না করে অতিরিক্ত ভ্যাট চাওয়া আপনার যুক্তিতেই অসভ্যতা ছাড়া আর কিছুইনা। কারণ ভারতের মত কথিত বন্ধু(?) রাস্ট্রের কাছে করিডোরের বিনিময়ে বৈধ ট্যারিফ দাবী করা নাকি আপনাদের জন্য অসভ্যতা! যদি তাই হয় তাহলে নিজেদের দেশীয় সন্তানদের কাছে ভ্যাট চাওয়া শুধু অসভ্যতাই না বরং বর্বরতাও।
হলমার্কের ৪০০০ কোটি টাকা সহ শেয়ার বাজার, ব্যাংক বীমা, কুইক রেণ্টাল বিদ্যুৎ, অথর্ব বিমান আর অকেজ যুদ্ধাস্ত্র ক্রয় বাবদ অপচয়কৃত লক্ষ লক্ষ কোটি টাকা আপনাদের কাছে কিছুইনা, অথছ হাজারে ৭৫টাকা ভ্যাট আপনার কাছে অনেক কিছু! তাই ছাত্রদের কাছে ভ্যাট চাওয়াকে জনগণ বড়লোকি নয় বরং ছোটলোকি মনে করে।
যে দেশের প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা অপচয় করে শত শত সঙ্গী নিয়ে বিদেশ ভ্রমণ করে সে দেশের গরিব ছাত্রদের কাছ থেকে ৭.৫% ভ্যাট চাওয়া যে কত বড় বর্বরতা, তা বলে বুঝানর দরকার আছে বলে ছাত্র সমাজ মনে করেনা।
এক ধরণের দালাল মিডিয়া এবং অনলাই এক্টিভিষ্ট যুক্তি দেখিয়ে বলার চেষ্টা করছে যে প্রাইভেটের ছাত্র ছাত্রীরা যদি প্রতি সেমিস্টারে ৫০ হাজার টাকা খরচ করতে পারে তাহলে ৫ হাজার টাকা ভ্যাট দিতে পারবেনা কেন? কথাটা বেশ যৌক্তিক কথা কিন্তু সরকারের উচিৎ যেখানে বিনা খরচে সবার শিক্ষার ব্যবস্থা করা সেখানে হাজারে ৭৫ টাকা তো নায়ই, ৭৫ পয়সা চাওয়ার অধিকারও সরকারের নাই, বরং ছাত্র ছাত্রীরা বাধ্য হয়ে যে প্রাইভেটে ভর্তি হওয়েছে সে কারণে অতিরিক্ত খরচ সরকারেরই বহন করা উচিৎ।
ছাত্রদের ভ্যাট বিরোধী আন্দোলনকে এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলোকে পাব্লিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আন্দোলন রূপ দেয়া উচিৎ, এমনকি প্রতি জেলায় একটা করে প্রয়োজনীয় সংখ্যক পাব্লিক বিশ্ব্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করার দাবীতে আন্দোলন বেগবান করা জরুরী।
বিষয়: রাজনীতি
১৪৬১ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
"দেশের সকল ছাত্রদের লেখা পড়া বন্ধ নিশ্চিত করাই উনাদের লক্ষ্য।"
ধন্যবাদ।
প্রথমে অংক দেখ ভয় পেয়েছিলাম অবশেষ পড়লাম! দেশের এই পরিস্থিতির জন্য আসলেই খুব দুঃখ হয়! কি করবো আমরা তৃতীয় বিশ্বের জনগন?
শুকরিয়া আপনাকে।
হ্যা মাননীয় মন্ত্রী মহদয় এমন অংকই জাতিকে শিক্ষাচ্ছে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন