লজ্জায় বৃষ্টিতে ভিজে, বৃষ্টিকে লজ্জা দিচ্ছেন কেন স্যার?
লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ আগস্ট, ২০১৫, ০৪:২৮:৪২ বিকাল
ছাত্রলীগের ছেলেরা জয় বাংলা স্লোগান দিয়ে জাফর ইকবাল স্যারের স্ত্রী ইয়াসমিন হক সহ সাত শিক্ষককে প্যাদানী দেয়ায় স্যার নাকি লজ্জা পেয়েছে! সেই দুঃখে নাকি সে শাবিতে ঘৃণা আর লজ্জায় বৃষ্টিতে ভিজছে!
আচ্ছা! তাহলে স্যারের লজ্জা বলেও কিছু আছে?
কিন্তু মুক্তিযুদ্ধ না করে, বরং রাজাকারের নাতি হয়েও মুক্তিযুদ্ধের ধ্বজা ধরতে তার লজ্জা লাগছেনা কেন, জাতি তা জানতে চায়?
স্যার লজ্জা পাক বা না পাক শিবিরের ছেলেরা যে তার এই অপমান দেখে লজ্জিত হয়েছে তা বলার আর অপেক্ষা রাখনা। কারণ সে শাহাবাগি নাস্তিকদের দোসর হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
মতের বিরোধী হলেও শিবির সম্মানিতদের সম্মান করতে বিশ্বাসী কিন্তু ছাত্রলীগ সম্মানিতদের অপমান করেতে পারদর্শি। স্যারের কাছে এখন জানতে ইচ্ছে করে সে কি এখনও ছত্রলীগের মত গোয়ার ছাত্র সংগঠন চান নাকি শিবিরের মত শান্তশিষ্ট ছাত্রদের সংগঠন চান?
কথায় আছে বুজদারে বুঝে আকারে আর ইঙিতে কিন্তু ব্যবোধায় বোঝে ঘারে আর গর্দানে। ছাত্রলীগ শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের বারবার ঘারে আর গর্দানে দেয়ার পরেও দালা শ্রেণীর বুদ্ধিজিবীরা কেন যে বুঝেনা তা আমাদের মত কম বুদ্ধি ওয়ালাদের মাথায় ঢুকছেনা।
একটা কথা বলে রাখা দরকার আর তা হল মাননীয় প্রধানমন্ত্রী শখে হাসিনা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী বাকশালী আর নাষ্ট বামদের হাতে নিরাপদ নয় তার প্রমাণ তার পিতার দুঃখজনক বিদায়ন্ত ঘটনা কিনতি তার নেতৃত্বাধিন সরকার জামায়াত শিবিরকে যতই ঠ্যাঙ্গাকনা কেন তার পরেও তিনি জামায়াত শিবিরের হাতে নিরাপদ। কারণ জামায়াত শিবির ব্যক্তি আক্রশের রাজনীতিতে বিশ্বাসী নয়।
বিষয়: রাজনীতি
১৫৭২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
যথার্থ বলেছেন, সহমত
লজ্জাহীনদের "লজ্জিত হবার" আভিনয়টাও একটা বড় রকমের নির্লজ্জতা!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকেও ধন্যবাদ মুহতারাম।
আল্লাহ্ আপনাকে ভালো রাখুন।
ধন্যবাদ।
সত্যি গত কাল থেকে মনটা খুব খারাপ ছিল
যাক ঐ ষাড়ের কথা বলছেন ! মানির মান আল্লাহ রাখেনগো , বাবারে বাজারের লোকেরা এমন পেদানী দিল আমি কোন রকম মান সম্মান নিয়ে সরে পড়েছি !
বুঝলেনতো
আপনাকে অনেক ধন্যবাদ
ধন্যবাদ।
বৈজ্ঞানিক ব্যাখ্যা চাই??
ওনার আদর্শের ছেলেরাই যখন ওনার স্ত্রীর গায়ে হাত ধিয়েছে তখন বৃষ্টির বিশুদ্ধ পানিতে না ভুজলে কালিমা মুক্ত হবে কি ভাবে?
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন