হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদে মুসলমানদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবী।

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ আগস্ট, ২০১৫, ১২:১৬:৩৩ রাত

হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদে মুসলমানদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবী। কারণ, বাংলাদেশে এখন মুসলমানরাই সবচেয়ে বেশী রাষ্ট্রিয় জুলুমের শিকার। মুসলিম মজলুমের পক্ষে কথা বলারও এখন আর কেউ নাই।

মুসলমান নামধারী কিছু লোক স্বার্থের জন্য অনেক সময় অমুসলিমদের প্রতিও জুলুম করে থাকে যেমনটা তারা নিরহ মুসলিমদের প্রতিও করে।

সত্যিকারের মুসলমান খনও অন্যের উপর জুলুম করতে পারেনা তা হোক সে স্বধর্মের নিরহ লোক বা ভিন্ন ধর্মের। যারা এগুলো করে তারা মুসলমান নামধারী হলেও আসলে তারা ধর্মহীন সেকুলার না হয় নষ্ট বাম আর না হয় ধর্মীয় উগ্রপন্থী গোড়া।

এরা সবাই বিভ্রান্ত এবং এদের কারো সাথেই ইসলামের সম্পর্ক নাই। তাই এদের মোকাবেলা করতে হলে অবশ্যই হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাথে প্রকৃত মুসলিমদের সম্পৃক্ত করে শক্তিশালী হিন্দু বৌদ্ধ খৃস্টান মুসলিম ঐক্য পরিষদ গঠন করতে হবে। শান্তি এবং অ্যান্ত ধর্মীয় যোগাযোগের জন্য এটা খুবই জরুরী।

বিষয়: বিবিধ

১৩২৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337993
২৭ আগস্ট ২০১৫ রাত ১২:৪৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সঠিক বলেছেন
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৮
279598
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
338008
২৭ আগস্ট ২০১৫ রাত ০৪:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৮
279599
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ আপু।
338014
২৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৩
হতভাগা লিখেছেন : হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ - এদের কাজই হচ্ছে জল ঘোলা করে মাছ শিকার করা ।
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৯
279600
আবু জারীর লিখেছেন : জল যাতে ঘোলা করতে না পারে সেজন্যই তাদের সাথে লিয়াজু মেন্টেন করা দরকার।
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৬
279604
হতভাগা লিখেছেন : ওদের সাথে লিঁয়াজো করবে শামীম আফজাল টাইপ মুসলমানেরা । আগে যাও কিছু বলা যেত , তখন আর পারা যাবে না ।
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৮
279606
আবু জারীর লিখেছেন : হ্যা তাতো করবেই তবে নিজের গরজে হলেও ইসলাম পন্থীদের সকলের সাথে মেশা করকার না হলে নামধারীদের দেখেই অমুসলিমরা বিভ্রান্ত হতে থাকবে।
338030
২৭ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : কথা ঠিকই বলেছেন
অনেক ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩৯
279601
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
338034
২৭ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৯
নজরুল ইসলাম টিপু লিখেছেন : হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদে মুসলমানদের কাজ আছে বলে মনে হয়না। মূলত এই পরিষদ হিন্দু-বৌদ্ধ ও খৃষ্টানের সার্থ দেখার জন্য তৈরী হয়নি। তা তৈরি হয়েছে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টানদের একত্রিত করে মুসলমানদের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলে পরিষ্কার পানিকে ঘোলা করা।

বর্তমানে এই পরিষদের নেতারা হুমকি বানিজ্য করে কোটি কোটি টাকার মালীক বনে গেছেন। ওখানে যারা বসে আছে, তারা সে ধর্মের প্রকৃত ভণ্ড।

তবে আপনি যে বলেছেন, মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত হতে হবে, সেটি খুবই যুক্তিসঙ্গত ও গুরুত্বপূর্ন কথা, অচিরেই তা হওয়া উচিত। অনেক ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৫
279603
আবু জারীর লিখেছেন : একদম খাটি কথা বলেছেন। তারা যেন ধর্মহীন আর নষ্ট বাম দের দ্বারা পরিচালিত সরকারের জুলুম নির্যাতন রাষ্ট্র এবং ইসলামের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে সেজন্য তাদের গতিবিধির উপর নজর রাখার জন্য এবং তাদের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করার জন্যই তাদের সাথে লিয়াজু মেন্টেন করা দরকার। তাদের ভাষায় তারা নির্যাতিত আর সত্যিকার অর্থেই দল মত নির্বিশেষে সাধারণ মানুষও নির্যাতিত বরং মুসলমানরা একটু বেশীই। তাই এমন পদক্ষেপ নেয়া সময়ের দাবী।
ধন্যবাদ
338042
২৭ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কিছু মুসলিম নামধারি তো তাদের সাথে আছেই।
২৭ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৭
279605
আবু জারীর লিখেছেন : সমস্যা তো ঐ নামধারীদের নিয়েই। আর আমরা এদের থেকে দূরে থাকার কারণে ওরা নামধারীদেরই আসল ভাবে। যে কারণে প্রকৃত ইসলাম সম্পর্কে ওদের ধারণা নেগেটিভই থেকে যায়।
ধান্যবাদ।
338066
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:২৩
বেদনা মধুর লিখেছেন : বাংলাদেশ এখন হিন্দু রাষ্ট্র। প্রশাসনে এখন হিন্দুরাই বেশি।
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০২
279621
আবু জারীর লিখেছেন : পুরাপুরি তাদের দখলে যাওয়ার আগেই তাদের সাথে সু স ম্প র্ক তৈরী করা দরকার।
338085
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
কুয়েত থেকে লিখেছেন : ৯০ শতাংশ মুসলমানের দেশে ৮০ শতাংশ শিক্ষক অমুসলিম এবং ৯০ শতাংশ মুসলিম ছাত্রদের পাঠ্য পুস্তকে ৮০ ভাগ লেখাই হচ্ছে অমুসলিমদের। এমন দেশে ভাল কিছু কি করে আশা করেন ভাই..?আপনাকে অসংখ্য ধন্যবাদ
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৫
279623
আবু জারীর লিখেছেন : মুসলমান নামধারী ধর্মহীন সেকুলার আর নষ্ট বামেরা যখন ক্ষমতায় তখন এর চেয়ে ভালো কিছু আশা করা যায়না।
ধন্যবাদ।
338222
২৮ আগস্ট ২০১৫ রাত ০২:১১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মুসলিম নাম থাকলে এটা সাম্প্রদায়িক সংগঠন হয়ে যাবে...!!
২৯ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
279923
আবু জারীর লিখেছেন : অনেকের ভাব এমন যে মুসমানরাই শুধু সম্প্রদায় ভুক্ত আর বাকিরা সব সম্প্রদায় মুক্ত।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File