হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদে মুসলমানদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবী।
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ আগস্ট, ২০১৫, ১২:১৬:৩৩ রাত
হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদে মুসলমানদের সম্পৃক্ত করা এখন সময়ের দাবী। কারণ, বাংলাদেশে এখন মুসলমানরাই সবচেয়ে বেশী রাষ্ট্রিয় জুলুমের শিকার। মুসলিম মজলুমের পক্ষে কথা বলারও এখন আর কেউ নাই।
মুসলমান নামধারী কিছু লোক স্বার্থের জন্য অনেক সময় অমুসলিমদের প্রতিও জুলুম করে থাকে যেমনটা তারা নিরহ মুসলিমদের প্রতিও করে।
সত্যিকারের মুসলমান খনও অন্যের উপর জুলুম করতে পারেনা তা হোক সে স্বধর্মের নিরহ লোক বা ভিন্ন ধর্মের। যারা এগুলো করে তারা মুসলমান নামধারী হলেও আসলে তারা ধর্মহীন সেকুলার না হয় নষ্ট বাম আর না হয় ধর্মীয় উগ্রপন্থী গোড়া।
এরা সবাই বিভ্রান্ত এবং এদের কারো সাথেই ইসলামের সম্পর্ক নাই। তাই এদের মোকাবেলা করতে হলে অবশ্যই হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সাথে প্রকৃত মুসলিমদের সম্পৃক্ত করে শক্তিশালী হিন্দু বৌদ্ধ খৃস্টান মুসলিম ঐক্য পরিষদ গঠন করতে হবে। শান্তি এবং অ্যান্ত ধর্মীয় যোগাযোগের জন্য এটা খুবই জরুরী।
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
বর্তমানে এই পরিষদের নেতারা হুমকি বানিজ্য করে কোটি কোটি টাকার মালীক বনে গেছেন। ওখানে যারা বসে আছে, তারা সে ধর্মের প্রকৃত ভণ্ড।
তবে আপনি যে বলেছেন, মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে সংগঠিত হতে হবে, সেটি খুবই যুক্তিসঙ্গত ও গুরুত্বপূর্ন কথা, অচিরেই তা হওয়া উচিত। অনেক ধন্যবাদ
ধন্যবাদ
ধান্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন