বেগম জিয়ার ৭০তম জন্মদিনের কেক না কাটা কি ভদ্রতা না কি দূর্বলতা?

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৬ আগস্ট, ২০১৫, ০১:১৪:৩০ রাত



বেগম জিয়া যে এবছর কেক কেটে জন্ম দিন পালন করলেন না, এটা কি নাহায়েতই ভদ্রতা নাকি আদিখ্যেতা?

যাদের সাথে ভদ্রতা করলেন তারা কি ভদ্রতার মূল্য দিতে জানে? নাকি ভদ্রতাকে দূর্বলতা হিসেবে গণ্য করে চুড়ান্ত ভাবে আপনার সাথে অভদ্র আচরণ করে এখন সেটাই দেখার বিষয়।

বেগম জিয়ার এই ভদ্রতাকে দূর্বলতা হিসেবে গণ্য করে বিগত দিনগুলোর কেক কাটাকে হিংসার বহিঃপ্রকাশ হিসেবে নিয়ে আওয়ামিলীগ যে নতুন আইন পাশ করবেনা তার কি কোন গ্যারান্টি আছে? এমনও হতে পারে যে সর্বোচ্চ মৃত্যু দন্ডের শাস্তি রেখে শীঘ্রই ট্রাইব্যুনালের মাধ্যমে বেগম জিয়ার বিচার করার উদ্যগ নিতে পারে অবৈধ এই অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার।

মাননীয় নেত্রী, জাতীয়তাবাদী দলে আপনিই একমাত্র পুরুষ বাকিরা সব হিজড়া স্যামনয় দুই একজন হয়ত মহিলা আছে। তাই তাদের উপর ভরসা করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়।

অতএব, রাজনীতির ময়দানে যখন নেমেছেনই দয়া করে কোন হিজড়ার কথায় সিদ্ধান্ত বদলাবেন না, রনে ভঙ্গ দিবেন না প্লিজ! সুবিধাবাদী কোন নেতা বা উপদেষ্টার প্ররোচিত না হয়ে কাজ চালিয়ে যাবেন এটাই দেশবাসির প্রত্যাশা।

আপনাকে আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আর তা হলঃ আপনি এবং আপনার স্বামী যতবার ক্ষমতায় এসেছেন তা শুধু মাত্র আল্লাহর অনুগ্রহে। কিন্তু যিনি আপনাদের উপর এতটা অণুগ্রহ করেছেন সেই মহান আল্লাহর হুকুম মানার ব্যাপারে আপনাদের ইচ্ছা এবং আগ্রহ কতটুকু আন্তরিক ছিল দয়া করে ভেবে দেখবেন।

ভবিষ্যতে আল্লাহ্‌ যদি আপনার প্রতি বা আপনার ছেলের প্রতি অনুগ্রহ করেন তাহলে প্লিজ আল্লাহকে ভুলে যাবেন না। তাঁর হুকুমের লঙ্ঘন করবেন না বারং ইনসাব ভিত্তিক, সবার জন্য বাস যোগ্য একটা সোনার বাংলাদেশ গড়বেন এটাই দেশের ধর্ম বর্ণ নির্ব শেষে শান্তি প্রিয় সকল মানুষের কামনা।

বিষয়: রাজনীতি

১৩২৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

336039
১৬ আগস্ট ২০১৫ রাত ০১:১৮
রক্তলাল লিখেছেন : গণতন্ত্র শুধু মুখে নয়, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করেছিলেন জিয়া এবং খালেদা।
নাহলে আজ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে ক্ষমতার কেন্দ্রে থাকতেন তারেক।

১৬ আগস্ট ২০১৫ রাত ০১:২৪
277965
আবু জারীর লিখেছেন : হুম!
336044
১৬ আগস্ট ২০১৫ রাত ০১:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যারা ভদ্রতা বুঝে না তাদের জন্য ভদ্রতা বেমানান। আমার মনে হচ্ছে কিছুটা ত্যাগ শিকার করে দেখতে চাচ্ছেন আওয়ামীলীগের অবস্তান কিন্তু অবস্তান অনেক আগেই পরিষ্কার।
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০০
278078
আবু জারীর লিখেছেন : যদি আওয়ামিলীগের অবস্থান দেখতে চায় তাহলে বলব দেখতেই থাকুক। দেখতে দেখতে ৬৫ বছর হয়ে গেছে এখনও যদি দেখা শেষ না হয় তাহলে জাতির ভাগ্যে আরও দুর্গতি আছে।
336063
১৬ আগস্ট ২০১৫ সকাল ০৬:১৩
নাবিক লিখেছেন : এতে করে খালেদার দুর্বলতাই প্রকাশ পেলো।
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০১
278079
আবু জারীর লিখেছেন : তাইত মনে হচ্ছে।
ধন্যবাদ।
336090
১৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিউজটা মনে হয় ঠিক নয়।
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০১
278080
আবু জারীর লিখেছেন : হুম! শেষ পর্যন্ত মধ্য রাতের আগে নাকি কেটেছে।
336122
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:২৮
হতভাগা লিখেছেন : http://www.amardeshonline.com/pages/details/2015/08/16/297375

খালেদা জিয়া এখন হিস্ট্রি , তার দল ও জোটও এখন হিষ্ট্রি ।
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০২
278081
আবু জারীর লিখেছেন : শেষ রাতের একটু আগে! নেক্সট ইয়ারে পরের দিন তার পর নাই।

এভাবে চলতে থাকলে হিস্ট্রির পাতায়ও স্থান হবেনা।
336129
১৬ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিউজটা মনে হয় ঠিক নয়।
-হয়ত ঘটা করে কাটে নি, তবে কেটেছে।
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৩
278082
আবু জারীর লিখেছেন : তবে কেটেছে মুখ রক্ষার জন্য মধ্যরাতের একটু আগে।
ধন্যবাদ।
336170
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৩৫
আবু জান্নাত লিখেছেন : দিনের বেলায় না কেটে আওয়ামীলীগের বদন্যতা কেমন তা অবলোকন করে রাতের বেলায় কাজটা সেরেছেন।
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৩
278083
আবু জারীর লিখেছেন : হুম যাতে কেউ টের না পায়।
ধন্যবাদ।
336182
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২১
নারী লিখেছেন : Worried
১৬ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৪
278084
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
১৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
278103
নারী লিখেছেন : আপনিও ভালো থাকবেন
336436
১৭ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ভবিষ্যতে আল্লাহ্‌ যদি আপনার প্রতি বা আপনার ছেলের প্রতি অনুগ্রহ করেন তাহলে প্লিজ আল্লাহকে ভুলে যাবেন না। তাঁর হুকুমের লঙ্ঘন করবেন না বারং ইনসাব ভিত্তিক, সবার জন্য বাস যোগ্য একটা সোনার বাংলাদেশ গড়বেন এটাই দেশের ধর্ম বর্ণ নির্ব শেষে শান্তি প্রিয় সকল মানুষের কামনা।
১৮ আগস্ট ২০১৫ রাত ১০:২৯
278502
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File