ফিরে এস হে অবিশ্বাসী বন্ধুরাঃ আলোর দিকে, মুক্তির পথে

লিখেছেন লিখেছেন আবু জারীর ১১ আগস্ট, ২০১৫, ০১:৩২:৪৭ রাত



অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ব্লগার পরিচয় দানকারী নাস্তিক শাহাবাগী 'নীলয় নীল' নিজের লিভ টুগেদার পার্টনার আশামণির লালসার শিকার।

যুগে যুগে নাস্তিকদের শেষ পরিণতি এমনটাই হয়। কারণ ওরা সব কিছু পারে কিন্তু নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে পারনে। তাই সাময়িক সময়ের জন্য লম্ফ ঝম্ফ করে অবিশ্বাসের আগুণ জ্বালিয়ে পাখনা গজান উই পোকার মত নিজেরাই এসে নিজেদের জ্বলন্ত অগ্নী কুণ্ডের মধ্যে পরে আত্মহুতি দেয়, আর তখন তার সাথীরা দোষ দেয় বিশ্বাসীদের!

ধর্ম বিদ্ধেসী যেই নাস্তিকেরা আজ বিশ্বাসীদের দোষ দিচ্ছে, ঘটনা চক্রে যদি আর একজন নিজেদের অবিশ্বাসের আগুনে জ্বলে পুরে ছারখার হয় তখনও তার সাথীরা বিশ্বাসীদেরই দোষ দিবে!

এরা নিজেদের মরণ নিজেরাই ডেকে আনে। মরেও নিজেদের লোকদেরই হাতে কিন্তু দোষ দেয় অন্যের!

আর দিবেই বা না কেন এরা তো আপণ পরই চেনেনা। বিশ্বাসীরাই বরং এদের আপন, কারণ বিশ্বাসীরা চায় এরা ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসুক যেমনি শিক্ষকরা চান তাদের ছাত্র ছাত্রীরা অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত হয়ে শিক্ষার আলোতে আলোকিত হোক।

হে নাস্তিক অবিশ্বাসী বিপথগামী বন্ধুরা তোমাদের সাথে বিশ্বাসীদের কোন শত্রুতা নাই। তারা চায় তোমরা অন্ধকারের পথ ছেড়ে আলোয় ফিরে আস। তারা চায় তোমরা নিজেদের জ্বালান অগ্নী শিখায় ঝাপ না দিয়ে আগুণকে নির্বাপিত করে শান্তির সমাজ প্রিতিষ্ঠিত কর। তোমরাও সমাজের শান্তিপূর্ণ বিশ্বাসী মানুষের কাতারে সামিল হও।

তোমরা যে ভুল পথে হাটছ তা তোমাদের কাছে ভালো মনে হলে এবং বিশ্বাসীদের কথা অপছন্দ হলে অন্তুত নিজেদের পিতামাতার কাছে প্রশ্ন করে দেখ তারা কি উত্তর দেয়? আমাদের বিশ্বাস যে তোমাদের পিতামাতাও বিশ্বাসীদের মত একই উত্তর দিবেন।

অতএব, হে অবিশ্বাসী বন্ধুরা তোমাদের প্রতি উদাত্ত আহবান, প্লিজ ফিরে এস আলোর দিকে মুক্তির পথে। দুনিয়া পাবে অনাবিল শান্তি আর আখেরাতে রয়েছে তোমাদের জন্য মুক্তির গ্যারান্টি।



বিষয়: বিবিধ

১৮১২ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

335027
১১ আগস্ট ২০১৫ রাত ০১:৩৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সময়োপযোগী লিখার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
১১ আগস্ট ২০১৫ রাত ০১:৪৬
277017
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই।
335028
১১ আগস্ট ২০১৫ রাত ০১:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : আলো ভালো , কিন্তু ছিবির ভালো না
১১ আগস্ট ২০১৫ রাত ০১:৪৬
277018
আবু জারীর লিখেছেন : এজন্যই তো আলোর দিকে আসতে বলা হয়েছে। ছিবিলের দিকে না।
335045
১১ আগস্ট ২০১৫ রাত ০৩:০৮
বাকপ্রবাস লিখেছেন : Praying Praying Praying Praying
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:০২
277028
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
335052
১১ আগস্ট ২০১৫ সকাল ০৬:২৯
নাবিক লিখেছেন : হুম সঠিক কথা, অনেক ধন্যবাদ।
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:০২
277029
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।
335053
১১ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৭
প্যারিস থেকে আমি লিখেছেন : হে অবিশ্বাসী বন্ধুরা তোমাদের প্রতি উদাত্ত আহবান, প্লিজ ফিরে এস আলোর দিকে মুক্তির পথে। দুনিয়া পাবে অনাবিল শান্তি আর আখেরাতে রয়েছে তোমাদের জন্য মুক্তির গ্যারান্টি।
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:০২
277030
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
335056
১১ আগস্ট ২০১৫ সকাল ০৭:৪৯
জ্ঞানের কথা লিখেছেন : নারিদের পুরুষের জন্য ফেতনার কারন। সেটাই প্রমানিত। তবে মুসলিম নারিরা ফেতনার কারন নয়।
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৪
277031
আবু জারীর লিখেছেন : সব নারীরাই ফেতনার কারণ তারা বাদে যারা আল্লাহর দেয়া সীমার মধ্যে থাকে।
ধন্যবাদ।
335061
১১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪৩
এনামুল লিখেছেন : সময়োপযোগী লিখা
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩১
277156
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
335072
১১ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩৪
হতভাগা লিখেছেন : এরা অন্ধ ও বধির - এদেরকে বললে শুধু এদের অবাধ্যতাই বৃদ্ধি পাবে।
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩২
277157
আবু জারীর লিখেছেন : যথার্থই বলেছেন। তবুও আমাদের কাজ আমাদের করেই যেতে হবে। ইসলামের সুমহান দাওয়াত সবার কাছেই তুলে ধরা আমাদের দায়িত্ব।
ধন্যবাদ।
335093
১১ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হতভাগা লিখেছেন : এরা অন্ধ ও বধির - এদেরকে বললে শুধু এদের অবাধ্যতাই বৃদ্ধি পাবে।
---একমত... ধন্যবাদ
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩২
277158
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
335108
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সুন্দর আহবাণ যদি তাদের অন্তরে প্রবেশ করতো! তবে কতই না ভালো হতো.......! ভালো লাগলো অনেক ধন্যবাদ
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৩
277159
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
আমাদের কাজ আমাদের করেই যেতে হবে। ইসলামের সুমহান দাওয়াত সবার কাছেই তুলে ধরা আমাদের দায়িত্ব।
ধন্যবাদ।
১১
335110
১১ আগস্ট ২০১৫ সকাল ১১:৪৩
বেআক্কেল লিখেছেন : বাসদ, জাসদ, কমিউনিষ্ট এই গুলো যারা করে তারা ভালা মানুষ না। নিজেদের দলের মাইয়াদের ফুসলিয়ে মদ খাইয়ে নিজেরা ব্যবহার করে আবার ছবি তুইলা রাখে। সেই ছবি প্রকাশ করিবার হুমকি দিয়া নেতারা সেই সব মাইয়াদের জোড় করে ব্যবহার করে। লাকি, আশা মনি এই গুলু সেই ধরনের মাইয়া।

মাইয়ারা এই দল গুলো করেনা, একবার ঢুকিলে বার হইবার রাস্তা পায়না। দলের নেতারা বিয়ে করেনা, দলীয় তরুনী কর্মীদের ব্যবহার করে। নিচের সারির নেতারা রাস্তার টোকাই খোঁজ কইরা বলাৎকার কইরা দিন পার করে। তাদের কেন্দ্রিয় নেতা 'আবুল হাশেম' বাসদের অফিসেই তাদের অফিস বয়কে বলাৎকার করিয়া রক্তাক্ত করিয়া ধরা খাইয়া গন পিটুনি খাইল। অফিস বয়কে আগেও নেতারা বলাৎকার করিত কিন্তু আবুল হাশেমের সাইজ ছিল ডবল এক্সেল। সমস্যা হবেই! সমস্যা হইয়াছে।

নিলয় মাইটারে একাই ভোগ করিতে আলাদা করিয়া নিয়া গিয়াছিল, এটাই তার দোষ। তাহা ছাড়া সে চরম হিন্দু বিদ্ধেষী ছিল। হিন্দু ধর্মের বিরুদ্ধেই বেশী লিখত।

অপি বাইদান তার লেখা থেইকাই কাট এন্ড পেষ্ট মারিয়া এখানে ব্লগ লিখিত। এক জন কইল, বেটাও একজন পুরুষ ও রাস্তার টোকাই বলাৎকার করার নেশা আছে। আমি কিন্তু কথাডা বিশ্বাস করিনাই।
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৭
277160
আবু জারীর লিখেছেন : সে আবার ঘাদানীক নেতাও ছিল। এজন্যই ওদের প্রত্যেক গ্রুপেই সর্বদা ঝোলা কাঁদে এক এক জন করে মক্ষিরাণী থাকে।

আমার এক ক্লাসমেট একজন দীনদার মেয়েকে ফাসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছে। সে এখন কেবল বদল করে মুসলিম হয়েছে। মাশা'আল্লাহ মুখে বড় মাপের দাড়িও রেখেছে। তবে তার কন্সেপ্ট এখনও পুরাপুরি ক্লিয়ার হয়েছে বলে মনে হয়না। তবে বাম ছেড়ে ইসলাম পন্থী হয়েছে।
ধন্যবাদ।
১২
335119
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:০৭
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৩৭
277162
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
ধন্যবাদ।
১৩
335123
১১ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৭
হতভাগা লিখেছেন : http://www.somewhereinblog.net/blog/ogni75/30060726

এই পোস্ট দেখি ইসলাম বিদ্বেষী সামুতেও দিছেন জারীর (ওরফে অগ্নিবীণা!) ভাই ।

ব্লগার নৈশ শিকারীও (একই ব্লগের ভাই বেরাদর)দেখি সহমত জানিয়েছে !

সামুর খাস ব্লগাররা আসার আগেই পালান । ঐ গুলি আসলে তো ঘেউ ঘেউ শুরু করে দেবে।
১১ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৪
277131
কথার_খই লিখেছেন : সামুর খাস ব্লগারেরা ঘুমিয়ে পড়েছে......! যখন মূত্রতন্ত্রে গোমর ফাঁস হলোঃ.. http://www.somewhereinblog.net/blog/habib123best/30060548
১১ আগস্ট ২০১৫ বিকাল ০৫:৪৬
277173
আবু জারীর লিখেছেন : সামুতে আমি সোনার বাংলাদেশ ব্লোগ যুগে ৩ বার রেজিস্ট্রেশান করেছি এবং তিনবারই ব্যান খেয়েছি। না কোন দোষে নয়, হয়ত এসবিতে আমার পারফর্মেন্স দেখে তারা স্বেচ্ছায় আমাকে ব্যান করেছিল। তার পর থেকে আমি আর ওমুখি হইনি।

'অগ্নিবীণা'কে আমি ব্যক্তিগত ভাবে চিনিনা। তবে তাকে সাধুবাদ জানাই।

আমার কোন লেখা যদি কারো পছন্দ হয় এবং অপরিবর্তিত অবস্থায় (বানান সংশোধনের যোগ্য) নিজের নামে যে কোন জায়গায় পোস্ট করতে চায় তাতে আমার কোন আপত্তি নাই। বরং এমনটা কেউ করলে তাকে সাধুবাদই জানাব। ইতিমধ্যে অনেকের পোস্টে গিয়ে পজেটিভ মন্তব্যও করেছি।
১২ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৯
277314
হতভাগা লিখেছেন : ল্যাংটা সাজু ছবির মাহাত্য অনেকগুন বাড়িয়ে দিয়েছে । নীলকে সাজুর সাথে দেখলে নীলের বাবা মাও নীলকে ঘৃনা করা শুরু করবে ।
১৪
335197
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:১০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : চোর না শুনে ধর্মের কাহিনী, এদের কে আপনি যতই আলোর পথ দেখাতে চান, উপদেশ দিতে চান তারা আপনার কথা শুনবেনা, কারণ এদের ব্যাপারে ফয়সালা এমনই। ধন্যবাদ আপনাকে
১১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
277184
আবু জারীর লিখেছেন : আমাদের কাজ আমাদের করেই যেতে হবে। ইসলামের সুমহান দাওয়াত সবার কাছেই তুলে ধরা আমাদের দায়িত্ব।
ধন্যবাদ।
১৫
335252
১১ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৮
আফরা লিখেছেন : তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে ? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে , নেক আমল করেএবং ঘোষনা করে আমি মুসলমানদের অন্তভূক্ত ।( সূরা হা-মীম াস- সাজাদা : আয়াত ৩৩ )।

ভাইয়া কেউ আপনার আহবানে সাড়া দিক বা দিক আপনি উত্তম কাজ করেছেন ভাইয়া ।

জাজাকাল্লাহ খায়ের ভাইয়া ।
১২ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৭
277404
আবু জারীর লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌!
কে দাওয়াত কবুল করবে আর কে কবুল করবেনা সেটা দেখার দায়িত্ব আমাদের না। আমাদের কাজ হল উত্তম কথার মাধ্যমে মানুষের কাছে আল্লাহর দীনের দাওয়াত পেশ করে।
ধন্যবাদ আপু, ভালো থেক।
১৬
338084
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:৫৪
উবায়দুল্লাহ রিয়াদ লিখেছেন : আল্লাহ ওদের কে সহীহ বুঝ দান করুন....!!!!আমীন
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৪
279622
আবু জারীর লিখেছেন : আমিন।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File