বন্ধুর কন্যা
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৬ আগস্ট, ২০১৫, ০৮:৫৭:১৮ রাত
বন্ধু তোমার কন্যা অতি
দেখতে লাগছে ভালো
আশা করি সোনা মণি
ছড়িয়ে দিবে আলো।
গর্বে তোমার বুক ভরবে
হবে তুমি ধন্য
বন্ধু আমি দুয়া করি
তোমার বেবীর জন্য।
বিষয়: সাহিত্য
১৭৬৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলাম পূর্ব-আরব জাহেলিয়াতে নারীর অবস্থান :
আরব জাহানের কয়েকটি গোত্র কন্যা শিশু সন্তান হত্যায় বেশ প্রসিদ্ধ ছিল। জালেমরা কন্যাদের জীবিত দাফনকে বড়ই কৃতিত্বের কাজ বলে জাহির করত। সেই নির্লজ্জ কাজের জন্য বড়াইও করত। কন্যা শিশু জন্ম হলেই কি প্রতিক্রিয়া হতো আল্ কোরআনের ভাষায় : "তাদের কাউকে যখন কন্যা সন্তানের জন্ম সংবাদ দেয়া হত, তখন তাদের চেহারা কালো মলিন হয়ে যেত, সে হয়ে পড়ত মর্মাহত। তাকে যে সংবাদ দেয়া হল সে লজ্জায় সে সমাজের লোকদের থেকে পালিয়ে বেড়াত। সে ভাবে সে কি অপমান বয়েই চলবে নাকি তাকে মাটির নীচে লুকিয়ে ফেলবে-বুঝে দেখ, কি মন্দ ফয়সালা সে নিচ্ছে।"(সূরা আন নাহল : ৫৭-৫৮) যারা এই সব মন্দ ও ঘৃণ্য কাজ করেছে, (কন্যাদের জীবন্ত মাটিকে পুঁতে ফেলেছে) তাদের কাল আদালতে আখেরাতে জিজ্ঞাসা করা হবে। কোরআনের বর্ণনায় : "যখন প্রোথিত কন্যাদিগকে জিজ্ঞেস করা হবে, কোন্ অপরাধে তাদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছে?" (সূরা আত তাকবীর : ৮-৯) ইসলামের নবী এসে নারীদের সেই অন্ধকার গহ্বর থেকে রানীর সিংহাসনে বসিয়েছেন।
নতুন কোন খবর পেলে তোমাকে নিয়েও এমন একটা কবিতা লিখে ফেলব তবে সেজন্য তার একখান ফটু লাগবে। অবশ্য অনুমতি না পেলে তা প্রকাশ করব না।
ধন্যবাদ।
আপনার ছন্দ স্রোত,
দূরে যাক দূরে যাক
হিংসা বিদ্ধেষ ক্রোধ।
আন্তরিকতা ভালোবাসায়
প্রকাশ পেয়েছে ছন্দ,
সুস্থ মননশীলতায় ভরুক মন
লোকালয়ে বাড়োক আননদ।
ধন্যবাদ ভাই।
ধন্যবাদ।
ধন্যবাদ।
তাই ভাল লাগল।
ধন্যবাদ।
বউ সেজেছে বউ
আতর সোনর মাখলো গায়ে
খুশবোতে মউ মউ।
ধন্যবাদ আলমগির মুহাম্মদ সিরাজ ভাই।
ধন্যবাদ মুহতারাম।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন