থাকত যদি

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ আগস্ট, ২০১৫, ০৫:৪৮:৫২ বিকাল



(ছবির সাথে কবিতার মিল কেউ দয়া করে খুজবেন না)

থাকত যদি সবার ঘরে

এমন একটা বৌ

সব স্বামীরা থাকত ঘরে

বের হতনা কেউ।

কপাল গুণে মিলত যদি

এমন জীবন সাথী

আঁধার রাতেও লাগত নাত

হারিকানের বাতি।

সেলফি তুলতেও লাগত নাত

মোবাইল ক্যামেরা

চারি দিকে ক্লিক ক্লিক

করত বন্ধুরা।

আয়রে সবে দাবী করি

এমন বধূ চাই

সাহস করে আকার ইঙ্গিতে

বাপ-মা কে শুধাই।

বায়না শুনে বাপ-মা সবার

যেইনা এল তেড়ে

পালিয়ে গেল দুষ্টরা সব

আপন আপন ঘরে।

বিষয়: সাহিত্য

১৫৫৬ বার পঠিত, ৫২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333651
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২১
275763
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
333652
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:০৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কপাল গুণে মিলত যদি/এমন জীবন সাথী
আঁধার রাতেও লাগত নাত/হারিকানের বাতি।

অসাধারণ..ভাল লেগেছে শুধু তা-ই নয়, মুগদ্ধ হয়েছি.. ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২১
275764
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
ভালো থাকুন
আপনার জন্য শুভ কামনা।
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
275765
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : জাজাকাল্লাহ
333662
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কার বউ এমন হলে ভাল হইত?????????
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
275766
আবু জারীর লিখেছেন : আপনার খবর কি?
ধন্যবাদ।
333677
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
দুষ্টু পোলা লিখেছেন : Crying Crying Crying Tongue Tongue Tongue Love Struck Big Hug Big Hug
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
275779
আবু জারীর লিখেছেন : কি মনের কইছি বুঝি?
333678
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভাই আপনি যদি এমন সুন্দর করে কবিতা ছড়া লিখা শুরু করেন তাইলে যাহারা নাকের পানি চোখের পানি মিশাইয়া দুচার লাইন লিখে তাদের কি হবে....?অসাধারন সাবলিল একটি কবিতা...!!! কিন্তু মডেল মুন্নি সাহাকে কিভাবে জোগাড় করলেন...! পিলাচ পিলাচ পিলাচ অনেক ধন্যবাদ।
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
275781
আবু জারীর লিখেছেন : সরম দিলেন রে আব্দুল মান্নান মুন্সী ভাই।
আপনি মাশা'আল্লাহ জাত কেবি।
আমরা ছাইপাশ যখন যা মনে আসে লিখে ফেলি।
ধন্যবাদ ভাই, আল্লাহ্‌ আওনাকে ভালো রাখুন।
333680
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
মু নূরনবী লিখেছেন : এমুন ফডু দ্যান ক্যারে!

০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৩
275811
আবু জারীর লিখেছেন : তার পরেও তো আপনাদের ঘুম ভাংগে না।
333682
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩০
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বুঝলাম ইনি স্বামী, পিছনে বসিয়া ফাঁক দিয়া যিনি দাঁত কেলাইয়া হাসিতেছেন তিনি কেডা। স্ত্রীর গুনগান তো গাইলেন, এখন দেখে পোষ্ট খানা পাঠাইয়া দেন। অনেক ধন্যবাদ
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৪
275812
আবু জারীর লিখেছেন : স্বামী কিনা জানি না তবে পিছনের জন যে উতসাহী দর্শক তা বেশ বুঝা যাচ্ছে।

ফটো এডিট করে পাঠালে অখুশি হবে বলে মনে হয়না।

ধন্যবাদ টিপু ভাই।
333684
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
জবলুল হক লিখেছেন : কি কমু ভাই
পুরো বোতল খালি।যাই হোক বেশ মজা পেলাম।
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৫
275813
আবু জারীর লিখেছেন : খালি বোতল দেখেই এত মজা পাইলেন! ভরা বোতল দেখলে তো টাস্কি খাইতেন।
ধন্যবাদ।
333687
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আহা এমন দরদী ভবে কেউ হবে না.... Love Struck Love Struck Love Struck
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৫
275814
আবু জারীর লিখেছেন : আহা!
ধন্যবাদ
১০
333688
০৪ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছবির বেড়া বেড়ি কি স্বামী স্ত্রী?
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৬
275815
আবু জারীর লিখেছেন : তা তো জাননিনা। ছবিটা মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে।

মডেলিং
০৫ আগস্ট ২০১৫ রাত ১২:৩৮
275856
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মুন্নিসাহার মত দেখাচ্ছে!! Angel
১১
333689
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:১৩
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ইস! যা দারুন কবিতা হয়েছে ভাই।
Cook Cook Cook Cook Cook
আমলেট/মামলেট ডিম খান।
অনেক অনেক ধন্যবাদ
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৭
275816
আবু জারীর লিখেছেন : ওয়লাইকুম'আসসালাম।

রাখেন নুডুলস সেদ্ধ করে নেই।
ধন্যবাদ।
১২
333695
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৪
আফরা লিখেছেন : বউ এর গুন তো ভালই গাইলেন ভাইয়া বউ যে বেশরম সেটা তো বল্লেন না ভাইয়া ।
০৪ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৮
275817
আবু জারীর লিখেছেন : বলেছি তো। তুমি হয়ত খেয়াল করনি। বৌ পছন্দ হয়নি বলেইত বাপ-মা খেদানি দিছে।
ধন্যবাদ।
১৩
333711
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:০২
দ্য স্লেভ লিখেছেন : আমার পুটির মা অবশ্য এরকম সস্তা ভালোবাসা প্রদর্শন করেনা। তার ভালোবাসা গভীর সেটা বুঝতেও হয় গভীরতা দিয়ে। কবিতার হাতও দেখছি আছে আপনার....Happy
০৪ আগস্ট ২০১৫ রাত ১০:৪৪
275833
আবু জারীর লিখেছেন : আপনার পুটির মা অবশ্যই আদর্শ গৃহিণী। তিনি অবশ্যই গভীর ভালোবাসায় আপনাকে সিক্ত করবে মাগার কেউ টের পাবেনা।
ধন্যবাদ মুন্না ভাই।
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩১
276129
দ্য স্লেভ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪
333723
০৪ আগস্ট ২০১৫ রাত ১১:১৩
শান্তিপ্রিয় লিখেছেন : মজা পেলাম। ধন্যবাদ
০৫ আগস্ট ২০১৫ রাত ০১:২৪
275866
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মুহতারাম।
১৫
333738
০৫ আগস্ট ২০১৫ রাত ০১:৩১
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন :
এই কবিতা কোনোভাবেই শুনে যদি ভাবি
আসবে তেড়ে মুগুর হাতে, আর হবে কি কবি?
০৫ আগস্ট ২০১৫ রাত ০১:৪১
275870
আবু জারীর লিখেছেন : তেড়ে আসলে বলব,'আরে কবিতাটাতো তোমাকে উদ্দেশ্য করেই লিখেছি শুধু ছবিটা অন্যের ব্যবহার করেছি'।
১৬
333775
০৫ আগস্ট ২০১৫ রাত ০৪:৫১
নাবিক লিখেছেন : আআআআ, আমার এরম একটা বউ লাগবো, নাইলে কিন্তু আমি কানবাম। Tongue
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৭:০৬
275884
আবাবীল লিখেছেন : নেও ভাই...
তবুও তুমি আর কাইন্দো না। Tongue Big Grin
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৭:৫০
275886
নাবিক লিখেছেন : Love Struck Tongue
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৪
275890
আবু জারীর লিখেছেন : কান্দাকাটির দরকার নাই। এর চেয়ে ভালো একজন পেয়ে যাবেন ইনশা'আল্লাহ।
১৭
333783
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৩
আবাবীল লিখেছেন : ছড়াটা হেব্বি লাগলো ভাইয়া। টুক-টাক ছড়া-কবিতা লিখার চেষ্টা আমিও করি, আমার লেখায় আপনার সু-পরামর্শ আশা করছি ভাইয়া।।
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৪
275891
আবু জারীর লিখেছেন : ইনশা'আল্লাহ।
ধন্যবাদ।
১৮
333784
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৭:০৪
আবাবীল লিখেছেন : নেও ভাই...
তবুও তুমি আর কাইন্দো না। Tongue Big Grin
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৭:১২
275885
আবাবীল লিখেছেন : হায় হায়, এইডা তো নাবিক ভাইরে দিতে চাইসিলাম। এইখানে আয়া পরলো ক্যামনে?
০৫ আগস্ট ২০১৫ সকাল ০৮:২৬
275892
আবু জারীর লিখেছেন : পরের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নাকি সে নিজেই পড়ে। নিজের কাটা কুয়য় নিজেই পরেছেন। তবে এমন কুয়য় পড়তে সব যুবকেরাই আজীবন স্বপ্ন দেখে।
১৯
333796
০৫ আগস্ট ২০১৫ সকাল ১০:০৭
মাজলুম যাযাবর লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ!
০৫ আগস্ট ২০১৫ রাত ০৮:৩১
276028
আবু জারীর লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
২০
333800
০৫ আগস্ট ২০১৫ সকাল ১০:১৩
ঝিঙেফুল লিখেছেন : ধন্যবাদ Rose
০৫ আগস্ট ২০১৫ রাত ০৮:৩১
276029
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ এবং ফুলেল শুভেচ্ছা।
২১
334028
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫১
ইকবাল হোছাইন পরশ লিখেছেন : মজার কবিতা। হা হা
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৫২
276286
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ। ভালো থাকুন। মন খুলে হাসুন।
২২
334075
০৬ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৩
276287
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
২৩
334614
০৯ আগস্ট ২০১৫ রাত ০৪:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : জব্বর লিখেছেন ভাইজান।
১০ আগস্ট ২০১৫ রাত ১২:৩২
276848
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
ভালো থাকুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File