থাকত যদি
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ আগস্ট, ২০১৫, ০৫:৪৮:৫২ বিকাল
(ছবির সাথে কবিতার মিল কেউ দয়া করে খুজবেন না)
থাকত যদি সবার ঘরে
এমন একটা বৌ
সব স্বামীরা থাকত ঘরে
বের হতনা কেউ।
কপাল গুণে মিলত যদি
এমন জীবন সাথী
আঁধার রাতেও লাগত নাত
হারিকানের বাতি।
সেলফি তুলতেও লাগত নাত
মোবাইল ক্যামেরা
চারি দিকে ক্লিক ক্লিক
করত বন্ধুরা।
আয়রে সবে দাবী করি
এমন বধূ চাই
সাহস করে আকার ইঙ্গিতে
বাপ-মা কে শুধাই।
বায়না শুনে বাপ-মা সবার
যেইনা এল তেড়ে
পালিয়ে গেল দুষ্টরা সব
আপন আপন ঘরে।
বিষয়: সাহিত্য
১৫৫৬ বার পঠিত, ৫২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আঁধার রাতেও লাগত নাত/হারিকানের বাতি।
অসাধারণ..ভাল লেগেছে শুধু তা-ই নয়, মুগদ্ধ হয়েছি.. ধন্যবাদ।
ভালো থাকুন
আপনার জন্য শুভ কামনা।
ধন্যবাদ।
আপনি মাশা'আল্লাহ জাত কেবি।
আমরা ছাইপাশ যখন যা মনে আসে লিখে ফেলি।
ধন্যবাদ ভাই, আল্লাহ্ আওনাকে ভালো রাখুন।
ফটো এডিট করে পাঠালে অখুশি হবে বলে মনে হয়না।
ধন্যবাদ টিপু ভাই।
পুরো বোতল খালি।যাই হোক বেশ মজা পেলাম।
ধন্যবাদ।
ধন্যবাদ
মডেলিং
ইস! যা দারুন কবিতা হয়েছে ভাই।
আমলেট/মামলেট ডিম খান।
অনেক অনেক ধন্যবাদ
রাখেন নুডুলস সেদ্ধ করে নেই।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ মুন্না ভাই।
এই কবিতা কোনোভাবেই শুনে যদি ভাবি
আসবে তেড়ে মুগুর হাতে, আর হবে কি কবি?
তবুও তুমি আর কাইন্দো না।
ধন্যবাদ।
তবুও তুমি আর কাইন্দো না।
ভালো থাকুন।
মন্তব্য করতে লগইন করুন