বায়না

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৫ মে, ২০১৫, ০৫:৪৪:১৯ বিকাল



বায়না

বেবি আমার বেজায় ভালো

মনটা তাহার সাদা

পড়তে পড়তে পাড় করে দেয়

রাত্র গুলোর আধা।

নিত্ত নতুন বায়না ধরে

লাগবে এটা ওটা

সাধ্য মত চেষ্টা করি

দেইনা কষ্ট ফোটা।

কালকে রাতে বায়না ধরছে

লাগবে নাকি ট্যাব

বললাম খুকু পাবে তবে

লাগবে একটু গ্যাপ।

টাপুর টুপুর কয়েক ফোটা

ঝরিয়ে চোখের জল

রেগে মেগে, লাগবেনা সব

বুঝেছি তোমার ছল।

সিক্সের ছাত্রী ট্যাব কেন চায়

ঢুকছে নাকো মাথায়

কলেজে উঠলে দিব এসব

কাজ হচ্ছেনা কথায়।

বান্ধবীদের এটা ওটা

আছে অনেক কিছু

তাইত বেবি বায়না নিয়ে

ধরছে বাবার পিছু।

বিষয়: সাহিত্য

১১০৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

320220
১৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৮
আফরা লিখেছেন : ভাইয়া তাড়াতাড়ি কিনে দেন যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে । তবে বয়স কম তো ভাবীকে একটু সচেতন থাকতে হবে ।
১৫ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
261299
আবু জারীর লিখেছেন : বাসায় ডেক্সটপ আছে, নেট আছে তারপরেও ট্যাব লাগবে কেন? পড়ালেখা বাদ দিয়ে গেমস খেলে কিনা সেই ভয় পাচ্ছি।
320239
১৫ মে ২০১৫ রাত ১০:১৭
দুষ্টু পোলা লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ Love Struck Love Struck Love Struck
১৬ মে ২০১৫ রাত ০২:১৩
261332
আবু জারীর লিখেছেন : অসংখ্য ধন্যবাদ।
320245
১৫ মে ২০১৫ রাত ১০:৩৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই বয়সে টেব দেওয়া যাবেনা, টেব পেলে পড়ালেখায় মনযোগ থাকবেনা।
১৬ মে ২০১৫ রাত ০২:১৪
261333
আবু জারীর লিখেছেন : বিষয়টা আসলেই ক্রিটিক্যাল।
ধন্যবাদ মামুন ভাই।
320250
১৫ মে ২০১৫ রাত ১১:২২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

ছবিতে দুজন ওরা কি আমাদের ভাতিজি?

বান্ধবীর অনেক কিছু আছে এটা কিন্তু বাচ্চাদের অনেক প্রভাবিত করে। আর বয়সটাই এমন এখন যা চায় তা সব কিছু ছেড়ে দেয়াও কঠিন!বোঝাতে থাকেন আশা করি বুঝবে! আমি কন্ডিশন দেই যেমন বলি সূরা মুখস্থ করো কয়েকটা, ওমুক সাবজেক্টে এটা মার্ক পেয়ে দেখাও ইত্যাদি! দীর্ঘমেয়াদী মা করে স্বল্প পরিসরে করে ট্রাই করে দেখতে পারেন ।

শুকরিয়া। শুভকামনা জানবেন!
১৬ মে ২০১৫ রাত ০২:২২
261335
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম, ওয়ারহ'মাতুল্লাহ।
আসলে আপনাদের পরামর্শ্বের আশায়ই পোস্ট করেছি। আলহামদুলিল্লাহ্‌ সুন্দর পরামর্শ্ব পেয়েছি।

আমি অবশ্য তিনটা শর্ত দিয়েছি।
০১) পাঁচ ওয়াক্ত নামায পড়তে হবে
০২) নিয়মিত কুর'আন অধ্যায়ন করতে হবে।
০৩) এমন কোন ভিডিও ক্লিপ দেখা যাবেনা বা গেম খেলা যাবেনা যেগুলো বাবা মায়ের অপছন্দনীয়।

শর্তগুলো নাকি খুব সহজ। আশা করি সে পালন করবে।

ফজরের নামাযের ব্যাপারে তার একটু কথা ছিল সে ব্যাপারটা সহজ করে দিয়েছি। কোন কারণ যেদি সে সময়মত না উঠতে পারে তাহলে যখনই উঠবে আপাতত তখনই ফ্রেস হয়ে প্রথেম নামায পড়ে নিবে।

কন্টিনিউ তিন মাস করে দেখানর পরেই কেবল সে তার কাঙ্খিত ট্যাব পাবে তবে তার ছোট্ট বোন এবং মায়ের সাথেও শেয়ার করতে হবে।

একজন আমার বেবি আর একজন তার বান্ধবী।
১৬ মে ২০১৫ রাত ০৩:১৪
261351
সাদিয়া মুকিম লিখেছেন : অনেক দোয়া রইলো!Praying
320281
১৬ মে ২০১৫ রাত ০১:৩৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আমি জানি আপনার যথেষ্ট বুদ্ধিমত্তা আছে কীভাবে ছোট ছোট ছেলেমেয়েদের বাড়তি আবদার সুকৌশলে উপেক্ষা করতে হয়। তারপরও বলছি মেয়ের বাড়তি চাওয়া নিয়ে কিছু শিক্ষণীয় বিষয় তার কাছে উপস্থাপিত করুণ যাতে তার হৃদয়কে প্রভাবিত করে। রাগ করে নয় বরং শিক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত জীবনে এখন থেকেই অভ্যস্ত করা প্রয়োজন বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণ চাহিদার কোন শেষ নেই! লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১৬ মে ২০১৫ রাত ০২:৩৯
261338
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়ারহমতুল্লাহে ওয়াবারাকাতুহ।

তাকে বুঝিয়ে বললে সে বুঝে এবং তার পজেটিভ দিক হল সে যথেষ্ট উদার। বেশিরভাগ সময়ই সে নিজের টিফিনের টাকা পুরটাই ভিক্ষুকদের দিয়ে দেয়। এমনকি ৫০/১০০টাকার নোট হলেও পুরটাই দিয়ে দেয়। নিজে না খেয়ে পুরটাই দিয়ে দেয়ার জন্য তার আম্মু তিরস্কার করে, মায়ের মন বলে কথা। কিন্তু আমি উৎসাহ দেই। নিজে না খেয়ে অন্যকে খাওয়ান যে কতবড় উদারতা তা ব্যাখ্যা করে বুঝান যাবেনা। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে।

তাকে তিনটা শর্ত দিয়েছি আশাকরি সে পালন করবে।

পঞ্চমশ্রেণী পর্যন্ত আমি তার হিজাবের ব্যাপারে বেশ টেনশানে ছিলাম। স্কুলে নিয়ে যাওয়ার সময় যতবার তার মাথায় স্কার্ফ দিয়েছি ততবারই ফেলে দিয়েছ। মাঝে মধ্যে নিজেকে অনেক কষ্টে কন্ট্রল করেছি। কিন্তু আল্লাহর অশেষ রহমতে সে ষষ্ঠ্য শ্রেণীতে ওঠার সাথে সাথেই হিজাব করা শুরু করেছে। যদিও প্রচলিত বোরকা এখনও দেইনি তবে সে বোরকাও পরবে বলে আমার বিশ্বাস জন্মেছে। আমার দ্বিতীয় বেবিটাও মাশা'আল্লাহ ভদ্র এবং ভালো। তারা দুজনই ঢাকার একটা ভালো স্কুলে পড়ে এবং ছাত্রী হিসেবেও ভালো, আলহামদুলিল্লাহ্‌। এসব কিছুর পিছনে আল্লাহর অশেষ রহমতের আলোকে তার মায়ের শ্রম ও প্রচেষ্টার জন্য আমি আল্লাহর কাছে শুকুরগুজার এবং তার আম্মুর কাছে কৃতজ্ঞ।

ওদের জন্য দুয়া কামনা করছি।
ধন্যবাদ আপু।
320424
১৬ মে ২০১৫ রাত ০৯:৫১
আবু তাহের মিয়াজী লিখেছেন : Day Dreaming Day Dreamingঅনেক ধন্যবাদ ভালো লাগলো Not Listening Not Listening Not Listening
১৬ মে ২০১৫ রাত ১১:২২
261499
আবু জারীর লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
320515
১৭ মে ২০১৫ সকাল ১১:৪৮
egypt12 লিখেছেন : কিনে দিন তবে সাবধানে Rose
২২ মে ২০১৫ রাত ০১:১৮
262763
আবু জারীর লিখেছেন : প রা ম র্শ্ব গৃহিত হ ল।
ধ ন্য বা দ।
321192
২০ মে ২০১৫ দুপুর ০১:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া! কৌশলে এড়িয়ে যান। আর বুঝাতে চেষ্টা করুন সব বিষয়ে সবার অনুকরণ করা যাবেনা। এভাবে বলুন তুমি আবদার করেছ ঠিক আছে, আমরা বিবেচণায় রাখছি। তোমার জন্য যা কল্যাণকর তাই আমরা করবো। মহান আল্লাহ ভাতিজিকে সঠিক বুঝ দান করুন। নেক হায়াত দিন। এত ছোট বয়ষে ট্যাব দেয়া সমাচীন করে করছিনা। (আমার এক চাচাতো ভাইকে আমার চাচা ক্লাস ফাইভে পড়ার সময় টার্চ মোবাইল দিয়েছিলো আর সেই থেকে তার পড়া লেখা সব গোল্লায় গেছে) তাই বলবো বেশী করে বুঝাতে চেষ্টা করুন। আমার মনে নরম সুরে বুঝালে বুঝবে। আল্লাহ সহায় হোন।
২২ মে ২০১৫ রাত ০১:২২
262765
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম’আসসালাম।
সে এখন নিয়মিত নামায পড়া শুরু করেছে। তার রোল বর্তমানে ২২, এক থেকে ৩ এর মধ্যে আসার টার্গেট নিয়ে পড়া শুরু করেছে। তার মা অবশ্য বেশ শতর্ক। জানিনা কি করব। আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন। ধন্যবাদ আপু।
322613
২৬ মে ২০১৫ দুপুর ০১:১২
ইবনে আহমাদ লিখেছেন : আজই কিনে দিবেন। দেরী করবেন না। বাচ্ছার মানসিক সমস্যা হবে।
বাকি দায়িত্ব আপনার এবং ভাবীর।
২৮ মে ২০১৫ রাত ১২:৪৮
264212
আবু জারীর লিখেছেন : ঠিক আছে ওস্তাদ।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File