ধারাবাহিক গল্পঃ সরকারী খরচে বিয়ে!! (অষ্টাদশ পর্ব)

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ মে, ২০১৫, ০৮:৫৫:২৭ রাত



পূর্ব সূত্রঃ - থাক তোমার নাক গলাতে হবেনা, নাও শায়লা আপুর নিজের মুখ থেকেই শোন কি সিদ্ধান্ত হয়েছে।


ধারাবাহিক গল্পঃ সরকারী খরচে বিয়ে!! (অষ্টাদশ পর্ব)

- হ্যালো স্যার, আসসালামু’আলাইকু।

- ওয়ালাইকুম’আসসালাম। তা আজ আবার নতুন করে স্যার বলছ যে?

- কেন? আগেওতো আপনাকে স্যারই বলতাম।

- হ্যা তা যখন তোমাকে পড়াতাম তখন। পড়ান ছেড়ে দেয়ার পরে যতগুলো চিঠি লিখেছ তাতে তো নাম ধরেই লিখেছিলে। আর তোমার বিয়ের আয়োজন করতে আসার পর থেকে ভাইয়া বলছ। হঠাৎ আবার কি হল, যে স্যার বলা শুরু করলে?

- কিছু হয়নি তবে হতে যাচ্ছে ইনশা’আল্লাহ। আমজাদ চাচার ছেলের সাথে......।

- হ্যা তাতো শুনলামই।

- এবার ভেবে দেখুন, সিনিয়র জুনিয়রের একটা ব্যাপার স্যাপার আছেনা? তাছাড়া ভাবছি আপনার কাছে আবার পড়া শুরু করব। স্যারের মত ছাত্রীও যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারে, তাহলে তা কি স্যারের জন্য গৌরবের না?

- হ্যা তাতো গৌরবেরই। তা তোমার বিয়ের দিন তারিখ কবে ধার্য হয়েছে?

- আসলে আপনি লেখা পড়ায় যত ভালো, ছাত্র রাজনীতিতে যতটা চৌকশ, ব্যক্তিগত ব্যাপারে ততটাই বুদ্ধু। ওয়াকিলের সাথে বিয়ের কথা পাকাপাকি হয়েছে সাদিয়ার, সেজন্যইতো চামে ওয়াকিল সম্পর্কে আপনার কাছ থেকে জেনে নিয়েছে।

- তা, ওযে তোমার কথা বলল?

- হ্যা বলেছে তাতে আপনার কি?

- না মানে।

- মানে আমজাদ শেখ চাচার এক বাল্য বন্ধু এবং সহ মুক্তিযোদ্ধার ছেলের ব্যাপারে বাবার সাথে কথা বলেছে। ছেলেটা নাকি আমজাদ চাচার নিজের ছেলের মতই ভালো এবং অমাইক, তবে একটু গোবেচারা টাইপের আরকি?

- তা তোমার মত কি?

- আমার আবার কি মত? বাবা অচল, মা শোকে মুহ্যমান আর আমি পথহারা পথিক। আমার মতের কি কোন মূল্য আছে। আর থাকলেই বা কি? ওসব নিয়ে ভাবিনা। বাবা মা যা ভালো মনে করেন আমি তাদের মতের উপরই আলহামদুলিল্লাহ্‌ পড়ব ইনশা’আল্লাহ।

- না, বলছিলাম কি, তুমি যেহেতু ভালো রেজাল্ট করতে চাও, তাছাড়া একটা অঘটন ঘটে যাওয়ার পর এত তারাতারি বিষয়টা নিয়ে না ভাবলেই কি ভালো হতনা?

- কে জানে বাপু। আমি অতশত বুঝিনা।

- আপনার মত গুণী স্যারের কাছে পড়ার পুনরায় সুযোগ পেলে বিবাহের পরে কেন বাচ্চার মা হয়েও ভালো রেজাল্ট করতে পারব ইনশা’আল্লাহ।

- হ্যা তাতো বুঝলাম। গাছে কাঠাল আর গোফে তেল আর কি?

- হ্যা আপনার যা খুশি ভাবতে পারেন।

- অন্যের বৌকে পড়াব কি না, বা তোমার স্বামীইবা রাজি হবেন কিনা সেটাওতো একটা ব্যাপার তাইনা?

- স্যার, বরের কথা যা শুনলাম তাতে সে রাজি হবে বলেই আমার বিশ্বাস। এমনও হতে পারে যে সে আমার কথায় সর্বক্ষন ওঠ বসও করবে।

- হ্যা, তাই যেন হয়।

- শায়লা মামণি, তোমার কথা শেষ হলে ফোনটা আমাকে একটু দিও।

- নিন খালাম্মা।

- হ্যালো মা, আসসালামু’আলাইকুম।

- ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস আমার জান।

- হ্যা মা, আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি, তোমরা কেমন আছ?

- আলহামদুলিল্লাহ্‌ আমরাও সবাই ভালো আছি। হ্যারে, সাদিয়া আর শায়লার বিয়ের কথা যে পাকা পাকি হয়েছে তা কি ওরা তোকে বলেছে?

- বলেছে।

- তা তোর মত কি?

- আমি আর কি বলব, তোমরা মুরুব্বিরা যা ভালো মনে কর। তবে ওয়া্কিল কি বিষয়টা জানে?

- সে নিয়ে তুই চিন্তা করিস না। তোর আঙ্কেলরা ও দিকটা দেখবে।

- শায়লার ব্যাপারে তোর মতামত কি?

- তা শায়লা যাদের মেয়ে তারাই ভালো বলতে পারবে, আমি আবার কি বলব। তবে বিষয়টা এত তারাতারি না হলেই মনে হয় ভালো হত। তাছাড়া শায়লার পছন্দ অপছন্দের ও তো একটা ব্যাপার আছে তাইনা?

- সে নিয়ে তোকে ভাবতে হবেনা। ওসব আমরাই দেখব।

- দেখ মা, তুমি তোমার মেয়ের কথা ভাবো, অন্যের মেয়ের ব্যাপারে তোমাকে মাথা ঘামাতে হবেনা।

- আরে, শায়লা অন্যের মেয়ে হতে যাবে কেন? সেওতো সাদিয়ার মত আমারই মেয়ে। সাদিয়া আর শায়লাকে আমি ভিন্ন চোখে দেখিনা।

- দেখ, দেখ, প্রাণ ভরে আজকের রাতটা ভালো করে দেখে তারপর কাল সকালে রওয়ানা দিয়ে চলে আস।

- আপনর মোবাইলে যথেষ্ট পরিমাণ ব্যালএন্স নাই, দয়া করে রিচার্জ করে পুণূরায় ডায়াল করুন টু টু............।

- শেট, ফোনটা কেটে গেল।

(চলবে) ................

বিষয়: সাহিত্য

১১৫৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319884
১৩ মে ২০১৫ রাত ০৯:১৬
আফরা লিখেছেন : ওহ--শেট আজকের পর্ব ও তো শেষ হয়ে গেল । আবার কয়দিন অপেক্ষা করতে হয় কে জানে ।

অনেক ধন্যবাদ ভাইয়া ।
১৩ মে ২০১৫ রাত ১০:৫১
260949
আবু জারীর লিখেছেন : অপেক্ষার পালা সর্বদা মধুর হয়।
ধন্যবাদ। আপু।
319901
১৩ মে ২০১৫ রাত ১১:৪৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! বেশী সময় অপেক্ষা করতে পারবো না বলে দিলাম! তাড়াতাড়ি করুন প্লিজ...........।
১৪ মে ২০১৫ রাত ০১:২৪
260981
আবু জারীর লিখেছেন : ওআলাইকুম আসসালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!

জোহুকুম জাঁহাপনা।
ধন্যবাদ আপু।


319930
১৪ মে ২০১৫ রাত ০২:১৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

মজার খুনসুটি ভালো লাগলো! ছবির হাকিকত বুঝলাম না!

শুকরিয়া!
১৪ মে ২০১৫ সকাল ০৮:১২
261014
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
ছবিটা শায়লা, শায়লার বাবা মা এবং তার স্বামীকে কল্পনা করলে কেমন হয়।
অপছন্দনীয় হলে বাদ দেয়া যায়।
ধন্যবাদ।
320006
১৪ মে ২০১৫ দুপুর ০১:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এতো গুলো পর্ব মিস করেছি, এখন কি কমেন্ট করবো কিছুই বুঝতেছি না!
১৪ মে ২০১৫ রাত ০৮:৩৭
261144
আবু জারীর লিখেছেন : কে বলছে বুঝতে পারেন নি? এইযে বুঝে শুনে একটা ফাকিবাজি মন্তব্য করলেন, এটাই বা কম কিসে?
তার পরেও হাজিরা দেয়ার জন্য গাজী সাসাউদ্দিন ভাইকে আন্তরিক মুবারকবাদ।
320083
১৪ মে ২০১৫ রাত ০৯:০০
আবু জান্নাত লিখেছেন : বরাবরের মত দারুন লেগেছে, পরের পর্বের অপেক্ষায় রইলাম। ভাইয়া।
১৪ মে ২০১৫ রাত ০৯:১৮
261148
আবু জারীর লিখেছেন : পরের পর্বও এসে গেছে ভাই।
ধন্যবাদ।
320195
১৫ মে ২০১৫ দুপুর ১২:২৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : আমিও বলছি, সেট্! বদ্দা এত কম কম কেন লিখেন। Happy
১৫ মে ২০১৫ দুপুর ০১:২৮
261282
আবু জারীর লিখেছেন : কম কম দেয়ার হাকিকত হল গল্প পড়ার কারণে দাদীর সময় যেন আবার অল্প হয়ে না যায়।
ধন্যবাদ বদ্দা।
334411
০৮ আগস্ট ২০১৫ রাত ০৪:৪৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
ফোনটাও কেটে গেলো
পর্বটাও শেষ হলো।
০৮ আগস্ট ২০১৫ রাত ১১:৩৯
276624
আবু জারীর লিখেছেন : গল্পে এমনটাই হয়।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File