আমি এখন নানা
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ মে, ২০১৫, ১১:৩৬:০৯ রাত
আমি এখন নানা, আর
বৌ আমার নানি
নাতিন পেয়ে বৌকে আমা
লাগছে পানি পানি ।
বড় মেয়ে সিক্সে পড়ে
ছোট্ট মেয়ে ফোরে
বলুন দেখি নানা নানি
হলাম কেমন করে?
নামায রোজায় পাকা আমার
বোনের মেয়েটা
সেই মেয়েটা মা হয়েছে
দেখুন ছবিটা।
নামটা বলুন কি দেয়া যায়
আমার নাতনির তরে
দুয়া চাচ্ছি আল্লাহ যেন
কবুল করেন তারে।
বিষয়: সাহিত্য
১৩১৭ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
তার জন্য বরাদ্দ রইল বহদ্দার হাটের ছানার মিষ্টি।
মিটবে এবার আয়েশ
ঘরে বসে নাতির লাগি
বানান গিয়ে পায়েশ।
ফালটা মারেন কম
ধরবে চেপে দম
ধরবে নাতি খাবলা মেরে
মিষ্টি কেনে কম?
তখন দেখবে নানাগিরি
থাকবেনানে ছিরিবিরি
কুনি মেরে বলবে যখন
বানাও আলুর দম।
চোখের মাঝে চশমা এঁটে
আতপ চালের বাটনা বেটে
বলবেনাতো নাতিরে নাতি
চোখে দেখি কম!
নাতির ঠ্যালায় হবে না তো
নিজেই আলুর দম??
চিরে চ্যাপ্টা,
আল্লাহ জানের নাতনির কনুইতে
কি হয় ভাব টা?
ধন্যবাদ।
মোবারকবাদ রইলো। বাচ্চা এবং তাঁর পরিবারপরিজনদের উপর আল্লাহ অনেক রহমাত এবং বারাকাহ দান করুন! সন্তনটিকে ইসলামের একজন একনিষ্ঠ খাদিমা হিসেবে গড়ে তুলুন!
নামের জন্য সাহাবীআনহুম গনের নাম সর্বোকৃষ্ট! তারপর ইসলামীক অর্থোবোধক সুন্দর নাম রাখা যেতে পারে।
শুকরিয়া শেয়ার জন্য!
বাচ্চার মা অর্থাৎ আমার ভাগ্নীটা মাশা'আল্লাহ স্বেচ্ছায় দীনদার।
আল্লাহ আপনার দুয়া কবুল করুন যেন বেবিটা আল্লাহর দীনের প্রকৃত খাদেমা হতে পারে।
ধন্যবাদ আপু।
শিশুটির জন্য অনেক অনেক দোয়া রইল।
কিছু কিছু নাম আছে যা সবার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য সেরকম নামও দিতে পারতেন।
আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন।
ধন্যবাদ।
নানা নানি সুখে থাকুন নাতিটারে নিয়ে।
দোয়া করি নাতির যেন খায়তে পারেন বিয়ে।
আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন।
ধন্যবাদ।
দিন কয় পরে ছানা।
তারপরেতে আনা
ডাকবে সেযে নানা!!!
আসল মিষ্টি খাওয়ানর ইচ্ছা রইল তাই ডিজিটাল মিষ্টি দেইনি।
ধন্যবাদ।
ধন্যবাদ আপু।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন