পুরুষকে মানুষ করো, বাঙালিকে সভ্য??

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৮ এপ্রিল, ২০১৫, ০৮:৪১:১৬ সকাল

পুরুষকে মানুষ করো, বাঙালিকে সভ্য - আনিসুল হক!

তার মানে পুরুষরা মানুষ না আর বাঙালিরাও সভ্য না, তাই না?

সে জন্যই আমরা ১লা বৈশাখে শুধু এক দিনের জন্য বাঙালি হতে চাইনা, চাই সারাজীবনের জন্য সভ্য বাংলাদেশী হয়ে থাকতে।

পুরুষ কখনই মানুষ হতে পারেনা তাই আমরা মুমিন পুরুষ হিসেবে বেচে থাকতে চাই আর এজন্যই নারী পুরুষের মধ্যে পর্দার দেয়াল খাড়া করি যাতে অসভ্যতা স্থান না পায়।

আমাদের এই চাওয়া সমাজকে সভ্য করে আর আনিসুল হকদের মত সুশীলদের চোখ দেখে মৌলবাদী চিন্তা হিসেবে!

তারা যে সভ্যতার কথা চিন্তা করে নিজেদের প্রগতিশীল ভাবে তা সমাজকে করে অসভ্য পুরুষদের আস্তবল আর অমানুষ বাঙালীর লীলাক্ষেত্র।

বাংগালিয়ানার অসভ্যতা আর অমানুষিকতার প্রমাণ জাতি হাতেনাতে পেল এই পহেলা বৈশাখ আর কিছুদিন আগের হিন্দুদের ধর্মীয় উৎসব হলীতে।

এখন আনিসুল হকদেরমত প্রগতিশীল সুশীলদেরই বলতে হবে, তারাকি অমানুষ পুরুষ আর অসভ্য বাঙালি হয়ে বেচে থাকবেন না কি সভ্য বাংলাদেশী মুমিন পুরুষ হবেন?

বিষয়: বিবিধ

১০২৬ বার পঠিত, ২৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315547
১৮ এপ্রিল ২০১৫ সকাল ০৯:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আনিসুল হক সাহেব নিজে এখনও সভ্য এবং মানুষ হননি!
তাই লেজকাটা শেয়াল এর মত করছেন।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৭
257709
আবু জারীর লিখেছেন : খেক শিয়ালের মত সুযোগের অপেক্ষায় থাকে।
ধন্যবাদ।
315550
১৮ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আনিসুল হক সাহেব নিজে এখনও সভ্য এবং মানুষ হননি!
তাই লেজকাটা শেয়াল এর মত করছেন সবাই চলছেন ও সেই পথে!
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৮
257710
আবু জারীর লিখেছেন : ওরা কোন দিনও সভ্য এবং মানুষ হবেনা।
ধন্যবাদ।
315551
১৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:০৭
মাজহারুল ইসলাম লিখেছেন : আনিসুল হক হচ্ছে ভারতীয় দালাল সেই কি করে বাঙ্গালী হবে। এরা চায় যেই করে হোক দেশকে ভারতের হাতে তুলে দিতে।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৯
257711
আবু জারীর লিখেছেন : ওদের সেই আশা ইনশা'আল্লাহ কোনদিনও পূরণ হবেনা।
ধন্যবাদ।
২৪ এপ্রিল ২০১৫ রাত ১০:৩৩
257847
মাজহারুল ইসলাম লিখেছেন : ইন-শা-আল্লাহ।
315552
১৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:১১
আফরা লিখেছেন : তার মানেটা কি দাড়াল সে নিজেই একটা অমানুষ ।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫০
257712
আবু জারীর লিখেছেন : অমানুষ কিনা জানিনা তবে এখনও মানুষ হতে পারেনি।
ধন্যবাদ।
315563
১৮ এপ্রিল ২০১৫ সকাল ১১:৫৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫০
257713
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
315564
১৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:০২
খান জুলহাস লিখেছেন : অসাধারণ প্রতিবাদ
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
257714
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
315571
১৮ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৪৯
আবু জান্নাত লিখেছেন : আনিসুলহক সম্পর্কে তেমন জানা নেই, আপনার লেখায় বুঝলাম তিনিও অমানুষের কাতারে। ধন্যবাদ।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫২
257715
আবু জারীর লিখেছেন : ওরা কোনদিনও মানুষ হবেনা।
315576
১৮ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আবু জারীর ভাইয়া অনেকদিন পর আপনার কোন লেখা পড়ছি। ভাইয়া আসলে তারা প্রগতিশীলদের নিয়ে কথা বলেছে কারণ তাদের দৃষ্টিতে মুমিন পুরুষ বা মুমিন নারীরা মানুষের কাতারে পরেনা। এই হল ব্যাপার।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৩
257716
আবু জারীর লিখেছেন : সে যাই ভাবুকনা কেন, বরং তারাই যে এখনও মানুষের কাতারে আসতে পারেনি তা দিবালোকের মত স্পষ্ট।
ধন্যবাদ।
315583
১৮ এপ্রিল ২০১৫ দুপুর ০২:৪৯
মু নূরনবী লিখেছেন : দাদা...কি কমু!

এরা হচ্ছে কানা বুদ্ধিজীবী!
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৩
257718
আবু জারীর লিখেছেন : চোখ থাকতেও অন্ধ।
ধন্যবাদ।
১০
315929
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৭:৪৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হায়রে কপাল পোডা জাতি, তুই তোর শ্রেষ্ঠ সন্তানদের ফাঁসির মঞ্চে নিয়ে গেলি, আর লুইচ্চা, বেয়াদব, বেইমান ও মুনাফিকদের ভালবাসলি!!
সুন্দর লিখার জন্য ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৫
257721
আবু জারীর লিখেছেন : জাতি যে ধিরে ধিরে কৃষ্ণ গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মত স্পষ্ট।
ধন্যবাদ।
১১
316137
২১ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৮
egypt12 লিখেছেন : হে আল্লাহ আমাদের মুমিন কর
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৬
257722
আবু জারীর লিখেছেন : আর ওদের অন্তত মানুষ কর।
ধন্যবাদ।
১২
316245
২২ এপ্রিল ২০১৫ সকাল ১১:২২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : যদি সন্মান পেতে চাও, তবে হে নারী... আগে তুমি নারী হও।
টি,এস,সি তে যেই মেয়েটার উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল, ওই মেয়েটার ছেলেদের মতই বভকাটিং চুল ছিল, পরনে ছিল জিন্স প্যান্ট, গায়ে ছিল ফতুয়া। মেয়েটার পোষাকের জন্য সরকারের পুলিশ বাহিনী মেয়েটাকে ছেলে নাকি মেয়ে তা সনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। পুলিশ বাহিনীর ধারনা ছিল ওই জায়গায় ছাত্রলীগের টি-২০(দলীয় কোন্দল) চলতেছে তাই তারা নিরাপদ দূরর্ত্বে অবস্থান করেছিল।
বিঃদ্রঃ যৌন নির্যাতনের জন্য মেয়েদের পোষাক ও আচরন ১০০% দায়ী।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০২:০০
257723
আবু জারীর লিখেছেন : মূলকথা হল ঘটনাটা ঘটেছে তাদের নিজেদের মধ্যেই। যারা পহেলা বৈশাখের অনুষ্ঠানের বর্তমান ফর্মেট হালাল না হারাম তা নিয়ে যাদের সন্দেহ ছিল তা দূর হয়েছে।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File