পুরুষকে মানুষ করো, বাঙালিকে সভ্য??
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৮ এপ্রিল, ২০১৫, ০৮:৪১:১৬ সকাল
পুরুষকে মানুষ করো, বাঙালিকে সভ্য - আনিসুল হক!
তার মানে পুরুষরা মানুষ না আর বাঙালিরাও সভ্য না, তাই না?
সে জন্যই আমরা ১লা বৈশাখে শুধু এক দিনের জন্য বাঙালি হতে চাইনা, চাই সারাজীবনের জন্য সভ্য বাংলাদেশী হয়ে থাকতে।
পুরুষ কখনই মানুষ হতে পারেনা তাই আমরা মুমিন পুরুষ হিসেবে বেচে থাকতে চাই আর এজন্যই নারী পুরুষের মধ্যে পর্দার দেয়াল খাড়া করি যাতে অসভ্যতা স্থান না পায়।
আমাদের এই চাওয়া সমাজকে সভ্য করে আর আনিসুল হকদের মত সুশীলদের চোখ দেখে মৌলবাদী চিন্তা হিসেবে!
তারা যে সভ্যতার কথা চিন্তা করে নিজেদের প্রগতিশীল ভাবে তা সমাজকে করে অসভ্য পুরুষদের আস্তবল আর অমানুষ বাঙালীর লীলাক্ষেত্র।
বাংগালিয়ানার অসভ্যতা আর অমানুষিকতার প্রমাণ জাতি হাতেনাতে পেল এই পহেলা বৈশাখ আর কিছুদিন আগের হিন্দুদের ধর্মীয় উৎসব হলীতে।
এখন আনিসুল হকদেরমত প্রগতিশীল সুশীলদেরই বলতে হবে, তারাকি অমানুষ পুরুষ আর অসভ্য বাঙালি হয়ে বেচে থাকবেন না কি সভ্য বাংলাদেশী মুমিন পুরুষ হবেন?
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাই লেজকাটা শেয়াল এর মত করছেন।
ধন্যবাদ।
তাই লেজকাটা শেয়াল এর মত করছেন সবাই চলছেন ও সেই পথে!
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
এরা হচ্ছে কানা বুদ্ধিজীবী!
ধন্যবাদ।
সুন্দর লিখার জন্য ধন্যবাদ
ধন্যবাদ।
ধন্যবাদ।
টি,এস,সি তে যেই মেয়েটার উপর যৌন নির্যাতন চালানো হয়েছিল, ওই মেয়েটার ছেলেদের মতই বভকাটিং চুল ছিল, পরনে ছিল জিন্স প্যান্ট, গায়ে ছিল ফতুয়া। মেয়েটার পোষাকের জন্য সরকারের পুলিশ বাহিনী মেয়েটাকে ছেলে নাকি মেয়ে তা সনাক্ত করতে ব্যর্থ হয়েছিল। পুলিশ বাহিনীর ধারনা ছিল ওই জায়গায় ছাত্রলীগের টি-২০(দলীয় কোন্দল) চলতেছে তাই তারা নিরাপদ দূরর্ত্বে অবস্থান করেছিল।
বিঃদ্রঃ যৌন নির্যাতনের জন্য মেয়েদের পোষাক ও আচরন ১০০% দায়ী।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন