হিমালয় সম ঈমান

লিখেছেন লিখেছেন আবু জারীর ১১ এপ্রিল, ২০১৫, ১১:০৫:২৭ রাত



হিমালয় সম ঈমান যাহার

পাহাড়ের দৃঢ়তা

তিনি আমাদের কামারুজ্জামান

ইসলামী আন্দলনের নেতা।

ঈমানের পরীক্ষায় উত্তির্ণ হয়ে তিনি

চলে গেলেন প্রভূর কাছে

এর চেয়ে পরম প্রাপ্তি

মুমিনের আর কি আছে?

তাহার রক্তে ভেজা উর্বর জমিনে

ফুটবে একদিন ইসলামের ফুল

সেদিন বাতিলেরা নিশ্চয় বুঝবে

তাহাদের কৃত আজকের ভুল।

শক্তি দাও হে দয়াময়

সাহস দাও আমায়

ইসলামের দূর্গ যেন গড়তে পারি

প্রতিটি পাড়া মহল্লায়।

বিষয়: সাহিত্য

১১৩৪ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314317
১১ এপ্রিল ২০১৫ রাত ১১:১৫
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৫
255594
আবু জারীর লিখেছেন : আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
-- সাদিয়া মুকুম
314327
১১ এপ্রিল ২০১৫ রাত ১১:৪১
আবু জান্নাত লিখেছেন : আমীন, জাযাকাল্লাহ খাইর
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
255595
আবু জারীর লিখেছেন : আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
-- সাদিয়া মুকুম
314333
১১ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৪
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
255596
আবু জারীর লিখেছেন : আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
-- সাদিয়া মুকুম
314336
১২ এপ্রিল ২০১৫ রাত ১২:১৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমীন, জাযাকাল্লাহ খাইর
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৬
255597
আবু জারীর লিখেছেন : আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
-- সাদিয়া মুকুম
314359
১২ এপ্রিল ২০১৫ রাত ০১:৫১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।

আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৭
255599
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়ারহমাতুল্লাহ

আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!

ধন্যবাদ আপু।
314377
১২ এপ্রিল ২০১৫ রাত ০২:১৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
যা চোখ দিয়ে সামনে দেখি আমরা
তা কিন্তু পুরো ঘটনা নয়......
সামনে কিছু মানুষ হারলেও
পেছনে তাদের জয়!!

জীবন যুদ্ধে রক্ত নয়
দাম শুধু নিঃশ্বাসের....
মরে গেলে দেহ নয়
কথা রয়ে যায় বীরের...।

বেদনার ক্রন্দন নয়
রক্তের অমিয় শিশির,
একদিন আসবে হেসে হেসে
ভরবে জান্নাতের তীর।

এর চেয়ে বেশী কিছু
কি আর বলো দরকার?
দুনিয়ার প্রভাব ক্ষণস্থায়ী
চাহি আখেরাতে ন্যায় বিচার।

বিচারের বাণী কাঁদে নীরবে
কিছু পশুত্বের আত্ম চিৎকার!
মহান রবের নিকটে আমাদের
চাওয়া আমাদের আলো আঁধার।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৭
255600
আবু জারীর লিখেছেন : আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
-- সাদিয়া মুকুম
314378
১২ এপ্রিল ২০১৫ রাত ০২:২১
শেখের পোলা লিখেছেন : দূর্গ হতেই হবে প্রতিটা পাড়া মহল্লায়,
রসুলের এ বাণী কখনও মিথ্যা হবার নয়৷
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৮
255601
আবু জারীর লিখেছেন : আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
-- সাদিয়া মুকুম
314390
১২ এপ্রিল ২০১৫ রাত ০৪:৫১
স্বপন২ লিখেছেন : ওনরা দুজনেই ছিল, ইসলামী আন্দোলনের প্রান।
১৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৫৮
255602
আবু জারীর লিখেছেন : আল্লাহ উত্তম অভিভাবক! উত্তম হিফাজতকারী! উত্তম ন্যায়বিচারক তাঁর কাছেই অন্তরের সকল ব্যথা, দুঃখ- অভিযোগ সোপর্দ করলাম!

আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রহমাহ বর্ষন করুন,উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের অতিথি হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন! আমীন! ইয়া রব্বুল আলামীন!
-- সাদিয়া মুকুম
314907
১৪ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
আল্লাহ মরহুম ভাইয়ের যাবতীয় গুনাহখাতা মাফ করে দিন, উনার উপর রাহমাত বর্ষন করুন, উনার কবরকে প্রশস্থ করে দিন, উনাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল করে নিন!

আল্লাহ উনার পরিবার পরিজনদের উত্তমভাবে সবর করার তৌফিক দান করুন, সন্তানদের সাদাকায়ে জারিয়াহ হিসেবে নেককার সন্তান হওয়ার তৌফিক দিন!
আমিন ইয়া রব্বুল আলামিন!
১৫ এপ্রিল ২০১৫ রাত ১২:৫২
255998
আবু জারীর লিখেছেন : আমিন ইয়া রব্বুল আলামিন!
ধন্যবাদ আপু।
১০
316261
২২ এপ্রিল ২০১৫ দুপুর ০১:০০
egypt12 লিখেছেন : Praying Praying Praying Praying
২৪ এপ্রিল ২০১৫ রাত ০১:৪৪
257708
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
১১
319849
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জালেম যতই হোক শক্তিশালী বিজয় তাদের কভু আসবেনা,
জীবন যদিও যাবে,যাবেই তবু সত্যের সেনানীরা হারবেনা।
ধন্যবাদ আপনাকে....।
১৪ মে ২০১৫ সকাল ০৮:১৬
261015
আবু জারীর লিখেছেন : আল্লাহর দীনের এসকল মুজাহীদেরা আল্লাহর কাছে সম্মানিত এবং মানুষও তাদের জন্য দুয়া করতে থাকবে।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File