মুক্ত মনের মানুষ যুক্ত মনের মানুষ

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:৪৬:২৩ রাত

মুক্ত মনের মানুষ

যুক্ত মনের মানুষ




মুক্ত মনের মানুষ যারা

মুক্ত যাদের হাত

মানুষ মারা তাদের জন্য

সামান্য ডাল ভাত।

রাস্তা ঘাটে তাইতো আজি

মিলছে শুধু লাশ

দেশটা যেন বাবার সম্পদ

মুক্ত মনার দাস!

বলীর জন্য পালে তারা

রামছাগল আর পাঠা

সময় মত বলী দিয়ে

চুকিয়ে দেয় ল্যাঠা।

কালে ভদ্রে বলীর পাঠা

দিয়ে একটা বলী

পাঠার রক্তে বলী কারীরা

খেলে তখন হলী।

দিনের আলোয় বিশ্বজিৎকে

বলী দিছে যারা

অভিজেকেও বলী দিছে

রাত দুপুরে তারা।

যুক্ত মনের মানুষ যারা

আল্লাহ তা’লার সাথে

খুন ধর্ষন করতে মানা

দিবস কিংবা রাতে।

শ্রষ্ঠার সৃষ্টি রক্ষা করা

যুক্ত মনার কাজ

হোকনা তারা বৌদ্ধ খৃষ্টান

অমুসলিম সমাজ।

বিষয়: সাহিত্য

১১৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306506
২৮ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:২৮
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
248061
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
306827
০২ মার্চ ২০১৫ দুপুর ০২:৪৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনার মূল্যবান অসাধারণ লিখাটি পড়ে অনেক ভালো লাগলো।
০২ মার্চ ২০১৫ রাত ০৯:৫৭
248285
আবু জারীর লিখেছেন : আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File