সরকারী দলের নেতারা গরু চুরি করবে কেন?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ জানুয়ারি, ২০১৩, ১২:৪৬:৪৪ দুপুর
ভারত থেকে কিনে আনা গরুগুলো বিএসএফ ছিনিয়ে নিচ্ছে।
গরু চুরির অভিযোগে জামাইসহ আ’লীগ নেতা শ্রীঘরে
আওয়ামিলীগের নেতা কর্মীরা যদি বিরোধী দলে থাকত এবং ছোটখাট চুরি ছ্যাচরামীর মত কাজ করত তাহলে হয়ত বিশ্বাস যোগ্য হত কিন্তু সরকারী দলে থাকা অবস্থায় গরু চুরীর মত ছোট খাট চুরি ছ্যাচরামী করবে এটা বিশ্বাস যোগ্য নয়। এমনকি তাদের জন্য এখন পুকুর চুরিও সোভা পায়না।
চুরি যদি করতেই হয় তাহলে তারা করবে পদ্মা মঘেনা যমুনা চুরি। হলমার্ক সেজে ব্যাংক ডাকাতি। কুইক রেন্টাল এর নামে ডিজিটাল চুরি।
আগামি টার্মে ক্ষমতায় আসতে পারলে তখন বঙ্গপ সাগর ভারত মহাসাগর এর নিচে আমজন বা নীলনদ চুরীও তাদের জন্য সোভনীয় হবেনা।
তবে তারা যদি কোন ভাবে ২০২১ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তাহলে প্রসান্ত মহাসাগর চুরি করে যে বিশ্ব রেকর্ড করতে পারবে তাতে কোন সন্দেহ নাই।
তখন জাতি হিসেবে আমরা গর্ববোধ করতে পারব। যেমনটা কবি আল মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সর্ড এর চেয়ে বড় খ্যাতি(?) দিয়েছেন ডাকাতদের গ্রাম বলে।
ঢাকা বিশ্বাবিদ্যালয়ের ছাত্রদের যেমন প্রাচ্যের অক্সফোর্ড পরিচয় দিয়ে হীনমন্বতায় ভুগতে হয়না বরং ডাকাতদের গ্রাম বলে গর্ববোধ করতে পারে(?)।
আমরাও হয়ত একদিন মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের জন্য হীনমন্বতায় না ভুগে প্রশান্ত মহাসাগর চুরির জন্য গর্ববোধ করতে পারব(?)
বিষয়: রাজনীতি
১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন