বাবার স্বপ্ন
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:০৫:০১ রাত
আমার বাবার স্বপ্ন ছিল
ভাত পানিতে মারার
তাইত আমি বন্ধ করেছি
বেগম জিয়ার খাবার।
মনের সুখে গান ধরেছি
তাধিন তাধিন
কারো দুঃখে কন্না করতে
লাগাই গ্লিসারিন।
আমার বাবার স্বপ্ন যারা
করেছে ভঙ্গ
তাদের ভব লীলা আমি
করিব সাঙ্গ।
এই করেছি পণ আমি
এই করেছি পণ
বাংলা দেশের রাণী আমি
বেউকুফ জনগণ।
দেশ জনতার হুশ যদি
ফেরে কোন দিন
ফুঁস করে দেশ ছারব
আমি যে নাগিণ।
বিষয়: সাহিত্য
১১১৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আমার নিজের স্বপ্ন গুলোও বাপের নামে চালিয়ে,
সবার স্বপ্ন ধ্বংশ করবো,চেতনাতে ভূলিয়ে!!
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন