বুকে গুলি

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:০৬:৪৩ সকাল



পায়ে গুলি বুকে গুলি

আর কত চলবে

জালিমেরা দুনিয়াকে

আর কত দলবে?

জিহাদের ডাক দিতে

আর কত দেরী

মুমিনের পায়ে পায়ে

লাগছে যে বেরি।

চুপ করে থাকার এটা

নয়ত সময়

বিপ্লবে জাগে বীর

ভিরুরা ঘুমায়।

বিষয়: সাহিত্য

১১৫৭ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302939
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:২৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০২
245221
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, দুষ্ট ভাই।
302945
০৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:০২
হতভাগা লিখেছেন : আমাদের মত লেফট রাইট করারা না , আপনাদের মত বীরের দরকার এই দেশের - জারীর সাহেব ।

চলে আসুন দেশে
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৪
245222
আবু জারীর লিখেছেন : ছাত্র জীবনের একটা বড় অংশ রাজ পথেই ছিলাম। সময় হলে আবারও আসব ইনশা’আল্লাহ।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৬
245256
হতভাগা লিখেছেন : ৭১ এর পর সবচেয়ে বড় ঝামেলায় আপনার দল । দলের একজন জানবাজ কর্মী হিসেবে কি করা উচিত ?
302984
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ক্বিয়ামত পর্যন্তই জুলুম ও জালিম থাকবে মুমিনদেরকে পরীক্ষা ও পুরস্কৃত করার জন্য
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৫
245223
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম’আসসালাম।
জালিমরা মুমিনদের পরীক্ষক। ধন্যবাদ।
303031
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৬
আফরা লিখেছেন : কবিতা ভাল লাগল ধন্যবাদ ভাইয়া ।
০৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:০৫
245224
আবু জারীর লিখেছেন : বড় বেদনায় লেখা কবিতা। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File