হিজাব ডে

লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫৬:০৪ রাত



হিজাব ডেতে হিজাব পরা

এই বেবিটা কার

তার বাবা চাচ্ছে দয়া

মহানও আল্লাহর।

দয়া কর হে দয়াময়

আমার বেবির তরে

তোমার হুকুম মেনে যেন

নিজের জীবন গড়ে।

ভোগের চেয়ে ত্যাগে যেন

হয় বিশ্বাসী

গরিব দুঃখীর দুঃখে যেন

রয় আশ্বাসী।

গুরুজনকে করে যেন

সদা সম্মান

মেধা মননে, রাখে যেন

যোগ্যতার প্রমাণ।

মা-বাবার প্রিতি যেন সে

থাকে সদয়

কবুল কর, বাবার দোয়া

হে দয়াময়।

বিষয়: সাহিত্য

১০৩১ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302650
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৯
জোনাকি লিখেছেন : আমীন।
হিজাবি বেবির বাবার দোয়া, ছন্দে সুরে অন্তর ছোঁয়া।
ভালোবাসা উপচানো ছড়াটা ভাল্লাগ্লো।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৮
244837
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ জোনাকি আপু।
302657
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৯
244838
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
302667
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:১৭
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৯
244839
আবু জারীর লিখেছেন : আন্তরিক শুভেচ্ছা।
302673
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৬
আফরা লিখেছেন : বাবার দুয়া আল্লাহ কবুল করুন । আমীন ।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩০
244840
আবু জারীর লিখেছেন : আমিন, জাযাকাল্লাহে খায়রান।
302715
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৫:২০
কাহাফ লিখেছেন :
আল্লাহ আন্তরিক এই দুয়া কবুল করুন!আমিন ছুম্মা আমিন!!
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩১
244841
আবু জারীর লিখেছেন : আমিন, জাযাকাল্লাহে খায়রান
302810
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

Praying Praying Praying Praying
দেরীতে হলে কি দোয়ার কদর কমে যায়?? Nail Biting
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫১
244938
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম’আসসালাম।
মোটেইনা বরং কন্টিনিঊ চলতেই থাকে।
ধন্যবাদ মুহতারাম।
০৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৯
244966
আবু সাইফ লিখেছেন : আমি তো যখনই কোন দোয়া করি, আল্লাহতায়ালাকে বলি- এটা তোমার অটো-রিপ্লেতে সেট করে নাও!
০৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৪
244983
আবু জারীর লিখেছেন : জ্ঞানের কথা, জ্ঞানীর কথা।
ধন্যবাদ ভাইজান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File