হ্যালো ম্যাডাম হ্যালো
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৯ জানুয়ারি, ২০১৫, ০৯:৩৭:৫৪ সকাল
হ্যালো ম্যাডাম হ্যালো
সত্য করে বল
সন্তান নাকি দেশ
কোনটা লাগে বেশ?
সন্তান আমার চোখের মণি
কলজের টুকরা দেশ
চোখের চেয়ে কলজের মূল্য
আমার কাছে বেশ।
দারা যাবে মারা যাবে
সন্তান তোমার সামনে
মা হয়ে এমন কষ্ট
সইবে তুমি ক্যামনে?
ষোল কোটি সন্তান আমার
সারা বাংলাদেশে
দুই ছেলেকে ভুলে থাকব
দেশকে ভালবেসে।
তারই প্রমাণ দিলেন আজি
হ্যালো ম্যাডাম হ্যালো
দেশ জনতার ভালবাসায়
ম্যাডাম সিক্ত হল।
বিষয়: সাহিত্য
১১৭৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক সন্তানকে দেশের কোটি কোটি সন্তানের মাঝে খুজে পাবে!!!
তার দলের এত এত নেতার যে জীবন যাচ্ছে সেটার জন্য তো তাকে কোন চোখের পানি ফেলতে দেখা যায় না । অথচ এদেরই লাশের সিঁড়ির উপর পা দিয়ে উনি ক্ষমতায় বসবেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন