করে দাও ভাই

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৩ জানুয়ারি, ২০১৫, ১০:৩৫:০৯ সকাল

মাফ করে দাও বন্ধু তাকে

মাফ করে দাও ভাই

আমাদের সেই মহান নেতা

এই জগতে নাই।

চলে গেছেন পর পারে

রেখে গেছেন স্মৃতি

সাথে করে নিয়ে গেছেন

বদী মুরসির প্রিতি।

আসমা বালতেগী দাড়িয়ে আছে

বাবে জান্নাতে

প্রিয় নেতাকে শভেচ্ছা জানাতে

ফুলের মালা হাতে।

শিক্ষার যদি থাকে কিছু

নাও শিখে নাও ভাই

এই দুনিয়ায় তোমার খাতায়

প্রাপ্তির কিছু নাই।

পরম পাওয়া তোমার জন্য

আছে ঐ পারে

কারুন ফেরাউনকে দেখতে পাবে

জাহান্নামের নারে।

বিষয়: সাহিত্য

৯৬৪ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301398
২৩ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৬
মোতাহারুল ইসলাম লিখেছেন : পরপারে কার কি অবস্থান আমরা জানিনা, তবে মুমিনের জন্য আমরা ভালো আশা রাখি। আর যিনি গিয়েছেন, তিনি তার কৃত-কর্ম সাথে নিয়ে গিয়েছেন।

আল্লাহ সর্বজ্ঞ।
২৩ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৭
243852
আবু জারীর লিখেছেন : চোখে পানি আসবে এমনটা ভাবনায় ছিলনা, কিন্তু ঠিকই চোখে পানি এসে গেল! বাচ্চারা যেমন বাবা মায়ের সামনে বিনা দ্বিধায় কাঁদতে পারে, মুমিনরা তেমনি পারে তাদের রবের সামনে। বাদ মাগরিব, মরহুম বাদশাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল আযীযের গায়েবানা জানাজায় যে চোখে পানি এসে যাবে বিভিন্ন কারণে তা ছিল ভাবনার অতীত, কিন্তু তাকবীরে উলার পরে কেমন যেন মনটা ভারি হয়ে চোখ গলে পানি এসে গেল! চোখের পানি থামানর পরিবর্তে প্রবাহিত হতে দিলাম নির্বিগ্নে, আর দুয়া করলাম অন্তর খুলে। তার জন্য এবং একই সাথে শোহাদায়ে রাবেয়া সহ তামাম দুনিয়ার মুসলিম মুজাহিদ ও মজলুমদের জন্য।
301418
২৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:১৭
অনেক পথ বাকি লিখেছেন : বদ দোয়া দিলেন নাকি তাকে?
২৩ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৫
243849
আবু জারীর লিখেছেন : চোখে পানি আসবে এমনটা ভাবনায় ছিলনা, কিন্তু ঠিকই চোখে পানি এসে গেল! বাচ্চারা যেমন বাবা মায়ের সামনে বিনা দ্বিধায় কাঁদতে পারে, মুমিনরা তেমনি পারে তাদের রবের সামনে। বাদ মাগরিব, মরহুম বাদশাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল আযীযের গায়েবানা জানাজায় যে চোখে পানি এসে যাবে বিভিন্ন কারণে তা ছিল ভাবনার অতীত, কিন্তু তাকবীরে উলার পরে কেমন যেন মনটা ভারি হয়ে চোখ গলে পানি এসে গেল! চোখের পানি থামানর পরিবর্তে প্রবাহিত হতে দিলাম নির্বিগ্নে, আর দুয়া করলাম অন্তর খুলে। তার জন্য এবং একই সাথে শোহাদায়ে রাবেয়া সহ তামাম দুনিয়ার মুসলিম মুজাহিদ ও মজলুমদের জন্য।
301435
২৩ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৮
আফরা লিখেছেন : আল্লাহ উনাকে মাফ করুন । আমীন ।
২৩ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৬
243850
আবু জারীর লিখেছেন : আমীন।
২৩ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৬
243851
আবু জারীর লিখেছেন : আমীন।
301443
২৩ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
আবু জারীর লিখেছেন : যারা লা’ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ পড়ে ঈমান এনেছে আল্লাহ তাদের সকলকে ঈমানের সঠিক বুঝ দান করুন এবং উনি সহ সকলকে আল্লাহ মাফ করুন।
301457
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৬
শেখের পোলা লিখেছেন : সাব্বাশ জারীর ভাই৷
301462
২৩ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
301464
২৩ জানুয়ারি ২০১৫ রাত ১০:০৫
আবু জারীর লিখেছেন : চোখে পানি আসবে এমনটা ভাবনায় ছিলনা, কিন্তু ঠিকই চোখে পানি এসে গেল! বাচ্চারা যেমন বাবা মায়ের সামনে বিনা দ্বিধায় কাঁদতে পারে, মুমিনরা তেমনি পারে তাদের রবের সামনে। বাদ মাগরিব, মরহুম বাদশাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল আযীযের গায়েবানা জানাজায় যে চোখে পানি এসে যাবে বিভিন্ন কারণে তা ছিল ভাবনার অতীত, কিন্তু তাকবীরে উলার পরে কেমন যেন মনটা ভারি হয়ে চোখ গলে পানি এসে গেল! চোখের পানি থামানর পরিবর্তে প্রবাহিত হতে দিলাম নির্বিগ্নে, আর দুয়া করলাম অন্তর খুলে। তার জন্য এবং একই সাথে শোহাদায়ে রাবেয়া সহ তামাম দুনিয়ার মুসলিম মুজাহিদ ও মজলুমদের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File