আপনাকে বাংলাদেশ জিন্দাবাদই মেনে নিতে হবে ইনশা’আল্লাহ।
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ নভেম্বর, ২০১৪, ১২:৫০:৪১ রাত
অনেকেই ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইসলাম মুক্ত করার জন্য। স্বাধীনতার মূল চেতনাই ছিল ইসলাম মুক্ত একটা ধর্মহীন সেকুলার বাংলাদেশ গড়া! সেই লক্ষ্যে যারা কাজ করেছিলেন তাদের মধ্যে একজন অন্যতম সংগঠক হলেন জনাব আব্দুল লতিফ সিদ্দিকী।
জনগণের মতামতের তোয়াক্কা না করে লাগাতার ছয়বছর যাবাৎ ক্ষমতা চর্চা করে ভেবেছিলেন তাদের কাঙ্খিত বাংলাদেশ বুঝি হয়েই গেছে, তাই সুদূর মার্কিন মুল্লুকে গিয়ে চেতনার বায়োক্যামিক্যাল টেস্ট করে দুনিয়াকে তাদের সাফল্য দেখানর ব্যর্থ চেষ্টা করলেন! দুনিয়া আজব তাকিয়ে ফলাফলে যা দেখল তা হলঃ
জনরোষে মন্ত্রীসভা থেকে বহিষ্কার, দল থেকে বহিষ্কার, গ্রেফতার হয়ে কারাগারে স্থানান্তর আর পাব্লিকের ঝাড়ু-জুতার শুভেচ্ছা! আশা করি চেতনাবাজরা বুঝতে পেরেছেন বাংলাদেশ শুধু ইসলামের কারণেই ভারত মাতার পেট চিরে ১৯৪৭ সালে বেরিয়ে এসেছি যা আর কোনদিন ভারতের সাথে লীন হবেনা। হয়তবা একদিন ভারতের বুকে বাংলার তিতুমীররা বাবর, আকবর, শাহজাহান, ঔরঙ্গজেব হয়ে ফিরে আসবে ইনশা’আল্লাহ।
৭১ এ যা হয়েছে তা শুধু বাংলা মায়ের অঙ্গে লেগে থাকা কাদা-মাটি ধুয়ে মুছে সাফ। জয়বাংলা, বাংলার শ্লোগান না ওটা ভারতের শ্লোগান, ঐ শ্লোগান যারা দেয় তাদেরকে বলব ভুল করবেন না। ৪৭ এর আগের কংগ্রেস যেমন ৪৭ এর পরে বাংলায় অচল তেমনি জয়বাংলা শ্লোগানো বাংলায় অচল। গায়ের জোড়ে হয়তবা আরো কিছুদিন চাপার জোড় দেখাতে পারবেন কিন্তু আখরে আপনাদের বিদায় নিতেই হবে আর তখন বাংলাদেশ জিন্দাবাদকে মেনে নেয়া ছাড়া আপনাদের আর কোন গত্তান্তর থাকবেনা। তাই বলি এদেশে থাকতে হলে আপনি যে মত এবং পথেরই হোন না কেন আপনাকে বাংলাদেশ জিন্দাবাদই মেনে নিতে হবে ইনশা’আল্লাহ?
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্যবাদ।
অচিরেই চেতনাদন্ড এমন ভাবে নেতিয়ে পড়বে যে,দাদা বাবুদের দাওয়াও কোনই কাজে আসবে না!
বাংলাদেশের সব মত-পথ অনুসারীদের কেই 'জিন্দাবাদ' শ্লোগানে মুখরিত করতে হবে ইনশা আল্লাহ!
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন