হলুদ মেখে একটা বুড় সং সেজেছে সং
লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ অক্টোবর, ২০১৪, ০১:১৯:০৮ রাত
হলুদ মেখে একটা বুড়
সং সেজেছে সং
শত্তুর বছরে মনে বুড়র
রং লেগেছে রং!
বুড়ার সাথে বুড়ি একটা
দাত কেলিয়ে হাসে
তাইনা দেখে বাচ্চারা কেউ
নাইকো আশে পাশে!
শত্তুর বছরের বুড়র নাকি
আঠাশ বছরের বৌ
সত্য মিথ্যা তোমরা সবে
বলতে পারকি কেউ?
মোল্লা মুন্সি কেউ যদি
করত এমন বিয়ে
মিডিয়াতে ঝড় উঠত
বয়সের ফারাক নিয়ে!
বিষয়: বিবিধ
১৮৫৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
যদি আমিও করতাম তাহলেও মিডিয়া ফাটাই ফেলাইত!!
তবে সবাই বলছেন পুরান ইঞ্জিন এর নতুন বগি। বগি যে নতুন সেটা সবাই জানল ক্যামন করে??
ছাব্বিশ বছরের বগি
চলবে কি আদৌ!!!
;
আইতে যাইতে কান্দিনা।
বরং এখনই রং ঢং সং ছেড়ে লাইনে আসার ব্যার্থ চেষ্টা চালাচ্ছেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন