হলুদ মেখে একটা বুড় সং সেজেছে সং

লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ অক্টোবর, ২০১৪, ০১:১৯:০৮ রাত



হলুদ মেখে একটা বুড়

সং সেজেছে সং

শত্তুর বছরে মনে বুড়র

রং লেগেছে রং!

বুড়ার সাথে বুড়ি একটা

দাত কেলিয়ে হাসে

তাইনা দেখে বাচ্চারা কেউ

নাইকো আশে পাশে!

শত্তুর বছরের বুড়র নাকি

আঠাশ বছরের বৌ

সত্য মিথ্যা তোমরা সবে

বলতে পারকি কেউ?

মোল্লা মুন্সি কেউ যদি

করত এমন বিয়ে

মিডিয়াতে ঝড় উঠত

বয়সের ফারাক নিয়ে!

বিষয়: বিবিধ

১৮৫৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279493
৩০ অক্টোবর ২০১৪ রাত ০১:২২
আফরা লিখেছেন : হায় আল্লাহ ! শখ দেখে আর বাঁচি না ......।
৩০ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৯
223236
আবু জারীর লিখেছেন : তাও ভালো। আমি অবশ্য দোষের কিছু দেখিনা।
ধন্যবাদ।
279494
৩০ অক্টোবর ২০১৪ রাত ০১:২৪
তহুরা লিখেছেন :
৩০ অক্টোবর ২০১৪ রাত ০১:৫০
223237
আবু জারীর লিখেছেন : বিয়ে যে কি মজার আগে জানলে এত দেরী করতনা।
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০৯
223256
তহুরা লিখেছেন :
279497
৩০ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৮
সুশীল লিখেছেন : আফনে এতো বেরসিক ক ক্যান ভাই?
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৩
223491
আবু জারীর লিখেছেন : আপনারও মঞ্চায় নাকি?
279520
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিকই কইছেন!!!
যদি আমিও করতাম তাহলেও মিডিয়া ফাটাই ফেলাইত!!
তবে সবাই বলছেন পুরান ইঞ্জিন এর নতুন বগি। বগি যে নতুন সেটা সবাই জানল ক্যামন করে??
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৮:৩৫
223492
আবু জারীর লিখেছেন : কিছু দিন পরে জখন রং উঠে যাবে তখন দেখা যাবে যে ভারতীয় সিরিয়াল দেখা ইউজড বগিই।
279523
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০৮
আরিফ চৌঃ লিখেছেন :

৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:১৯
223497
আবু জারীর লিখেছেন : যার যাকিছু আছে তা দিয়েই বেচারাকে সাহায্য করা উচিৎ।
279532
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৮:১৪
মামুন লিখেছেন : আপনার লিখাটি পড়লাম। ধন্যবাদ। Thumbs Up Rose
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:২১
223498
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন মামুন ভাই।
279565
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৭
Sada Kalo Mon লিখেছেন : সত্তর বছরের ইঞ্জিন
ছাব্বিশ বছরের বগি
চলবে কি আদৌ!!!

Oh go On Oh go On Oh go On Tongue Tongue ;Winking
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:২২
223500
আবু জারীর লিখেছেন : ঝুক্কুর ঝুক্কুর চান্দিনা
আইতে যাইতে কান্দিনা।
279583
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩২
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বুড়ো বয়সে কি সঙ সাজতে মানা আছে! এসব মানুষ তো পুরো জীবনেই সঙ ছিল, সঙ সেজেই তো জীবন পার করে দিয়েছে......
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৪
223502
আবু জারীর লিখেছেন : তা যা বলেছেন ভাই
বরং এখনই রং ঢং সং ছেড়ে লাইনে আসার ব্যার্থ চেষ্টা চালাচ্ছেন।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File