এক কিংবদন্তির জীবনাবসান
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৩ অক্টোবর, ২০১৪, ১০:০৯:২৫ রাত
এক কিংবদন্তির জীবনাবসান
হে রব! তুমি তোমার গোলাম অধ্যাপক গোলাম আযমকে মাফ করে দাও। তাকে তোমার জান্নাতের মেহমান বানাও। সারা জীবন যারা তাকে জন্ত্রনা দিয়েছে, অপবাদ দিয়েছে, জেল খাটিয়েছে, ভবিষ্যতে যারা তাকে অপবাদ দিবে তুমি তাদের সকলকে তোমার কঠিন আজাবে নিপতিত কর। তাকে যারা ভালোবাসে, ভালোবেসেছিল এবং ভবিষ্যতেও ভালোবাসবে তুমি তাদের সকলকে হেদায়েতের উপর অটল রেখ। মরহুমের রেখে যাওয়া অসমপ্ত কাজকে সফলতার সাথে আঞ্জাম দেয়ার জন্য তার উত্তরসূরিদের হিম্মত দাও। তার আজীবনের লালীত স্বপ্ন বাংলাদেশে তোমার দীন প্রতিষ্ঠিত করে জান্নাতে তার বিদেহী আত্মাকে পরিতৃপ্ত কর। হে রব তুমি আমাদের দুয়া কবুল কর।
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন...
আমীন আমীন আমীন
আমীন ! আমীন ! আমীন ।
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
আমাদের মত সাধারণ শিক্ষিত অসংখ্য তরুণের জীবনধারা পাল্টে দেয়ার পিছনে মরহুম গোলাম আযম (রঃ) এবং আবুল আলা মোদূদী (রঃ) এর অবদান অনুসীকার্য। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, তাদের অনুসৃত পথে চলে আমরা যেন তোমার প্রিয় বান্দারদের অন্তুর্ভুক্ত হতে পারি সেই তাওফিক দাও। আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
মন্তব্য করতে লগইন করুন