এক কিংবদন্তির জীবনাবসান

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৩ অক্টোবর, ২০১৪, ১০:০৯:২৫ রাত



এক কিংবদন্তির জীবনাবসান

হে রব! তুমি তোমার গোলাম অধ্যাপক গোলাম আযমকে মাফ করে দাও। তাকে তোমার জান্নাতের মেহমান বানাও। সারা জীবন যারা তাকে জন্ত্রনা দিয়েছে, অপবাদ দিয়েছে, জেল খাটিয়েছে, ভবিষ্যতে যারা তাকে অপবাদ দিবে তুমি তাদের সকলকে তোমার কঠিন আজাবে নিপতিত কর। তাকে যারা ভালোবাসে, ভালোবেসেছিল এবং ভবিষ্যতেও ভালোবাসবে তুমি তাদের সকলকে হেদায়েতের উপর অটল রেখ। মরহুমের রেখে যাওয়া অসমপ্ত কাজকে সফলতার সাথে আঞ্জাম দেয়ার জন্য তার উত্তরসূরিদের হিম্মত দাও। তার আজীবনের লালীত স্বপ্ন বাংলাদেশে তোমার দীন প্রতিষ্ঠিত করে জান্নাতে তার বিদেহী আত্মাকে পরিতৃপ্ত কর। হে রব তুমি আমাদের দুয়া কবুল কর।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277590
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:১০
আফরা লিখেছেন : আমীন ! আমীন ! আমীন ।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
221561
আবু জারীর লিখেছেন : আমীন। ধন্যবাদ।
277592
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:১৫
নিরবে লিখেছেন : আমীন
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
221562
আবু জারীর লিখেছেন : আমীন। ধন্যবাদ।
277595
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মরেনি এখনো। সব চ্যানেলে লাইফ সাপোর্ট প্রচার করতেছে।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:২৫
221518
আবু সাইফ লিখেছেন : আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত হয়েছি..
277597
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:২১
অনুরণন লিখেছেন : আমীন।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৭
221563
আবু জারীর লিখেছেন : আমীন। ধন্যবাদ।
277599
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:২৪
আবু সাইফ লিখেছেন : আলহামদুলিল্লাহ..

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন...


আমীন আমীন আমীন



২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৭
221564
আবু জারীর লিখেছেন : আমীন। ধন্যবাদ।
277600
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:২৫
বুঝিনা লিখেছেন : হে রব! তুমি তোমার গোলাম অধ্যাপক গোলাম আযমকে জান্নাতের মেহমান বানাও। যারা তাকে জন্ত্রনা দিয়েছে, অপবাদ দিয়েছে, জেল খাটিয়েছে, ভবিষ্যতে যারা তাকে অপবাদ দিবে তুমি তাদের সকলকে তোমার কঠিন আজাবে নিপতিত কর। তাকে যারা ভালোবাসে, ভালোবেসেছিল এবং ভবিষ্যতেও ভালোবাসবে তুমি তাদের সকলকে হেদায়েতের উপর অটল রেখ। মরহুমের রেখে যাওয়া অসমপ্ত কাজকে সফলতার সাথে আঞ্জাম দেয়ার জন্য তার উত্তরসূরিদের হিম্মত দাও। তার আজীবনের লালীত স্বপ্ন বাংলাদেশে তোমার দীন প্রতিষ্ঠিত করে জান্নাতে তার বিদেহী আত্মাকে পরিতৃপ্ত কর। হে রব তুমি আমাদের দুয়া কবুল কর।
আমীন ! আমীন ! আমীন ।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৭
221565
আবু জারীর লিখেছেন : আমীন। ধন্যবাদ।
277604
২৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৩
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাতি আজ এক ইসলামি আন্দোলনের মহানায়ককে চির বিদায় জানাচ্ছে,যার বদৌলতে আজ বাংলাদেশে ইসলামী আন্দোলনের এত অগ্রগতি।হে আল্লহা আমরা আজ তোমার হাতে আমাদের এক মহান অভিভাবককে তুলে দিচ্ছি তুমি তাঁর যথাযথ মূল্যায়ন কর ( তুমি তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব কর ) আমিন ।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৮
221566
আবু জারীর লিখেছেন : আমীন। ধন্যবাদ।
277624
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:০৭
লজিকাল ভাইছা লিখেছেন : আমীন ! আমীন ! আমীন ।
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
221559
আবু জারীর লিখেছেন : আমীন। ধন্যবাদ।
277849
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪০
ইবনে হাসেম লিখেছেন : মরহুম অধ্যাপক গোলাম আযম! বাংলার এক ক্ষণজম্মা মহাপুরুষ! বাংলার দিকহারা মুসলমানদের জন্য আল্লাহ প্রেরিত এক অনুপম প্রেরণার আধার!! ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায়, ইসলাম ধর্মকে রাষ্ট্র ও সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠায় তাঁর গুরু মরহুম মাওলানা সৈয়দ আবুল আ’লা মওদূদীর সংগ্রামী যোগ্য উত্তরসূরী এবং বর্তমান শতাব্দীর এক নির্ভীক সিপাহশালার!! বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তীসম প্রাণপুরুষ!!! ছোট বড়, ছেলে বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক, কৃষক তথা আপামর জনসাধারণের জন্য ইসলামী চেতনার জাগরণ, ইসলামী জ্ঞান আহরণ ও বিতরণ এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্র বিনির্মানে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। অধ্যাপক গোলাম আযম বাংলার দিগভ্রান্ত জনতার জন্য আল্লাহ প্রদত্ত বিষম্য়কর এক প্রতিভা এবং বিরামহীন উদ্দীপণার নাম। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সমগ্র জীবন ও যৌবনকে বিলিয়ে দেয়ার এক অকুতোভয়, সংগ্রামী এবং বিপ্লবী নেতৃত্বের প্রতিকৃতি অধ্যাপক গোলাম আযম।
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।

৩০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩৭
223506
আবু জারীর লিখেছেন :
আমাদের মত সাধারণ শিক্ষিত অসংখ্য তরুণের জীবনধারা পাল্টে দেয়ার পিছনে মরহুম গোলাম আযম (রঃ) এবং আবুল আলা মোদূদী (রঃ) এর অবদান অনুসীকার্য। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাদেরকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, তাদের অনুসৃত পথে চলে আমরা যেন তোমার প্রিয় বান্দারদের অন্তুর্ভুক্ত হতে পারি সেই তাওফিক দাও। আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File