ডিজে বাংলার ডিজুস মন্ত্রী
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৪ জুন, ২০১৪, ০৬:০১:১৯ সন্ধ্যা
ডিজে বাংলার ডিজুস মন্ত্রী
কেমন ছবির জোস
মন্ত্রী মহদয়ের ছবি দেখে
লাগছে বড় খোশ।
এই না হলে ডিজে মন্ত্রী
নায়ক নাইকা ফেল
পোজ দেখে তরুণীদের
কাপছে নাকি দেল?
বিয়ের প্রস্তাব পাবেনই এবার
হবেনা হের ফের
বাশর ঘরে বিড়াল মেরে
নাম কামাবেন ঢের।
বিষয়: সাহিত্য
১৩২৭ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
কেমন ছবির জোস
মন্ত্রী মহদয়ের ছবি দেখে
লাগছে বড় খোশ"।
চমৎকার বলেছেন। ভালো লাগল।
ধন্যবাদ।
ভালো থাকুন।
ধন্যবাদ বদ্দা।
ধুম মাচালে ... মাচালে ... মাচালে ....
ধন্যবাদ।
ধন্যবাদ।
(ক) অযোগ্য অনুপযুক্ত লোকের হাতে রাজ্য ক্ষমতা থাকলে।
(খ) যোগ্য ব্যক্তিকে রাজ্য ক্ষমতা থেকে সরিয়ে দিলে।
(গ) দেশ হতে সুবিচার চলে গেলে।
(ঘ) শাসক শ্রেণীর লোকজন বৃহৎ সমস্যাসমূহকে বাদ দিয়ে ক্ষুদ্র বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করলে।
হযরত আলী (রাঃ) সম্ভবতঃ এই ধরনের কিছু কথা বলেছিলেন বলে একবার পড়েছিলাম। বর্তমান বাংলাদেশের সাথে কি মিল পাওয়া যায়?
ধন্যবাদ।
আর এই পলক সাহেবরা আছে বলেই চ্যানেল আইয়েতে ঈদে চান্দে ;ভালবাসার বাংলাদেশ;হয় l
এই পলক সাব ফজরের সময় সবাইকে নামাযের জন্য ফেবুতে টেটাস দেয় আর একটু পর টিভিতে ওনি এবং ওনার ওয়াইফের নাচানাচি দেখার কথা বলে l
জয় বাংলা বলে আগে বাড়ো মমিন
ধন্যবাদ।
ছাগলে চাটে বাঘের গাল।
তিনি উড়ালের রেকর্ড করেছিলেন বাট ডঃ মোঃ ইউনুসকে বেইজ্জতি করা ছাড়া কাজের কাজ কিছুই করতে পারেননি।
ধন্যবাদ।
ধন্যবাদ।
বর্তমানে এক মাসের ছুটিতে দেশে আছি।
চাকুরী এখনো ঝুলন্ত অবস্থায়। দুয়া কামনা করছি।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন