ডিজে বাংলার ডিজুস মন্ত্রী

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৪ জুন, ২০১৪, ০৬:০১:১৯ সন্ধ্যা



ডিজে বাংলার ডিজুস মন্ত্রী

কেমন ছবির জোস

মন্ত্রী মহদয়ের ছবি দেখে

লাগছে বড় খোশ।

এই না হলে ডিজে মন্ত্রী

নায়ক নাইকা ফেল

পোজ দেখে তরুণীদের

কাপছে নাকি দেল?

বিয়ের প্রস্তাব পাবেনই এবার

হবেনা হের ফের

বাশর ঘরে বিড়াল মেরে

নাম কামাবেন ঢের।

বিষয়: সাহিত্য

১৩২৭ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234784
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো
১৪ জুন ২০১৪ রাত ১০:৪০
181507
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
234786
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
শিশির ভেজা ভোর লিখেছেন : Cool Cool স্মার্ট মন্ত্রী
১৪ জুন ২০১৪ রাত ১০:৪৯
181509
আবু জারীর লিখেছেন : ওভার স্মার্ট।
ধন্যবাদ।
234792
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এটা ওটা না যে বড় বড় কথা বলে ?
১৪ জুন ২০১৪ রাত ১০:৫০
181511
আবু জারীর লিখেছেন : এবার বড় সেজে দেখাল আর কি?
234794
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
জোবাইর চৌধুরী লিখেছেন : "ডিজে বাংলার ডিজুস মন্ত্রী
কেমন ছবির জোস
মন্ত্রী মহদয়ের ছবি দেখে
লাগছে বড় খোশ"।

চমৎকার বলেছেন। ভালো লাগল।
১৪ জুন ২০১৪ রাত ১০:৫০
181513
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ ভাইজান, ভালো থাকুন।
234795
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
নোমান২৯ লিখেছেন : পলইককানে রে ?
১৪ জুন ২০১৪ রাত ১০:৫১
181514
আবু জারীর লিখেছেন : হুম বাহে।
234808
১৪ জুন ২০১৪ রাত ০৮:২১
সিটিজি৪বিডি লিখেছেন : হিরু নাম্বার ওয়ান................
১৪ জুন ২০১৪ রাত ১০:৫২
181515
আবু জারীর লিখেছেন : জিরো হতে কতক্ষণ?
ধন্যবাদ।
234816
১৪ জুন ২০১৪ রাত ০৮:২৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ জুন ২০১৪ রাত ১০:৫২
181516
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন।
234821
১৪ জুন ২০১৪ রাত ০৮:৩৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : মন্ত্রী নাকি ভিলেন?
১৪ জুন ২০১৪ রাত ১০:৫৪
181518
আবু জারীর লিখেছেন : শেখ পরিবারের বড় গুণ যাকে তাকে মন্ত্রী বানিয়ে জাতির মাথায় ঢালে খুণ।
ধন্যবাদ বদ্দা।
234838
১৪ জুন ২০১৪ রাত ০৯:১৫
হতভাগা লিখেছেন : উনাকে দিয়ে Dhoom 4 করানো যেতে পারে ।

ধুম মাচালে ... মাচালে ... মাচালে ....
১৪ জুন ২০১৪ রাত ১০:৫৫
181520
আবু জারীর লিখেছেন : তা যা বলেছেন? প্রস্তাব পেলে শার্ট দিয়ে প্যান্ট বানাবে।
ধন্যবাদ।
১০
234862
১৪ জুন ২০১৪ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নায়ক!!!!
১৪ জুন ২০১৪ রাত ১০:৫৭
181522
আবু জারীর লিখেছেন : নায়ক নায়কই তো লাগছে।
ধন্যবাদ।
১৪ জুন ২০১৪ রাত ১১:২৭
181544
নোমান২৯ লিখেছেন : নায়ক না লায়ক ।???!!!
১১
234886
১৪ জুন ২০১৪ রাত ১১:২১
পুস্পিতা লিখেছেন : সেই রাজ্য ধ্বংস হবে যেখানে
(ক) অযোগ্য অনুপযুক্ত লোকের হাতে রাজ্য ক্ষমতা থাকলে।
(খ) যোগ্য ব্যক্তিকে রাজ্য ক্ষমতা থেকে সরিয়ে দিলে।
(গ) দেশ হতে সুবিচার চলে গেলে।
(ঘ) শাসক শ্রেণীর লোকজন বৃহৎ সমস্যাসমূহকে বাদ দিয়ে ক্ষুদ্র বিষয়ের প্রতি গুরুত্ব প্রদান করলে।

হযরত আলী (রাঃ) সম্ভবতঃ এই ধরনের কিছু কথা বলেছিলেন বলে একবার পড়েছিলাম। বর্তমান বাংলাদেশের সাথে কি মিল পাওয়া যায়?
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫৪
181696
আবু জারীর লিখেছেন : আপু নসিম হেজাজীর 'কিং সায়মনের রাজত্ব' পড়েছেন কি? না পড়লে পড়ার অনুরধ রইল।
ধন্যবাদ।
১২
234938
১৫ জুন ২০১৪ রাত ০৩:৩৫
লাঠীপেটা লিখেছেন : ভাইরে হাছিনা এবং তার আমলীগ পুরা জাতীর জন্য ডিজুজl
আর এই পলক সাহেবরা আছে বলেই চ্যানেল আইয়েতে ঈদে চান্দে ;ভালবাসার বাংলাদেশ;হয় l
এই পলক সাব ফজরের সময় সবাইকে নামাযের জন্য ফেবুতে টেটাস দেয় আর একটু পর টিভিতে ওনি এবং ওনার ওয়াইফের নাচানাচি দেখার কথা বলে l
জয় বাংলা বলে আগে বাড়ো মমিন
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫৬
181698
আবু জারীর লিখেছেন : জয়বাংলার ঠ্যালায় এখন বাঙালীরা অস্থির। জনগণ তাদের কবল থেকে মুক্তি চায়।
ধন্যবাদ।
১৩
234961
১৫ জুন ২০১৪ সকাল ০৮:৩৭
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫৬
181699
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৪
234983
১৫ জুন ২০১৪ সকাল ১০:১৮
egypt12 লিখেছেন : সুন্নর মন্তিরি Give Up
১৫ জুন ২০১৪ দুপুর ০৩:৫৭
181700
আবু জারীর লিখেছেন : দেশে আইছে কলির কাল
ছাগলে চাটে বাঘের গাল।
১৫
235027
১৫ জুন ২০১৪ দুপুর ১২:১৪
প্রবাসী আশরাফ লিখেছেন : ব্যাক্তিগত ফ্যাশন যাই হোক যদি দেশের জন্য প্রয়োজনীয় কাজ করতো তাহলো হয়তো এতো সমালোচিত হতোনা। সরকারের প্রায়ই সবাইকেই দেখা যায় বিদেশ ঘুরায় ভনভন, কাজের বেলায় ঠনঠন। কন তাদের দিয়ে কি আর এমন গরীব দেশের নেতৃত্ব চলে?
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:০০
181701
আবু জারীর লিখেছেন : এর আগেও একজন উড়াল মন্ত্রী ছিলেন।
তিনি উড়ালের রেকর্ড করেছিলেন বাট ডঃ মোঃ ইউনুসকে বেইজ্জতি করা ছাড়া কাজের কাজ কিছুই করতে পারেননি।
ধন্যবাদ।
১৬
235118
১৫ জুন ২০১৪ বিকাল ০৪:০৭
ছিঁচকে চোর লিখেছেন : জামাতিরা যে কবে এরাম স্মাট হবে। Cool Cool
১৭ জুন ২০১৪ রাত ১১:২২
182516
আবু জারীর লিখেছেন : চুরি বিদ্যা শিখতে পারলেই হয়ত সম্ভব হবে।
ধন্যবাদ।
১৭
239847
২৯ জুন ২০১৪ সকাল ০৫:৩৬
প্যারিস থেকে আমি লিখেছেন : উনি কোন সে মন্ত্রী জনাব ?
০৬ জুলাই ২০১৪ সকাল ১০:৫৮
188060
আবু জারীর লিখেছেন : ইনু পাগলার শিষ্য।
১৮
241902
০৫ জুলাই ২০১৪ দুপুর ০২:০৭
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম। ভাইজান আপনি কৈ। অনেকদিন দেখিনা। বর্তমানে কোথায় আছেন। চাকুরীর সমস্যা কি সমাধান হয়েছে?
০৬ জুলাই ২০১৪ সকাল ১১:০০
188061
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।
বর্তমানে এক মাসের ছুটিতে দেশে আছি।
চাকুরী এখনো ঝুলন্ত অবস্থায়। দুয়া কামনা করছি।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File