দ্বিতীয় ছুটির ঘণ্টার চির স্বরণীয় সফল স্যুটিং
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ জুন, ২০১৪, ০৪:৪৩:৫৩ বিকাল
মানুষের সব দিন সমান যায়না। কিছু কিছু দিন আছে যা চির স্বরণীয় হয়ে থাকে। তেমনই একটা দিন ৯ই জুন ২০১৪ইং যা চির স্বরণীয় হয়ে থাকবে আমার বৌর জীবনে। সারা দিন ব্যাপি এমন এমন ঘটনা ঘটেছে যা শুনলে হৃদয়হীন পাষাণের হৃদয়ও বিগলিত না হয়ে পারবেনা। আগের দিনই পিতার অসুস্থতার খবর পেয়েছেন। তা আবার যেমন তেমন অসুস্থতা নয় একেবারে কিডনি ফেইলুরের মত ঘটনা। পিতার এমন অসুস্থতার খবরে কোন মেয়েই ঠিক থাকতে পারেনা। আর তা যদি হয় পিতার বড় কন্যা তাহলে তো কোন কথাই নাই।
অসুস্থ পিতাকে নিয়ে ছোট্ট ভাই যখন চিকিৎসার জন্য বাসায় এসে হাজির তখনতো বড় মেয়ে হিসেবে আমার স্ত্রীর একেবারে বেহাল দশা, কিন্তু কিছু কিছু কাজ আছে যা কোন বাঁধা মানেনা যেমন খাওয়া, শৌচ কর্ম আর বর্তমানে যোগ হয়েছে সন্তানের স্কুলে যাওয়া। এক দিকে অসুস্থ্য পিতা বাসায় এসে হাজির, যার দুরবস্থা দেখে বৌর আমার ত্রাহি মধুসূদন তার পরেও সন্তানকে স্কুলে নিয়ে যাওয়া এক কঠিন বাস্তবতা।
দুই সন্তানকে স্কুলে রেখে বাবাকে নিয়ে যখন হাসপাতালে যাবে ঠিক তখনই খবর এল ছোট্ট মেয়ে স্কুলে বসে অসুস্থ্য হয়ে পরেছে। একেবারে যেমন তেমন অসুস্থ্যতা নয়, প্রচন্ড জ্বর সাথে বমি। সন্তানের এমন অসুস্থ্যতায় কোন মা কি ঠিক থাকতে পারে? পারেনা। আমার বৌও পারেনি। একদিকে পিতা অন্য দিকে সন্তান কাকে যে কোন হাসপাতালে নিয়ে যাবে সেটা নিয়েই এখন মাহা টেনশান। শেষ পর্যন্ত ছোট্ট ভাইদের দিয়ে বাবাকে কিডনী হাসপাতালে পাঠিয়ে নিজে সন্তানকে নিয়ে শিশু হাসপাতালে। অন্য দিকে বড় সন্তান তখনও স্কুলে।
হাসপাতাল থেকে ফিরে বড় সন্তানকে স্কুল থেকে এনে টিচারের বাসায় প্রেরণ করে নিজের বাসায় এসে হাজির হতে না হতেই খবর এল বড় সন্তান টিচারের টিচিং রুমে নাই! শুধু কি তাই টিচারের টিচিং রুমে বাহির থেকে তালা লাগানো! এমতাবস্থায় পৃথিবীর কোন মাই স্থির থাকতে পারেনা। আমার কোমল হৃদয়ের বৌও ঠিক থাকতে পারেনি। গগন বিদারী চিৎকারে মহল্লার সবাই একাকার। চতুর্দিকে খোজাখুজির পালা। থানা পুলিশ কোন কিছুই বাদ যায়নি। সে এক শ্বাস রুদ্ধকর অবস্থা। স্যারের তালা লাগানো রুমের সামনে যখন এমন টান টান উত্তেজনা আর কান্নার রোল তখন ভিতর থেকে বাচ্চাদের প্রতিদ্ধনি! এযেন দ্বিতীয় ছুটির ঘণ্টার সুটিং।
ঘটনাটা যে ভাবে ঘটেছে তা মামুলি হলেও শিক্ষনীয়। আমার বাচ্চা আর তার এক সহপাঠি টিচারের টিচিং রুমে হাজির হলেও টিচার তখনও আসেননি। বাচ্চাদের মন বলে কথা? তাদের অনুরোধে টিচিং রুমের আয়া বাচ্চাদেরকে রুমের ভিতরে রেখে বাহির থেকে তালা লাগিয়ে চলে গেছে। বাচ্চাদের উদ্দেশ্য স্যারকে সারপ্রাইজ দেয়া কিন্তু আমার বৌর অতিরিক্ত স্বচেতনতা সারপ্রাইজের পরিবর্তে বয়ে নিয়ে আসে গগন বিধারী চিৎকার আর থানা পুলিশের এক মহা ঝামেলা। বাচ্চাদের টিচারের রুমে রেখে এসে ৫ মিনিটের মধ্যেই আবার খবর নিতে না গেলে এমন অনাকাঙ্খিত ঘটনার জন্ম হতনা। আবার বাচ্চাদের সব সময় নজরে না রাখলে যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে যা মোটেও কাম্য না, তাই বচ্চাদের সব সময় নজরে রাখা জরুরী। বাচ্চারা অনেক সময় হাসির ছলে অনাকাঙ্খিত ঘটনার জন্ম দেয় যা থেকে তাদেরকে স্বচেতন করাও জরুরী।
আমার শ্বশুর মুহতারাম মাওলানা খলিলুর রহমান অনেকাংশে অচল কিডনি নিয়ে মিরপুরে কিডনি হাসপাতালে ভর্তি আছেন। শেষ চিকিৎসা হিসেবে ডাক্তার ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন। সাবার কাছে তার রোগমুক্তির দুয়া কামনা করছি।
বিষয়: বিবিধ
১৭৫২ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ আপু। ভালো থেক।
ধন্যবাদ মুহতারাম।
ধন্যবাদ।
ধন্যবাদ দাদা।
We have biological parents but our Ustashi is our spiritual parents so make dua for Muhtaram Khalil hijur
May Allah (swt) give him shefa e kamel ah and hayate tayebah.
I would like to hight another brothers that he is successful person here inshallah he will be successful here after.
Tajiks br Kabir for giving the information about your family especially regarding my beloved teacher if you have any opportunity please give him my Salam ask him to forgive me .
Jazaakallah khairan
আপনার শশুর, সন্তানসহ সবার সুস্থ্যতা কামনা করছি।
আমীন।
ধন্যবাদ।
কিন্তু ভাই আপনি কোথায় ছিলেন?
আমি সৌদি'আরবে।
ধন্যবাদ।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আবু জারীর হওয়ার প্রত্যাশায়।
ধন্যবাদ।
আপনার জন্য শুভ কামনা।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ও হেদায়াত দান করুন। আ-মী-ন।
আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ও হেদায়াত দান করুন। আ-মী-ন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ভালো থাকুন ভাইজান।
ধন্যবাদ।
ধন্যবাদ।
Thanks
মন্তব্য করতে লগইন করুন