ইতিহাসের জন্ম দাতা আওয়ামিলীগের দল
লিখেছেন লিখেছেন আবু জারীর ০১ মে, ২০১৪, ০৮:০৫:১২ সকাল
ইতিহাসের জন্ম দাতা
আওয়ামিলীগের দল
শেখ মুজিব নাকি হাজির ছিল
কি আশ্চার্য বল।
দিনে দুপরে এমন যোচ্চুরি
জাতি আগে দেখে নাই
ইতিহাস বিক্রিতিতে বাকশালীদের
তুলনা যে নাই।
নামটাও ওদের চুরি করা
পাকিস্তানের উর্দূ ভাষা থেকে
এমন হাজারো কদর্য লুকিয়ে আছে
আওয়ামিলীগের বাঁকে বাঁকে।
বিষয়: সাহিত্য
১৬৭৩ বার পঠিত, ৩৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যিই বলেছেন ওরা চুর.... m/
এজন্যই মরহুম সাংবাদিক মুসা আওয়ামিলীগ দেখলে তুই চোর বলতে শিখিয়ে গেছেন।
এটাই তো সেই ছবি । এত মহাগুরুত্বপূর্ন লোকের ছবি ক্যামেরাম্যান কিভাবে এড়িয়ে গেল ?
এজন্যই কি একদল লোক তাকে পিতা ডাকে?
যারা তাকে পিতা ডাকে তাদের কাছে অনুরোধ তারা যেন আপন মায়ের কাছে আপনার যুক্তিটা তুলে ধরে। প্রতিকৃয়ায় মাজননী যদি কুলাঙার পোলাকে পিছার (ঝাড়ু) বারি না দেয় তাহলে আমার নামে ২টা বাকশালী কুত্তা পালার অনুমতি আপনাকে দিলাম।
এই নেতা (শেখ মুজিব)ভাষা আন্দোলনে বাথরুম থেকে নেতৃত্ব দিয়েছেন বলে জাতিকে ইতিহাস শিখানো হয়েছিল। আজ নতুন করে আবার শিখানো হচ্ছে। এতে দেখলেন টা কী?
ধন্যবাদ আপু।
ধন্যবাদ।
সত্যিই বলেছেন ওরা চুর.... m/ phbbbbt Time Out
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন