ঢাকার রাস্তায় রিক্সা চালায় সাতক্ষীরার এক ছেলে

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ এপ্রিল, ২০১৪, ১০:৩৯:১৪ রাত



ঢাকার রাস্তায় রিক্সা চালায়

সাতক্ষীরার এক ছেলে

যৌথ বাহিনীর অত্যাচারে

স্বজন এসেছে ফেলে।

মা-বোনের আদর যত্নে

কাটত সুখে দিন

যৌথ বাহিনীর গজবে পরে

সব কিছু বিলিন।

ঘর পুড়েছে বাড়ি হারিয়েছে

ইজ্জত গেছে খোয়া

সেই কথা পরলে মনে

চোখে দেখে ধোঁয়া।

কামেলের ছাত্র ছেলেটির মুখে

বিসাদের এক ছায়া

সেই ছায়ায় লুকিয়ে আছে

বোনের অকৃত্রীম মায়া।

৫০ টাকার পথ ৩০ টাকায় যায়

ভাড়া জানা নাই

আলাপ করে জানতে পারলাম

তিনি আমার ভাই।

১০০ টাকার নোট একটা

দিয়ে হাতে চেপে

চোখ মুছে নেমে গেলাম

আপন ঠিকানাতে।

ভাগ্য ভালো রাত্রী ছিল

চিনতে পারেনি

মনের দুঃখ খুলে বললাম

এক সত্য কাহিনী।

বিষয়: সাহিত্য

১৩৫৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214099
২৭ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৯
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৩
162351
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
214103
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০০
সিরাজুম মুনিরা রুমি লিখেছেন : আমি কেঁদে ফেলেছি কেন জানি। আল্লাহ্‌ তুমি সকলের অভিভাবক। তুমি তাদেরকে উত্তম প্রতিদান দিও।
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
162352
আবু জারীর লিখেছেন : আমীন, ছুম্মা আমী।
ধন্যবাদ।
214108
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:১২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মজলুমকে আল্লাহ হেফাজত করুন ,,আমিন
২৭ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৮
162364
আবু জারীর লিখেছেন : সকল মজলুমকেই আল্লাহ হেফাজত করুন।
ধন্যবাদ।
214126
২৮ এপ্রিল ২০১৪ রাত ১২:১৬
প্যারিস থেকে আমি লিখেছেন : বাংলাদেশটা যেন এক মৃত্যুপুরি।
২৮ এপ্রিল ২০১৪ রাত ০১:০১
162396
আবু জারীর লিখেছেন : যাদের কারণে দেশের এই অবস্থা, আল্লা তাদের উপর তাঁর গজব নাজিল করুন। আমীন।
214147
২৮ এপ্রিল ২০১৪ রাত ০১:৫৯
দিগন্তে হাওয়া লিখেছেন : আল্লাহ হেফাজত করুন.
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৩
162488
আবু জারীর লিখেছেন : আমীন।
214173
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩১
egypt12 লিখেছেন : আওয়ামী সম্রপদায়ের অত্যাচারে আজ মুসলিম সম্প্রদায় বাস্তুচুত্য :(
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
162492
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন, মুসলমানেরা আজ আওয়ামী ধর্মহীন সেকুলার আর বষ্ট বামদের প্রতিহিংসার শিকার।
214188
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৮
টোকাই বাবু লিখেছেন : Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
162494
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
214192
২৮ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪৪
আয়নাশাহ লিখেছেন : এই ভাইএর দায়িত্ব তো আমার আপনার। কিন্তু দেশের নেতা নেত্রীদেরকে এর জন্য অবশ্যই শাস্তি দিতে হবে।
২৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৬
162498
আবু জারীর লিখেছেন : যাদের কারণে মজলুমেরা আজ গৃহহারা আল্লাহ তুমি জালিমদের ধ্বংস কর তোমার গজব দ্বারা।
214264
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সিরাজুম মুনিরা রুমি লিখেছেন : আমি কেঁদে ফেলেছি কেন জানি। আল্লাহ্‌ তুমি সকলের অভিভাবক। তুমি তাদেরকে উত্তম প্রতিদান দিও।
রিপোর্ট করুন
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
162709
আবু জারীর লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন ।
১০
214352
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাষাহিন।
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫১
162706
আবু জারীর লিখেছেন : সত্যিই বাকহীন।
১১
214360
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
মোবারক লিখেছেন : ভালো লাগলো
২৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
162705
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
১২
214526
২৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
আহমদ মুসা লিখেছেন : আফসোস! আজ এরকম অনেক ঘটনার সৃষ্টি হচ্ছে আমাদের দেশে। রাজা যদি অনুপোযুক্ত হয় রাজ্যেতে নেমে আসে বিশৃঙ্খলা। আমাদের অবস্থা তার চেয়েও করুন। যা ভাষায় প্রকাশ করা যায় না।
২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৬
162891
আবু জারীর লিখেছেন : রাজা যতটানা অনুপযুক্ত তরা চেয়ে বেশি সন্ত্রাসী।
ধন্যবাদ।
১৩
216177
০১ মে ২০১৪ রাত ০৮:৪৬
সালমা লিখেছেন : খুব খারাফ লাগল ভাইটির জন্য,আল্লাহ তার পরিবারকে রহমত করুন। সত্য ঘটনাটা জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
০১ মে ২০১৪ রাত ১০:২৩
164382
আবু জারীর লিখেছেন : আল্লাহ সকল মজলু পরিবারের প্রতিই রহম করুন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File